Ajker Patrika

সিঙ্গেল লাইনের কারণে ট্রেনের শিডিউল বিপর্যয় ঘটে: রেলপথ মন্ত্রী 

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
সিঙ্গেল লাইনের কারণে ট্রেনের শিডিউল বিপর্যয় ঘটে: রেলপথ মন্ত্রী 

সিঙ্গেল লাইনের কারণে ট্রেনের শিডিউল বিপর্যয় ঘটছে। এ জন্য ডবল লাইনে রূপান্তর করা হবে বলে জানিয়ে রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেছেন, প্রত্যেক জেলার সঙ্গে রেলকে সম্পৃক্ত ও রেল ব্যবস্থাকে ব্রডগেজ লাইনে রূপান্তর করা হবে। 

আজ বৃহস্পতিবার দুপুরে পাবনার ঈশ্বরদী রেলওয়ে জংশন স্টেশনে নতুন ফুটওভার ব্রিজ উদ্বোধন ও আধুনিক পাবলিক টয়লেট নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী। 

রেলমন্ত্রী বলেন, ‘বিএনপি রেলের উন্নয়ন করেনি। রেলকে বিধ্বস্ত অবস্থায় নিয়ে গিয়েছিল। অরডিন্যান্স জারি করে রেলে কর্মী নিয়োগ বন্ধ করে দিয়েছিল। একইভাবে বিএনপি-জাতীয় পার্টি রেলের হাজার কর্মী ছাঁটাই করেছে। কিন্তু বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর রেলের ব্যাপক উন্নয়ন করেছেন।’

ঈশ্বরদী স্টেশন প্ল্যাটফর্মে আয়োজিত অনুষ্ঠানে রেলওয়ের পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক (ভারপ্রাপ্ত) মুহাম্মদ কুদরত-ই-খুদা সভাপতিত্ব করেন। পাকশী বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা (ডিসিও) নাসির উদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন পাবনা-৪ আসনের জাতীয় সংসদ সদস্য নুরুজ্জামান বিশ্বাস, সংরক্ষিত আসনের সংসদ সদস্য নাদিরা ইয়াসমিন জলি, পাবনা জেলা পরিষদের চেয়ারম্যান আ স ম আব্দুর রহিম পাকন, জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন, জেলা অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউর রহমান জিয়া, প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) লিয়াকত শরীফ খান, ওয়াটার এইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর পার্থ হেফাজ সেখ এবং ইএসডিওর নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ-জামান। 

বক্তব্য শেষে মন্ত্রী ঈশ্বরদী রেলওয়ে জংশন এলাকায় নির্মিত নতুন ফুটওভার ব্রিজের উদ্বোধন ও আধুনিক পাবলিক টয়লেট প্রকল্প কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। 

উদ্বোধন অনুষ্ঠানে ঈশ্বরদী উপজেলা পরিষদের চেয়ারম্যান নায়েব আলী বিশ্বাস, পৌর মেয়র ইছাহক আলী মালিথা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ মিন্টু, ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি মোস্তাক আহমেদ কিরণ, সম্পাদক আব্দুল বাতেনসহ রেলের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত