Ajker Patrika

৬০০ পাখি হত্যার অপরাধে ২ শিকারির কারাদণ্ড

রাবি প্রতিনিধি
৬০০ পাখি হত্যার অপরাধে ২ শিকারির কারাদণ্ড

রাজশাহীর চারঘাটে ফাঁদ পেতে ৬০০ বাবুই পাখি শিকারের অপরাধে দুই শিকারিকে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ১ হাজার টাকা করে অর্থদণ্ড আদায় করা হয়েছে। আজ বুধবার সকালে রাজশাহীর চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সোহরাব হোসেন এ দণ্ড দেন।

সাজাপ্রাপ্ত দুই শিকারি হলেন—আবু বক্কর সিদ্দিক (৫৫) ও তাঁর ছেলে ফিরোজ হোসেন (৩২)। তাঁরা নাটোরের নলডাঙ্গা উপজেলার মদনহাট গ্রামের বাসিন্দা। 

স্থানীয়রা বলছে, ফিরোজ হোসেন তাঁর বাবাকে সঙ্গে করে চারঘাটে তাঁর শ্বশুরবাড়িতে এসেছিলেন। রাতে উপজেলার কাঁকড়ামারী বিল মেরামতপুর এলাকায় ফাঁদ পেতে তাঁরা প্রায় ৬০০ পাখি শিকার করেন। সকালে পাখিগুলোকে জবাই করেন। পরে জবাই করা পাখিগুলো তারা ব্যাগে ভরে নেন। তাঁরা এর আগেও এই এলাকায় পাখি মেরেছেন। তারা প্রতিটি পাখি ১০ টাকা করে হোটেলে বিক্রি করেন।

এ বিষয়ে চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহরাব হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘পাখি হত্যার অভিযোগে দুই শিকারিকে বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন ২০১২ এর ২৬ ধারায় এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। সেই সঙ্গে তাদের ১ হাজার টাকা করে জরিমানা করা হয়। সকালেই তাদেরকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘বিচারপতি খায়রুলকে হাতকড়া পরানো মানে পুরো বিচার বিভাগকে হাতকড়া পরানো’

কোথাও ঘুরতে ইচ্ছা করলে আমাকে জানাবে—ছাত্রীকে খুবি অধ্যাপক

মোবাইলে সর্বত্র ইন্টারনেট সংযোগ দেবে স্টারলিংকের ডাইরেক্ট-টু-সেল

আগামী সপ্তাহের মধ্যে ৫ ইসলামী ব্যাংক একীভূত করার প্রক্রিয়া শুরু: গভর্নর

মৌচাকে হাসপাতালের পার্কিংয়ে প্রাইভেট কার থেকে উদ্ধার দুই মরদেহের পরিচয় মিলেছে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত