Ajker Patrika

সাবেক এমপি চয়ন-কবিতাসহ ১৯৬ জনের বিরুদ্ধে মামলা

সিরাজগঞ্জ প্রতিনিধি  
চয়ন ইসলাম-মেরিনা জাহান কবিতা। ছবি: সংগৃহীত
চয়ন ইসলাম-মেরিনা জাহান কবিতা। ছবি: সংগৃহীত

৯ মাস পর হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনায় সিরাজগঞ্জের শাহজাদপুরে সাবেক সংসদ সদস্য চয়ন ইসলাম, মেরিনা জাহান কবিতাসহ আওয়ামী লীগের ৭৬ নেতা-কর্মীর নামে মামলা হয়েছে। মামলায় অজ্ঞাত আরও ১০০-১২০ জনকে আসামি করা হয়েছে।

আজ বৃহস্পতিবার শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আছলাম আলী এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকা বলেন, ‘মামলার আসামিদের গ্রেপ্তার করতে অভিযান চলছে। ইতিমধ্যে মামলার চার আসামিকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।’

এর আগে ১২ মে শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হামিদুর রহমান তুষার বাদী হয়ে বিস্ফোরকদ্রব্য আইনে শাহজাদপুর থানায় মামলাটি দায়ের করেন।

আসামিরা হলেন সাবেক সংসদ সদস্য চয়ন ইসলাম, তাঁর বোন সাবেক সংসদ সদস্য মেরিনা জাহান কবিতা, কবিতার ছেলে সুমগ্ন করিম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ কাজল, সহসভাপতি সাইফুল ইসলাম, সহসাধারণ সম্পাদক মনির আক্তার খান তরু লোদী ও মোস্তাক আহমেদ, কোষাধ্যক্ষ সালাম ব্যাপারী, সদস্য মনসুর মোল্লা ও সালাম ফকির, যুবলীগের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য সাজ্জাদ হায়দার লিটন, উপজেলা যুবলীগের আহ্বায়ক আশিকুর হক দিনার প্রমুখ।

মামলার অভিযোগপত্রে বলা হয়েছে, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে বাদী, বিএনপির নেতা-কর্মী ও ছাত্র-জনতা মিছিল নিয়ে করতোয়া ব্রিজ এলাকায় যায়। এ সময় আসামিরা আন্দোলন করতে নিষেধ করেন এবং মিছিলে বাধা প্রদান করেন।

ছাত্র-জনতা বাধা উপেক্ষা করে মিছিল করতে চাইলে সাবেক সংসদ সদস্য চয়ন ইসলাম হুকুম দেন আন্দোলনের সাধ মিটিয়ে দিতে। এই হুকুম পাওয়ার পর আসামিরা লোহার রড, লাঠিসোঁটা, হাঁসুয়া, হাতুড়ি, ককটেল, বোমা নিয়ে মিছিলের ওপর হামলা করেন। হামলায় উপজেলার পোতাজিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হামিদুর রহমান তুষারসহ ছাত্র-জনতা আহত হন। পরে আসামি ককটেল বিস্ফোর করে চলে যান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত