Ajker Patrika

পুকুরের পানিতে ভাসছিল মরদেহ, গলায় গামছা প্যাঁচানো ছিল

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
আপডেট : ০১ জানুয়ারি ২০২৫, ১৩: ২৯
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

রাজশাহীতে পুকুরে ভাসমান অবস্থায় এক ব্যক্তির লাশ পাওয়া গেছে। ওই ব্যক্তির গলায় গামছা প্যাঁচানো ছিল।

আজ বুধবার সকালে নগরের শিরোইল এলাকার রেল কলোনি পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়। পুকুরের পাড়ে পানিতে ভাসছিল লাশটি। কীভাবে তাঁর মৃত্যু হয়েছে তা পুলিশ নিশ্চিত করতে পারেনি।

দুপুর ১২টা পর্যন্ত মৃত ব্যক্তির পরিচয়ও পায়নি পুলিশ। লাশটি নগরের চন্দ্রিমা থানায় রাখা ছিল। নিহত ব্যক্তির বয়স হতে পারে ৩৫ থেকে ৪০ বছর। চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি আরও জানান, স্থানীয়রা পুকুরপাড়ে লাশটি ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নেয়। ময়নাতদন্তের জন্য লাশ রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হবে।

ওসি জানান, মৃত ব্যক্তির গলায় একটি গামছা প্যাঁচানো ছিল। তবে গলায় চাপ দেওয়া কিংবা গামছা দিয়ে শ্বাসরোধে হত্যা করার মতো কোনো আলামত পাওয়া যায়নি। মৃত্যু কীভাবে হয়েছে তা ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বলা যাবে।

নিহত ব্যক্তির গলায় তুলসীমালা আছে, যা সাধারণত হিন্দু সম্প্রদায়ের মানুষ পরে থাকে। তাঁর নাম-ঠিকানা ও পরিচয় জানতে পুলিশ চেষ্টা করছে বলেও জানান চন্দ্রিমা থানার ওসি মতিয়ার রহমান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শিক্ষার্থীদের ‘কোটি কোটি টাকা হাতিয়ে’ সপরিবার পালিয়েছেন বিএসবির বাশার

পাবনায় বজ্রপাতে ফেটে চিরে গেল মেহগনিগাছ

ঈদুল আজহার ছুটি ১০ দিন

এনসিপি নেতা সারওয়ার তুষারের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগের নিষ্পত্তি হয়নি: শহিদুল আলম

পাকিস্তানে হামলায় ‘লোইটারিং মিউনিশনস’ ব্যবহারের দাবি ভারতের, এটি কীভাবে কাজ করে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত