নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
জনবল সংকটে পড়েছে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড। রাষ্ট্রায়ত্ত এই প্রতিষ্ঠানটিতে ৫৮১টি পদের বিপরীতে আছেন মাত্র ১৫২ জন। শূন্য রয়েছে ৪২৯ কর্মকর্তা-কর্মচারীর পদ। ফলে কর্মরতদের এখন একাধিক দায়িত্বে কাজ করতে হচ্ছে। এমন অবস্থায় কোনো দায়িত্বই ঠিকমতো পালন করা যাচ্ছে না বলে নাম প্রকাশ করার শর্তে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
রাজশাহী অঞ্চলে তুঁত চাষের মাধ্যমে রেশমের বিকাশ লাভক করে। এখানেই খাঁটি রেশম সুতা দিয়ে কাপড় তৈরি শুরু হয়। স্বাধীনতার পর ১৯৭৪ নাটোরের উত্তরা গণভবনে এসে রেশম কাপড় দেখে অভিভূত হন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সেদিনই তিনি রেশম শিল্পের আরও বিকাশ ও সম্প্রসারণের জন্য দিকনির্দেশনা দেন।
এর পরিপ্রেক্ষিতে ১৯৭৭ সালে প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড। এর প্রধান কার্যালয় রাজশাহীতে। রেশম বোর্ডের পাশাপাশি এখানে রেশম গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট এবং সরকারি রেশম কারখানাও আছে। অবশ্য বিএনপি সরকারের আমলে রেশম কারখানাটি বন্ধ করে দেওয়া হয়েছিল। পরবর্তীতে ২০১৮ সালে রেশম কারখানাটি পুনরায় চালু করা হয়েছে। কারখানাটি এখন চলছে খুঁড়িয়ে খুঁড়িয়ে। জনবল সংকটের কারণে একই অবস্থা দাঁড়িয়েছে রেশম বোর্ডেরও।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এখানে শুধু প্রথম শ্রেণির পদের সংখ্যাই রয়েছে ৮৪ টি। কিন্তু কর্মরত আছেন ২৫ জন। প্রথম শ্রেণির ৫৯টি পদ খালি থাকায় প্রশাসনিক নানা কাজেই স্থবিরতা দেখা দিয়েছে। এখানে দ্বিতীয় শ্রেণির অনুমোদিত পদের সংখ্যা ৭২ টি। তবে কর্মরত আছেন মাত্র ১৮ জন। শূন্য পদ রয়েছে ৫৪ টি। রেশম বোর্ডে তৃতীয় শ্রেণির মোট পদ ৩৬৭ টি। বর্তমানে কর্মরত আছেন মাত্র ৯০ জন। শূন্য রয়েছে ২৭৭টি পদ। চতুর্থ শ্রেণির ৫৮ পদের বিপরীতে কর্মরত আছেন মাত্র ১৯ জন। চতুর্থ শ্রেণির শূন্য পদ ৩৯ টি।
রেশম বোর্ডের কর্মকর্তা-কর্মচারীরা জানান, ২০১৩ সালের পর থেকে এখানে কোনো কর্মকর্তা-কর্মচারী নিয়োগ হয়নি। কিন্তু এই সময়ের মধ্যে অনেক কর্মকর্তা-কর্মচারী অবসরে চলে গেছেন। ফলে দিন দিন শূন্য পদের সংখ্যা কেবল বেড়েছেই। এক কর্মকর্তাকে অতিরিক্ত দায়িত্বে অন্য দায়িত্বও পালন করতে হচ্ছে। এতে কোনো কাজই ঠিকমতো এগোচ্ছে না।
বিষয়টি নিয়ে জানতে চাইলে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের পরিচালক (অর্থ ও পরিকল্পনা) ড. এম এ মান্নান বলেন, বোর্ডে জনবল সংকট এখন প্রকট হয়েছে। দীর্ঘদিন নিয়োগ না হওয়ায় এ অবস্থা তৈরি হয়েছে। সংকটের কথা সরকারকে জানানো হয়েছে। মন্ত্রণালয় থেকে জনবল নিয়োগের নির্দেশনা এলেই সংকটের সমাধান হতে পারে। যত দিন তা না হচ্ছে তত দিন এভাবেই সংকটের মধ্যে সবাইকে কাজ করতে হচ্ছে।
জনবল সংকটে পড়েছে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড। রাষ্ট্রায়ত্ত এই প্রতিষ্ঠানটিতে ৫৮১টি পদের বিপরীতে আছেন মাত্র ১৫২ জন। শূন্য রয়েছে ৪২৯ কর্মকর্তা-কর্মচারীর পদ। ফলে কর্মরতদের এখন একাধিক দায়িত্বে কাজ করতে হচ্ছে। এমন অবস্থায় কোনো দায়িত্বই ঠিকমতো পালন করা যাচ্ছে না বলে নাম প্রকাশ করার শর্তে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
রাজশাহী অঞ্চলে তুঁত চাষের মাধ্যমে রেশমের বিকাশ লাভক করে। এখানেই খাঁটি রেশম সুতা দিয়ে কাপড় তৈরি শুরু হয়। স্বাধীনতার পর ১৯৭৪ নাটোরের উত্তরা গণভবনে এসে রেশম কাপড় দেখে অভিভূত হন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সেদিনই তিনি রেশম শিল্পের আরও বিকাশ ও সম্প্রসারণের জন্য দিকনির্দেশনা দেন।
এর পরিপ্রেক্ষিতে ১৯৭৭ সালে প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড। এর প্রধান কার্যালয় রাজশাহীতে। রেশম বোর্ডের পাশাপাশি এখানে রেশম গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট এবং সরকারি রেশম কারখানাও আছে। অবশ্য বিএনপি সরকারের আমলে রেশম কারখানাটি বন্ধ করে দেওয়া হয়েছিল। পরবর্তীতে ২০১৮ সালে রেশম কারখানাটি পুনরায় চালু করা হয়েছে। কারখানাটি এখন চলছে খুঁড়িয়ে খুঁড়িয়ে। জনবল সংকটের কারণে একই অবস্থা দাঁড়িয়েছে রেশম বোর্ডেরও।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এখানে শুধু প্রথম শ্রেণির পদের সংখ্যাই রয়েছে ৮৪ টি। কিন্তু কর্মরত আছেন ২৫ জন। প্রথম শ্রেণির ৫৯টি পদ খালি থাকায় প্রশাসনিক নানা কাজেই স্থবিরতা দেখা দিয়েছে। এখানে দ্বিতীয় শ্রেণির অনুমোদিত পদের সংখ্যা ৭২ টি। তবে কর্মরত আছেন মাত্র ১৮ জন। শূন্য পদ রয়েছে ৫৪ টি। রেশম বোর্ডে তৃতীয় শ্রেণির মোট পদ ৩৬৭ টি। বর্তমানে কর্মরত আছেন মাত্র ৯০ জন। শূন্য রয়েছে ২৭৭টি পদ। চতুর্থ শ্রেণির ৫৮ পদের বিপরীতে কর্মরত আছেন মাত্র ১৯ জন। চতুর্থ শ্রেণির শূন্য পদ ৩৯ টি।
রেশম বোর্ডের কর্মকর্তা-কর্মচারীরা জানান, ২০১৩ সালের পর থেকে এখানে কোনো কর্মকর্তা-কর্মচারী নিয়োগ হয়নি। কিন্তু এই সময়ের মধ্যে অনেক কর্মকর্তা-কর্মচারী অবসরে চলে গেছেন। ফলে দিন দিন শূন্য পদের সংখ্যা কেবল বেড়েছেই। এক কর্মকর্তাকে অতিরিক্ত দায়িত্বে অন্য দায়িত্বও পালন করতে হচ্ছে। এতে কোনো কাজই ঠিকমতো এগোচ্ছে না।
বিষয়টি নিয়ে জানতে চাইলে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের পরিচালক (অর্থ ও পরিকল্পনা) ড. এম এ মান্নান বলেন, বোর্ডে জনবল সংকট এখন প্রকট হয়েছে। দীর্ঘদিন নিয়োগ না হওয়ায় এ অবস্থা তৈরি হয়েছে। সংকটের কথা সরকারকে জানানো হয়েছে। মন্ত্রণালয় থেকে জনবল নিয়োগের নির্দেশনা এলেই সংকটের সমাধান হতে পারে। যত দিন তা না হচ্ছে তত দিন এভাবেই সংকটের মধ্যে সবাইকে কাজ করতে হচ্ছে।
নারায়ণগঞ্জে দুই সপ্তাহের ব্যবধানে জেলা বিএনপির আওতাধীন আট নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এসব আদেশের পেছনে রয়েছে দলীয় শৃঙ্খলা ভঙ্গ, খুন ও চাঁদাবাজির অভিযোগ। কিন্তু এভাবে একের পর এক বহিষ্কার করেও বিএনপির নেতা-কর্মীদের লাগাম টেনে ধরা যাচ্ছে না। উল্টো তাঁরা নতুন নতুন অভিযোগে প্রশ্নবিদ্ধ...
২ ঘণ্টা আগে২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে গত এক বছরে বগুড়ায় একের পর এক উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হলেও জেলা পুলিশের সদস্যরা কোথাও লাঠিপেটা, কাঁদানে গ্যাসের শেল বা রাবার বুলেট চালানোর মতো বলপ্রয়োগ করেনি। রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ ৩৭ লাখ জনসংখ্যার এই জেলায় নানা ধরনের অপরাধ সংঘটিত হলেও গত বছরের ৫ আগস্টের পর...
৪ ঘণ্টা আগেফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তার দোসরেরা উদ্দেশ্যমূলকভাবে বিচার বিভাগকে বিতর্কিত করার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের শহীদ শফিউর রহমান মিলনায়তনে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন ফোরামের সভাপতি জয়নুল আবেদীন।
৪ ঘণ্টা আগেঅ্যানিমেল হাজবেন্ড্রি ও ডক্টর অব ভেটিরিনারি মেডিসিন উভয় ডিসিপ্লিনের সমন্বয়ে কম্বাইন্ড ডিগ্রি প্রদানের দাবিতে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) বরিশাল ক্যাম্পাসে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে এ দাবিতে অ্যানিমেল হাজবেন্ড্রি বিভাগের শিক্ষার্থীরা এ
৫ ঘণ্টা আগে