বগুড়া প্রতিনিধি
বগুড়ার সারিয়াকান্দিতে সিলগালা করা একটি গুদাম থেকে ট্রাকযোগে চাল বের করে নেওয়ার অভিযোগ উঠেছে। গত ৩০ নভেম্বর সরকারি খাদ্য বান্ধব কর্মসূচির ১ হাজার ১৩০ বস্তা চালসহ গুদাম সিলগালা করা হয়। তবে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক বলছেন, গুদামটি এখনো সিলগালা অবস্থায় রয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় কয়েকজন জানান, ভ্রাম্যমাণ আদালত পরিচালনার পরদিন গুদামের মালিক ওই গুদামের এক পাশের টিনের বেড়া সরিরে ভেতরে ট্রাক ঢোকানোর ব্যবস্থা করেন। পরে ট্রাকে করে সেখানকার জব্দ করা চালগুলো সরিয়ে নেওয়া হয়।
স্থানীয়রা জানান, ৩০ নভেম্বর ধান-চাল ব্যবসায়ী ও উপজেলা যুবলীগের নির্বাহী সদস্য শাহাদত হোসেনের নির্মাণাধীন ভবনের গুদামে ১ হাজার ১৩০ বস্তা খাদ্য বান্ধব কর্মসূচির সরকারি চাল পাওয়া যায়। চালগুলোর বৈধ কোনো কাগজপত্র দেখাতে না পারায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল নাঈম গুদামের দায়িত্বে থাকা শাহাদতের ছোট ভাই শাহীন হোসেনকে ৫০ হাজার টাকা জরিমানা করেন। সেই সঙ্গে চাল জব্দ করে ওই গুদাম সিলগালা
করে। জব্দ তালিকা উপজেলা খাদ্য নিয়ন্ত্রককে দিয়ে এসব চালের বিষয়ে পরবর্তী করণীয় নির্ধারণের নির্দেশও দেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া তাৎক্ষণিকভাবে সেখান থেকে চাল সরিয়ে নেওয়া সম্ভব না হওয়ায় থানা-পুলিশকে নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়।
শাহাদত হোসেন বলেন, ‘ভ্রাম্যমাণ আদালত পরিচালনার দিনে আমি বাইরে ছিলাম। এ সময় সেখান থেকে আমার নিজস্ব চাল জব্দ করা হয়। শুধু বস্তায় খাদ্য বান্ধব কর্মসূচির সিল থাকার কারণে সেসব জব্দ করে। ওই আদেশের বিরুদ্ধে আপিল করার জন্য কাগজপত্র চাইলেও খাদ্য বিভাগ থেকে আমাকে তা সরবরাহ করা হয়নি। ঘটনার পর থেকে আমি বা আমার পরিবারের কেউ সেখানে যায়নি। গুদামে চালগুলো আছে কি নেই, তা খাদ্য বিভাগ বলতে পারবে।’
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আতিকুর রহমান বলেন, ‘অভিযানের পর ভ্রাম্যমাণ আদালতের বিচারক আমাকে জব্দ তালিকা দিয়ে চাবি নিয়ে গেছেন। আমি প্রতিদিন গিয়ে সিলগালা ঠিক আছে কি না, তা যাচাই করে আসি। সিলগালা তো খোলা হয়নি, এখন ভেতরে চাল আছে না নেই, সেটি গুদাম না খুললে বলা সম্ভব নয়।’
এ বিষয়ে সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজেশ কুমার চক্রবর্তী জানান, সাক্ষ্য দেওয়ার জন্য তিনি জেলার বাইরে আছেন। সেখানে দায়িত্বে থাকা পুলিশ পরিদর্শক আশরাফুল ইসলামের সঙ্গে যোগাযোগ করতে বলেন।
আশরাফুল ইসলাম বলেন, ‘লোকমুখে চাল সরিয়ে নেওয়ার বিষয়টি শুনেছি। গতকাল মঙ্গলবার নিজে ওই গুদামে গিয়েছিলেন। যেহেতু বাইরে থেকে সেটি সিলগালা করা আছে। তাই ভেতরে চাল আছে কি নেই, তা নিশ্চিত হওয়া যায়নি।’
বগুড়ার সারিয়াকান্দিতে সিলগালা করা একটি গুদাম থেকে ট্রাকযোগে চাল বের করে নেওয়ার অভিযোগ উঠেছে। গত ৩০ নভেম্বর সরকারি খাদ্য বান্ধব কর্মসূচির ১ হাজার ১৩০ বস্তা চালসহ গুদাম সিলগালা করা হয়। তবে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক বলছেন, গুদামটি এখনো সিলগালা অবস্থায় রয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় কয়েকজন জানান, ভ্রাম্যমাণ আদালত পরিচালনার পরদিন গুদামের মালিক ওই গুদামের এক পাশের টিনের বেড়া সরিরে ভেতরে ট্রাক ঢোকানোর ব্যবস্থা করেন। পরে ট্রাকে করে সেখানকার জব্দ করা চালগুলো সরিয়ে নেওয়া হয়।
স্থানীয়রা জানান, ৩০ নভেম্বর ধান-চাল ব্যবসায়ী ও উপজেলা যুবলীগের নির্বাহী সদস্য শাহাদত হোসেনের নির্মাণাধীন ভবনের গুদামে ১ হাজার ১৩০ বস্তা খাদ্য বান্ধব কর্মসূচির সরকারি চাল পাওয়া যায়। চালগুলোর বৈধ কোনো কাগজপত্র দেখাতে না পারায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল নাঈম গুদামের দায়িত্বে থাকা শাহাদতের ছোট ভাই শাহীন হোসেনকে ৫০ হাজার টাকা জরিমানা করেন। সেই সঙ্গে চাল জব্দ করে ওই গুদাম সিলগালা
করে। জব্দ তালিকা উপজেলা খাদ্য নিয়ন্ত্রককে দিয়ে এসব চালের বিষয়ে পরবর্তী করণীয় নির্ধারণের নির্দেশও দেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া তাৎক্ষণিকভাবে সেখান থেকে চাল সরিয়ে নেওয়া সম্ভব না হওয়ায় থানা-পুলিশকে নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়।
শাহাদত হোসেন বলেন, ‘ভ্রাম্যমাণ আদালত পরিচালনার দিনে আমি বাইরে ছিলাম। এ সময় সেখান থেকে আমার নিজস্ব চাল জব্দ করা হয়। শুধু বস্তায় খাদ্য বান্ধব কর্মসূচির সিল থাকার কারণে সেসব জব্দ করে। ওই আদেশের বিরুদ্ধে আপিল করার জন্য কাগজপত্র চাইলেও খাদ্য বিভাগ থেকে আমাকে তা সরবরাহ করা হয়নি। ঘটনার পর থেকে আমি বা আমার পরিবারের কেউ সেখানে যায়নি। গুদামে চালগুলো আছে কি নেই, তা খাদ্য বিভাগ বলতে পারবে।’
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আতিকুর রহমান বলেন, ‘অভিযানের পর ভ্রাম্যমাণ আদালতের বিচারক আমাকে জব্দ তালিকা দিয়ে চাবি নিয়ে গেছেন। আমি প্রতিদিন গিয়ে সিলগালা ঠিক আছে কি না, তা যাচাই করে আসি। সিলগালা তো খোলা হয়নি, এখন ভেতরে চাল আছে না নেই, সেটি গুদাম না খুললে বলা সম্ভব নয়।’
এ বিষয়ে সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজেশ কুমার চক্রবর্তী জানান, সাক্ষ্য দেওয়ার জন্য তিনি জেলার বাইরে আছেন। সেখানে দায়িত্বে থাকা পুলিশ পরিদর্শক আশরাফুল ইসলামের সঙ্গে যোগাযোগ করতে বলেন।
আশরাফুল ইসলাম বলেন, ‘লোকমুখে চাল সরিয়ে নেওয়ার বিষয়টি শুনেছি। গতকাল মঙ্গলবার নিজে ওই গুদামে গিয়েছিলেন। যেহেতু বাইরে থেকে সেটি সিলগালা করা আছে। তাই ভেতরে চাল আছে কি নেই, তা নিশ্চিত হওয়া যায়নি।’
গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে মাসব্যাপী শুরু হয়েছে কুটিরশিল্প মেলা। ১৮ এপ্রিল শুরু হওয়া এ মেলায় হস্ত ও কুটিরশিল্পের কোনো পণ্য নেই। রয়েছে দুটি মিষ্টির দোকান, কয়েকটি ফুচকার স্টল, ভূতের বাড়ি জাদু প্রদর্শনী, সার্কাস, নাগরদোলা, স্লিপার, ওয়াটার বোট, লটারির টিকিট বিক্রির ১০-১২টি কাউন্টার ও লটারির ড্র...
১০ মিনিট আগেরাজধানীর একটি আবাসিক এলাকা থেকে গত সোমবার (২৮ এপ্রিল) নিখোঁজ হন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী তাহিয়া। নিখোঁজ হওয়ার একদিন পর আজ বুধবার (৩০ এপ্রিল) বিকেল ৪টার দিকে তাঁকে কুড়িল বিশ্বরোড এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। বিকেল তাঁকে উদ্ধারের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন ভাটারা থানার...
৩ ঘণ্টা আগেমালিকদের সব রকম অপকৌশল ও চাতুরতা সম্পর্কে শ্রমিকেরা সজাগ, সতর্ক ও সচেতন। মহান মে দিবসের বিপ্লবী চেতনাকে ধারণ করে দাবি ও অধিকার বাস্তবায়নের আন্দোলন বেগবান করতে হবে।
৪ ঘণ্টা আগেমাদারীপুরের শিবচরে নিজের ১৫ বছর বয়সী প্রতিবন্ধী ছেলেকে আড়িয়াল খাঁ নদে ফেলে দিয়েছেন এক মা। আজ বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার পর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের আড়িয়াল খাঁ নদের হাজি শরীয়তুল্লাহ সেতুতে এ ঘটনা ঘটে। প্রতিবন্ধী ছেলের বোঝা বইতে না পেরে ছেলেকে নদে ফেলে দিয়েছেন বলে জানিয়েছেন ওই নারী।
৪ ঘণ্টা আগে