Ajker Patrika

নাটোর থেকে এসে রাজশাহীতে গাড়ি ভাঙচুর, আটক ২

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
নাটোর থেকে এসে রাজশাহীতে গাড়ি ভাঙচুর, আটক ২

রাজশাহীর পুঠিয়ায় তৃতীয় দফার ৪৮ ঘণ্টা অবরোধে একটি বাস ও দুটি ট্রাক ভাঙচুর করেছে অবরোধকারীরা। আজ বুধবার দুপুর আড়াইটার দিকে রাজশাহী-ঢাকা মহাসড়কে পুঠিয়ার শিবপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় স্থানীয়রা দুজনকে ধরে পুলিশে সোপর্দ করেছেন। 

আটক দুজনের নাম বাঁধন ও মুকুট। তাঁদের বাড়ি নাটোরে। তাঁরা ছাত্রদলের কর্মী বলে পুলিশকে জানিয়েছেন। 
বাস ও ট্রাক ভাঙচুরের কারণে স্থানীয়রা তাঁদের একটি মোটরসাইকেল ভাঙচুর করেছেন। কয়েকটি মোটরসাইকেলে চড়ে ৮০-১০ জন ছাত্রদল কর্মী নাটোর থেকে রাজশাহী এসেছিলেন। ভাঙচুর করা মোটরসাইকেলটি পুলিশ জব্দ করেছে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, শিবপুর বাজারে অবরোধকারীরা রাজশাহী-রংপুর রুটে চলাচলকারী একটি বাস ভাঙচুর করতে শুরু করেন। তখন বাসের ভেতরে থাকা প্রায় অর্ধশত যাত্রী আতঙ্কিত হয়ে পড়েন। নারী ও শিশুরা কান্না শুরু করেন। বাসের ভাঙা কাচে এক বৃদ্ধসহ দুজন আহত হন। অবরোধকারীদের অন্য আরেকটি দল দুটি ট্রাক ভাঙচুর করে। এ সময় স্থানীয় লোকজন দুজনকে ধরে পুলিশে দেন। অন্যরা তখন দ্রুত পালিয়ে যান। 

পুঠিয়া থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, আটক দুজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাঁরা ছাত্রদলের কর্মী বলে জানিয়েছেন। বাস-ট্রাক ভাঙচুরের ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অপারেশন সিন্দুর ঘিরে আলোচিত কে এই কর্নেল সোফিয়া কুরেশি

পাকিস্তান সেনাবাহিনীকে ‘প্রতিশোধমূলক পদক্ষেপের’ নির্দেশ

কাশ্মীরে বিধ্বস্ত বিমানের অংশবিশেষ ফরাসি কোম্পানির তৈরি, হতে পারে রাফাল

সীমান্তে সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণের ইঙ্গিত দিয়েছে ভারত: পাকিস্তানের তথ্যমন্ত্রী

পাকিস্তানে হামলায় ‘লোইটারিং মিউনিশনস’ ব্যবহারের দাবি ভারতের, এটি কীভাবে কাজ করে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত