Ajker Patrika

নাটোরে ট্রাক প্রতীকে ভোট চাইলে বেঁধে রাখার নির্দেশ নৌকার প্রার্থীর

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৩, ১০: ১৬
নাটোরে ট্রাক প্রতীকে ভোট চাইলে বেঁধে রাখার নির্দেশ নৌকার প্রার্থীর

নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনে ট্রাক প্রতীকের পক্ষে কোনো মেম্বার-চেয়ারম্যান ভোট চাইলে তাঁকে বেঁধে রাখার নির্দেশ দিয়েছেন নৌকার প্রার্থী সিদ্দিকুর রহমান পাটোয়ারী। গতকাল রোববার রাতে উপজেলার সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মৎস্যজীবী পাড়ায় এক নির্বাচনী সভায় দেওয়া তাঁর এমন একটি বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। 

নাটোর-৪ আসনের আওয়ামী লীগ দলীয় পাঁচবারের সংসদ সদস্য আব্দুল কুদ্দুস এ বছরের শুরুতে মারা গেলে উপনির্বাচনে নৌকার মনোনয়ন পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন সিদ্দিকুর রহমান পাটোয়ারী। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও তাঁকে নৌকার প্রার্থী করা হয়েছে। তিনি জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক। এই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ট্রাক প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রয়াত আব্দুল কুদ্দুসের ছেলে আসিফ আবদুল্লাহ বিন কুদ্দুস ওরফে শোভন। 

রোববার রাতের নির্বাচনী সভায় বক্তব্যে নৌকার প্রার্থী সিদ্দিকুর রহমান পাটোয়ারী বলেন, কোনো মেম্বার, চেয়ারম্যান এসে ট্রাক মার্কার ভোট চাইলে তাঁকে পিছমোড়া করে বেঁধে রাখবেন। কারণ মেম্বার, চেয়ারম্যান নৌকা নিয়ে নির্বাচিত হয়েছেন। তাঁদের নৌকার বাইরে যাওয়ার সুযোগ নেই। 

এ ব্যাপারে স্বতন্ত্র প্রার্থী আসিফ আবদুল্লাহ বিন কুদ্দুসের কর্মী ও বনপাড়া পৌরসভার মেয়র কে এম জাকির হোসেন জানান, প্রধানমন্ত্রী সম্প্রতি নৌকার প্রার্থীদের সঙ্গে এক ভার্চুয়াল সভায় নিজেদের মধ্যে দ্বন্দ্ব-সংঘাত না করার নির্দেশ দিয়েছেন। তিনি নির্বাচনকে প্রতিদ্বন্দ্বিতামূলক করার জন্য ও ভোটারের উপস্থিতি বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন। প্রধানমন্ত্রীর নির্দেশ বাস্তবায়নের জন্য তাঁরা স্বতন্ত্র প্রার্থী দিয়েছেন এবং তাঁর পক্ষে কাজ করছেন। এ অবস্থায় নৌকার প্রার্থী যদি নিজেই হুমকি দেন, তাহলে ভোটাররা ভোট দিতে যাবেন কীভাবে? 

স্বতন্ত্র প্রার্থী আসিফ আবদুল্লাহ বিন কুদ্দুস নৌকার প্রার্থীর এই বক্তব্য প্রসঙ্গে বলেন, ‘নৌকার প্রার্থীর নিজেই আমার কর্মীদের ভয় দেখাচ্ছেন। এর আগেও তিনি বিভিন্ন সভা-সমাবেশে আমার কর্মীদের ও ভোটারদের ভয়ভীতি দেখিয়েছেন, যা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের শামিল। এ ব্যাপারে তাঁর বিরুদ্ধে নির্বাচন কমিশন কোনো ব্যবস্থা নেয়নি। এই বক্তব্যের ব্যাপারেও নির্বাচন কমিশনে দরখাস্ত দেব।’ 

এ বিষয়ে জানতে চাইলে নৌকার প্রার্থী সিদ্দিকুর রহমান পাটোয়ারী জানান, তিনি কারও নাম উল্লেখ করে বক্তব্য দেননি। এটা একটা কথার কথা মাত্র। তিনি সুনির্দিষ্ট কাউকে ভয় দেখাননি। তাই এটা আচরণবিধি লঙ্ঘনের আওতায় পড়বে না।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত