সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের গোলচত্বর থেকে নলকা পর্যন্ত ১৫ কিলোমিটার মহাসড়কজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছে ঘরমুখো মানুষ। আজ শুক্রবার সকালে এ চিত্র দেখা গেছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, শুক্রবার ভোরে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের সঙ্গে সংযুক্ত ঢাকা-বগুড়া মহাসড়কের চান্দাইকোনায় সম্প্রতি চালু করা একটি সেতুর এক্সপানশন জয়েন্ট সরে যাওয়ায় ঢাকা থেকে উত্তরবঙ্গগামী যানচলাচল বন্ধ হয়ে যায়। ফলে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম গোলচত্বর থেকে নলকা পর্যন্ত ১৫ কিলোমিটার মহাসড়কজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। তাৎক্ষণিকভাবে সেতুটি সংস্কারসহ যানজট নিরসনে কাজ করছে পুলিশ। দ্রুতই যানজট নিরসনের আশা করছে পুলিশ।
ঢাকা থেকে গাইবান্ধাগামী বাসচালক আব্দুল জলিল বলেন, ‘ঢাকা থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত আসতে চার ঘণ্টা সময় লেগেছে। যানজটে পড়তে হয়নি। কিন্তু বঙ্গবন্ধু সেতুর পশ্চিম মহাসড়কে এসে যানজটে আটকে পড়েছি। তীব্র গরমের সঙ্গে যানজট যাত্রীদের ভোগান্তি আরও বাড়িয়ে দিয়েছে।’
বাসযাত্রী শাহজামাল বলেন, ‘এক ঘণ্টা যাবৎ মহাসড়কে আটকে আছি। ছোট ছোট ছেলেমেয়ে নিয়ে দুর্ভোগ পোহাতে হচ্ছে। কখন বাড়ি ফিরব বলতে পারছি না।’
বঙ্গবন্ধু সেতুর পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসাদ্দেক আলী ও হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান বলেন, ঈদুল ফিতর উপলক্ষে সরকারি ছুটি শুরু হওয়ায় পরিবারের সঙ্গে ঈদ উদ্যাপনে বাড়ি ফিরতে শুরু করেছেন কর্মজীবীরা। ফলে যানবাহনের চাপ প্রচণ্ডভাবে বেড়েছে।
সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের গোলচত্বর থেকে নলকা পর্যন্ত ১৫ কিলোমিটার মহাসড়কজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছে ঘরমুখো মানুষ। আজ শুক্রবার সকালে এ চিত্র দেখা গেছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, শুক্রবার ভোরে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের সঙ্গে সংযুক্ত ঢাকা-বগুড়া মহাসড়কের চান্দাইকোনায় সম্প্রতি চালু করা একটি সেতুর এক্সপানশন জয়েন্ট সরে যাওয়ায় ঢাকা থেকে উত্তরবঙ্গগামী যানচলাচল বন্ধ হয়ে যায়। ফলে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম গোলচত্বর থেকে নলকা পর্যন্ত ১৫ কিলোমিটার মহাসড়কজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। তাৎক্ষণিকভাবে সেতুটি সংস্কারসহ যানজট নিরসনে কাজ করছে পুলিশ। দ্রুতই যানজট নিরসনের আশা করছে পুলিশ।
ঢাকা থেকে গাইবান্ধাগামী বাসচালক আব্দুল জলিল বলেন, ‘ঢাকা থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত আসতে চার ঘণ্টা সময় লেগেছে। যানজটে পড়তে হয়নি। কিন্তু বঙ্গবন্ধু সেতুর পশ্চিম মহাসড়কে এসে যানজটে আটকে পড়েছি। তীব্র গরমের সঙ্গে যানজট যাত্রীদের ভোগান্তি আরও বাড়িয়ে দিয়েছে।’
বাসযাত্রী শাহজামাল বলেন, ‘এক ঘণ্টা যাবৎ মহাসড়কে আটকে আছি। ছোট ছোট ছেলেমেয়ে নিয়ে দুর্ভোগ পোহাতে হচ্ছে। কখন বাড়ি ফিরব বলতে পারছি না।’
বঙ্গবন্ধু সেতুর পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসাদ্দেক আলী ও হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান বলেন, ঈদুল ফিতর উপলক্ষে সরকারি ছুটি শুরু হওয়ায় পরিবারের সঙ্গে ঈদ উদ্যাপনে বাড়ি ফিরতে শুরু করেছেন কর্মজীবীরা। ফলে যানবাহনের চাপ প্রচণ্ডভাবে বেড়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) প্রসিকিউশন কার্যালয়ে দুর্নীতি সংক্রান্ত বিষয় তদন্ত করে সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দেওয়া হয়েছে। ঢাকার মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন এই নির্দেশ দিয়েছেন।
৯ মিনিট আগেগতকাল শনিবার (৩ মে) বেলা পৌনে ৩টার দিকে খিলক্ষেতে হোটেল লা মেরিডিয়ানের বিপরীত পাশের রেললাইনে এক যুবক আর ওই কিশোর ট্রেনে কাটা পড়ে। ঘটনাস্থলেই মৃত্যু হয় আনুমানিক ২৫ বছর বয়সী ওই যুবকের। আহতাবস্থায় কিশোরটিকে পথচারীরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
৪২ মিনিট আগেরাজবাড়ীর পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে ৩২ কেজি ৬০০ গ্রাম ওজনের একটি কাতল মাছ। যা বিক্রি হয়েছে ৫২ হাজার ১৬০ টাকায়।
১ ঘণ্টা আগেনরসিংদীর শিবপুরে মাকে হত্যার অভিযোগ উঠেছে মাদকাসক্ত ছেলের বিরুদ্ধে। আজ রোববার সকালে উপজেলার বৈলাব গ্রামের নিজ ঘর থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
১ ঘণ্টা আগে