Ajker Patrika

শেখ হাসিনার সঙ্গে দেখা করতে রাত জেগে অপেক্ষা করেছেন আফরোজা

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
আপডেট : ২৯ জানুয়ারি ২০২৩, ১০: ৪৫
শেখ হাসিনার সঙ্গে দেখা করতে রাত জেগে অপেক্ষা করেছেন আফরোজা

প্রধানমন্ত্রীর কাছে বিশেষ কোনো চাওয়া নেই। সাধ শুধু দেখা করার, একটু কথা বলার। সে জন্য একটি ব্যানার নিয়ে রাজশাহীতে সারা রাত বসে ছিলেন আফরোজা আক্তার (৪৫) নামের এক নারী।

আজ রোববার সকালে মাদ্রাসা ময়দানের জনসভায় ঢুকেছেন তিনি। তাঁর সঙ্গে কথা হয় আজকের পত্রিকার এই প্রতিবেদকের।

জানা যায়, আফরোজা আক্তারের বাড়ি ঢাকার সাভারে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা উপলক্ষে শনিবার রাজশাহীতে এসেছেন। জনসভাস্থল মাদ্রাসা ময়দানের পাশে মাদ্রাসা ময়দানসংলগ্ন ফায়ার সার্ভিস মোড়ে বসে থেকে শনিবার সারা রাত কাটিয়েছেন।

আফরোজা আক্তার আজকের পত্রিকাকে জানান, তাঁর বাবা নুরুল হোসেন চট্টগ্রাম বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে চাকরি করতেন। বাবার মুখে শুনেছেন বঙ্গবন্ধুর মহত্ত্বের কথা। কীভাবে তিনি দেশ স্বাধীন করেছেন, তাও শুনেছেন বাবার কাছে। বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার ঘটনাও শোনা বাবার কাছেই। সেই থেকে বঙ্গবন্ধুকন্যার সঙ্গে একবার দেখা করার স্বপ্ন আফরোজার। এ জন্য ছুটে এসেছেন রাজশাহীতে। 

আফরোজা আরও জানান, ১৯৯৩ সালে তিনি যখন উচ্চ মাধ্যমিকের ছাত্রী, তখন তাঁর বিয়ে হয়। তিনি আওয়ামী লীগের সমর্থক হলেও শ্বশুরবাড়ির সবাই বিএনপির সমর্থক। এ জন্য তিনি নির্যাতনের শিকার হয়েছেন। স্বামীর সঙ্গেও সম্পর্ক ভালো নেই। এখন তাঁর দুই মেয়ে। টিউশনি করে মেয়েদের পড়াশোনা করাচ্ছেন আফরোজা। তাঁর বড় মেয়ে কলেজে পড়ে। ছোট মেয়ে পড়ে তৃতীয় শ্রেণিতে। 

আফরোজা আক্তার আজকের পত্রিকাকে বলেন, ‘আমার কোনো চাওয়া নেই। শুধু বঙ্গবন্ধুকন্যার সঙ্গে একবার দেখা করতে চাই। একটু কথা বলতে চাই, এটাই চাওয়া। কিছুদিন আগে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে গিয়েছিলাম দেখা করতে। তখন দেখা হয়নি। এ জন্য এবার রাজশাহী চলে এসেছি। জনসভায় যদি কথা বলার সুযোগ হয়!’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

বিবাহিতদের পুলিশ ক্যাডারে না নেওয়ার প্রস্তাব র‍্যাব ডিজির

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত