Ajker Patrika

মদ তৈরির কাঁচামালসহ নারী আটক

লালপুর (নাটোর) প্রতিনিধি
পুলিশের হাতে আটক নারী। ছবি: সংগৃহীত
পুলিশের হাতে আটক নারী। ছবি: সংগৃহীত

নাটোরের লালপুরে অবৈধ বাংলা মদের কারখানায় যৌথ বাহিনী বিশেষ অভিযান পরিচালনা করে মদ তৈরির কাঁচামালসহ মোসা. নাছিমা আক্তার (৪৩) নামের এক নারীকে আটক করেছে। আজ শনিবার (১৯ জুলাই) আদালতের মাধ্যমে তাঁকে নাটোর জেলহাজতে পাঠানো হয়।

গ্রেপ্তার নাছিমা উপজেলার মাঝগ্রাম পশ্চিমপাড়ার হাসেম মালিথার স্ত্রী।

পুলিশ সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার সন্ধ্যায় উপজেলার মাঝগ্রাম পশ্চিমপাড়ায় বিশেষ অভিযান পরিচালনা করে। স্থানীয় সংবাদের ভিত্তিতে চালানো এ অভিযানে তিনটি বাড়িতে তল্লাশি চালিয়ে ৬৫টি বালতিতে সংরক্ষিত আনুমানিক ৮০০ লিটার মদ তৈরির কাঁচামাল, প্রস্তুত ৩০ লিটার বাংলা মদ এবং নগদ ৫০ হাজার টাকা জব্দ করা হয়। অভিযানে ঘটনাস্থল থেকে মোসা. নাছিমা আক্তার নামের এক নারীকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন ধরে অবৈধভাবে বাংলা মদ উৎপাদন ও বাজারজাতকরণের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক নারী মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আজ শনিবার আদালতের মাধ্যমে তাঁকে নাটোর জেলহাজতে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত