চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার চৌদ্দগ্রামে মাদক কারবারিদের বিরুদ্ধে মামলা করে গ্রামছাড়া হয়েছে সাবেক এক ইউপি সদস্যের পরিবার। আব্দুর রাজ্জাক নামের সাবেক ওই ইউপি সদস্যের বাড়ি গোলপাশা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে। তাঁর অভিযোগ, পাঁচ মাদক কারবারি তাঁর ঘরবাড়ি জ্বালিয়ে দিয়েছিল। এ কারণে তিনি মামলা করলে আসামিরা তাঁকে মামলা তুলে নিতে হুমকি ও ভয়ভীতি দেখাচ্ছে। তিনি মামলা তুলতে রাজি না হওয়ায় তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের গ্রামছাড়া করেছে তারা।
আজ বৃহস্পতিবার অজ্ঞাতনামা স্থান থেকে মোবাইল ফোনে আজকের পত্রিকাকে ইউপি সদস্য আব্দুর রাজ্জাক জানান, উপজেলার কালিকাপুর ইউনিয়নের নোয়াপুর দক্ষিণপাড়ার শওকত, মো. সোলেমান, মো. সোহেল, কবির হোসেন ও খলিল মিয়ার বিরুদ্ধে গত ১১ এপ্রিল চৌদ্দগ্রাম থানায় মামলা করেন তিনি। তাঁদের বিরুদ্ধে তিনি তাঁর ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়ার অভিযোগে আনেন। এরপর থেকে বিবাদীরা তাঁকে মামলা তুলে নেওয়ার জন্য একাধিকবার হুমকি ও চাপ দিচ্ছেন। তিনি মামলা তুলে নিতে রাজি না হওয়ায় মাদক কারবারিরা তাঁকে ও তাঁর স্ত্রী স্বপ্না বেগমসহ পরিবারের চার সদস্যকে গ্রামছাড়া করেছেন।
সাবেক ইউপি সদস্য তাঁর মামলায় উল্লেখ করেন, বিবাদীরা চিহ্নিত মাদক কারবারি। তাঁর বসতঘরটি রাস্তার পাশে হওয়ায় রাতের বেলায় বৈদ্যুতিক লাইট জ্বালিয়ে রাখেন। সীমান্তবর্তী এলাকা হওয়ায় মাদক কারবারিদের মাদক পাচারে বৈদ্যুতিক লাইটের কারণে সমস্যা হয়। এতে তাঁরা তাঁর স্ত্রী স্বপ্না বেগমকে রাতের বেলা বৈদ্যুতিক লাইট জ্বালাতে নিষেধ করেন। স্বপ্না বেগম তাতে রাজি না হলে গত ২ এপ্রিল রাতে তাঁর বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেন। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিলে মাদক কারবারিরা ক্ষিপ্ত হয়ে গত ৮ এপ্রিল রাতে তাঁর বসতঘরটি জ্বালিয়ে দেয়। এ ঘটনায় তিনি পাঁচজনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন।
চৌদ্দগ্রাম থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) গুলজার আলম আজ দুপুরে বলেন, ‘সাবেক ইউপি সদস্য আব্দুর রাজ্জাকের বসতঘরটি মাদক কারবারিরা জ্বালিয়ে দেয়। এ ঘটনায় থানায় মামলা করা হয়েছে। ঘটনার পর থেকে আসামিরা আত্মগোপনে চলে গেছে। আমরা তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চালিয়ে যাচ্ছি। এ ছাড়া মামলার বাদী আব্দুর রাজ্জাক ও তাঁর পরিবারের সদস্যদের নিরাপত্তার ব্যবস্থা করেছি।’
কুমিল্লার চৌদ্দগ্রামে মাদক কারবারিদের বিরুদ্ধে মামলা করে গ্রামছাড়া হয়েছে সাবেক এক ইউপি সদস্যের পরিবার। আব্দুর রাজ্জাক নামের সাবেক ওই ইউপি সদস্যের বাড়ি গোলপাশা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে। তাঁর অভিযোগ, পাঁচ মাদক কারবারি তাঁর ঘরবাড়ি জ্বালিয়ে দিয়েছিল। এ কারণে তিনি মামলা করলে আসামিরা তাঁকে মামলা তুলে নিতে হুমকি ও ভয়ভীতি দেখাচ্ছে। তিনি মামলা তুলতে রাজি না হওয়ায় তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের গ্রামছাড়া করেছে তারা।
আজ বৃহস্পতিবার অজ্ঞাতনামা স্থান থেকে মোবাইল ফোনে আজকের পত্রিকাকে ইউপি সদস্য আব্দুর রাজ্জাক জানান, উপজেলার কালিকাপুর ইউনিয়নের নোয়াপুর দক্ষিণপাড়ার শওকত, মো. সোলেমান, মো. সোহেল, কবির হোসেন ও খলিল মিয়ার বিরুদ্ধে গত ১১ এপ্রিল চৌদ্দগ্রাম থানায় মামলা করেন তিনি। তাঁদের বিরুদ্ধে তিনি তাঁর ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়ার অভিযোগে আনেন। এরপর থেকে বিবাদীরা তাঁকে মামলা তুলে নেওয়ার জন্য একাধিকবার হুমকি ও চাপ দিচ্ছেন। তিনি মামলা তুলে নিতে রাজি না হওয়ায় মাদক কারবারিরা তাঁকে ও তাঁর স্ত্রী স্বপ্না বেগমসহ পরিবারের চার সদস্যকে গ্রামছাড়া করেছেন।
সাবেক ইউপি সদস্য তাঁর মামলায় উল্লেখ করেন, বিবাদীরা চিহ্নিত মাদক কারবারি। তাঁর বসতঘরটি রাস্তার পাশে হওয়ায় রাতের বেলায় বৈদ্যুতিক লাইট জ্বালিয়ে রাখেন। সীমান্তবর্তী এলাকা হওয়ায় মাদক কারবারিদের মাদক পাচারে বৈদ্যুতিক লাইটের কারণে সমস্যা হয়। এতে তাঁরা তাঁর স্ত্রী স্বপ্না বেগমকে রাতের বেলা বৈদ্যুতিক লাইট জ্বালাতে নিষেধ করেন। স্বপ্না বেগম তাতে রাজি না হলে গত ২ এপ্রিল রাতে তাঁর বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেন। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিলে মাদক কারবারিরা ক্ষিপ্ত হয়ে গত ৮ এপ্রিল রাতে তাঁর বসতঘরটি জ্বালিয়ে দেয়। এ ঘটনায় তিনি পাঁচজনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন।
চৌদ্দগ্রাম থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) গুলজার আলম আজ দুপুরে বলেন, ‘সাবেক ইউপি সদস্য আব্দুর রাজ্জাকের বসতঘরটি মাদক কারবারিরা জ্বালিয়ে দেয়। এ ঘটনায় থানায় মামলা করা হয়েছে। ঘটনার পর থেকে আসামিরা আত্মগোপনে চলে গেছে। আমরা তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চালিয়ে যাচ্ছি। এ ছাড়া মামলার বাদী আব্দুর রাজ্জাক ও তাঁর পরিবারের সদস্যদের নিরাপত্তার ব্যবস্থা করেছি।’
মৌলভীবাজারের সৌন্দর্য বাড়িয়েছে নদী আর ছড়া। এ জেলায় রয়েছে কয়েক শ ছড়া। কিন্তু সিলিকা বালু লুটের কারণে এসব ছড়া শ্রীহীন হয়ে পড়ছে। বিপন্ন হচ্ছে পরিবেশ। এখানকার অর্ধশতাধিক ছড়া থেকে রাতের আঁধারে একটি মহল বালু উত্তোলন করে বিক্রি করছে বলে অভিযোগ পাওয়া গেছে; কিন্তু তা ঠেকানোর দৃশ্যমান কোনো পদক্ষেপ নেই। প্রশাস
১ ঘণ্টা আগেসন্ত্রাসী কার্যকলাপের জন্য চাঁপাইনবাবগঞ্জের এক বিএনপি নেতা আগ্নেয়াস্ত্র সরবরাহ করেছেন বলে অভিযোগ উঠেছে। এ-সংক্রান্ত তিনজনের একটি ফোনকল রেকর্ড ছড়িয়ে পড়েছে। এ ফোনকল রেকর্ড নিয়ে স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক অঙ্গনে তোলপাড় চলছে।
১ ঘণ্টা আগেটাঙ্গাইলের মির্জাপুরে বছরে জমির নামজারি বা খারিজ হয় ৭ হাজারের অধিক। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বা এসি ল্যান্ড কার্যালয়ের এলআর (লোকাল রিলেশনস) ফান্ডের নামে নেওয়া হয় ২ হাজার টাকা। সেই সঙ্গে পৌর ও ইউনিয়ন ভূমি অফিসগুলোর কন্টিনজেন্সি বিলের (খাতা, কলমসহ আনুষঙ্গিক খরচ) জন্য বরাদ্দ আসে বছরে সাড়ে ৩ থেকে ৫
২ ঘণ্টা আগেকৃষি ব্যাংকের খুলনার পূর্ব রূপসা শাখা থেকে লকার ভেঙে কয়েক লাখ টাকা নিয়ে গেছে সংঘবদ্ধ চোরেরা। শুক্রবার রাতে বিষয়টি ধরা পড়ে। বৃহস্পতিবার বিকেল থেকে শুক্রবার রাত সাড়ে ১০টার মধ্যে কোনো এক সময়ে এ চুরির ঘটনা ঘটতে পারে বলে পুলিশের ধারণা। ব্যাংক এবং আশপাশের ভিডিও ফুটেজ সংগ্রহ করে চোরদের শনাক্ত করার চেষ্টা
৩ ঘণ্টা আগে