Ajker Patrika

কালাইয়ে ২১ আগস্ট উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

প্রতিনিধি, কালাই (জয়পুরহাট)
কালাইয়ে ২১ আগস্ট উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

জয়পুরহাটের কালাইয়ে ২০০৪ সালের ২১ আগস্ট নারকীয় গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার কালাই উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে এ আয়োজন করা হয়। 

আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিনফুজুর রহমান। সঞ্চালনা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুর রহমান। 

আলোচনা সভায় বক্তারা বলেন, পঁচাত্তরের ১৫ আগস্ট ও ২০০৪ সালের ২১ আগস্টের হামলাকারীরা এক ও অভিন্ন শক্তি। তাদের মূল লক্ষ্য বাংলাদেশকে পাকিস্তানের ধারায় ফিরিয়ে নিয়ে যাওয়া। দেশের স্বাধীনতা ও গণতন্ত্রকে হত্যা করা। ১৭ বছর অতিবাহিত হলেও ২১ আগস্ট গ্রেনেড হামলার ভয়াবহ স্মৃতি জাতি আজও ভুলতে পারেনি। ভয়াল সেই হামলায় আওয়ামী লীগের ২৪ নেতা কর্মী নিহত হন। আহত হন পাঁচ শতাধিকেরও বেশি লোকজন। আহতদের অনেকেই এখনো তাদের শরীরে গ্রেনেডের স্প্লিন্টার আর দুঃসহ স্মৃতি বয়ে বেড়াচ্ছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত