Ajker Patrika

বগুড়ায় ২৪ ঘণ্টায় নারীসহ দুজনের মৃত্যু

বগুড়া প্রতিনিধি
বগুড়ায় ২৪ ঘণ্টায় নারীসহ দুজনের মৃত্যু

বগুড়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় নারীসহ দুজনের মৃত্যু হয়েছে। বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত সময়ের মধ্যে তাদের মৃত্যু হয়। এই সময়ে ৩৮৫টি নমুনা পরীক্ষায় করোনায় শনাক্ত হয়েছেন ১১৯ জন। নমুনা পরীক্ষার ফলাফলে করোনা শনাক্তের হার ছিল ৩০ দশমিক ৯৫ শতাংশ। 

আজ বুধবার দুপুরে জেলা সিভিল সার্জন কার্যালয়ের থেকে এ তথ্য জানানো হয়েছে। 

মৃতরা হলেন, বগুড়া ধুনট উপজেলার বাসিন্দা ৭৫ বছর বয়সী লতিফুন বেওয়া ও দুপচাঁচিয়া উপজেলার বাসিন্দা ৪১ বছর বয়সী রুবেল। 

জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, জেলায় করোনায় নতুন দুজনের মৃত্যু হওয়ায় মোট মারা গেছেন ৮০৪ জন। এর মধ্যে শুধু বগুড়া জেলার বাসিন্দা রয়েছেন ৬৯৬ জন। বাকিরা অন্য জেলার বাসিন্দা। তারা করোনা আক্রান্ত হয়ে বগুড়ার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তবে মৃত্যুর এই তালিকায় করোনা উপসর্গ নিয়ে মৃতরা নেই। 

এ ছাড়া জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য থেকে জানা যায়, গত ২৪ ঘণ্টায় জেলায় করোনা থেকে নতুন করে সুস্থ হয়েছেন ৮৭ জন। বর্তমানে জেলায় করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১০৬ জন। এর মধ্যে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ৪২, মোহাম্মদ আলী হাসপাতালে ৪৪, টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে ১৫ ও বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ জন চিকিৎসাধীন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত