Ajker Patrika

রামেক হাসপাতাল: অসহায়ের সহায় আলেয়া

  • ২০০৬ সালে অস্থায়ী নিয়োগে আয়া হিসেবে হাসপাতালে কাজ শুরু করেন আলেয়া।
  • ২০১২ সাল থেকে অজ্ঞাতনামা রোগীদের একান্ত আপনজন হয়ে ওঠেন তিনি।
  • তাঁর আগ্রহেই ৭ শয্যার আলাদা ওয়ার্ড তৈরি করে হাসপাতাল কর্তৃপক্ষ।
 রিমন রহমান, রাজশাহী
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গতকাল অজ্ঞাতনামা রোগীদের অস্থায়ী ওয়ার্ডে এক রোগীকে সেবা দিচ্ছেন  আলেয়া বেগম। ছবি: আজকের পত্রিকা
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গতকাল অজ্ঞাতনামা রোগীদের অস্থায়ী ওয়ার্ডে এক রোগীকে সেবা দিচ্ছেন আলেয়া বেগম। ছবি: আজকের পত্রিকা

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে প্রতিদিন কত রোগী ভর্তি হয়। তাদের কেউ কেউ আসে একেবারে পরিচয়হীন। সঙ্গে স্বজন থাকে না, মেলে না ঠিকানা। সে সব মানুষের স্বজন হয়ে ওঠেন আলেয়া। পরম মমতায় সেবা দিয়ে সুস্থ করে তোলেন তাদের। এভাবে সেবা দিতে গিয়ে কতজনের মা হয়ে উঠেছেন, হয়েছেন মেয়ে।

আর কেনই-বা স্বজন হয়ে উঠবেন না; শুধুই কি সেবা দেন তিনি। না। কারও চোখের কোণে জমে থাকা পানিও পরম মমতায় মুছে দেন আলেয়া বেগম। প্রায় এক যুগ এভাবেই অজ্ঞাতনামা রোগীদের স্বজন হয়ে উঠেছেন তিনি।

আলেয়ার বাড়ি রাজশাহী নগরের হেতেমখাঁ কারিগরপাড়ায়। ২০০৬ সালে তিনি আয়া হিসেবে হাসপাতালে কাজ শুরু করেন। চাকরি স্থায়ী নয়। প্রতিবছর হাসপাতাল কর্তৃপক্ষ আউটসোর্সিং প্রক্রিয়ায় কিছু জনবল নেয়। সেই ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মী হিসেবেই কাজ করেন তিনি। এ বছর তাঁর নিয়োগ হয়েছে পরিচ্ছন্নতাকর্মী হিসেবে। ২০১২ সাল থেকে সে পরিচয় ছাপিয়ে অজ্ঞাতনামা রোগীদের কাছে আলেয়া হয়ে উঠেছেন একান্ত আপনজন।

আগে হাসপাতালের ওয়ার্ডের সামনেই বারান্দায় এসব রোগীদের সেবা দিয়ে যেতেন আলেয়া। গত বছর হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফ এম শামীম আহাম্মদ তাঁকে আলাদা একটি ওয়ার্ডই করে দিয়েছেন। অজ্ঞাতনামা রোগীদের অস্থায়ী ওয়ার্ড নামে সেই ওয়ার্ডে রয়েছে সাতটি শয্যা। এত দিন আলেয়া একাই পরিচয়হীন রোগীদের সামলে এসেছেন। ওয়ার্ডের সঙ্গে দুজন নারী সহকারীও পেয়েছেন তিনি।

গতকাল মঙ্গলবার সকালে হাসপাতালের ওই ওয়ার্ডে গিয়ে দেখা যায়, সাতটি শয্যায় রয়েছে রোগী। ওয়ার্ডটি বেশ পরিচ্ছন্ন। দুই বছরের ছেলেকে কোলে নিয়েই রোগীদের সেবা করছেন আলেয়া বেগম। এক বৃদ্ধের পায়ের ব্যান্ডেজ খুলতে খুলতে বলছিলেন, পায়ের ভেতর কতগুলো পোকা ছিল, আজকে নাই। আরাম হয়েছে?’ প্রশ্ন করেন বৃদ্ধকে। বৃদ্ধ হ্যাঁসূচক মাথা নাড়েন।

অন্য বিছানায় থাকা বৃদ্ধ আলেয়াকে দেখিয়ে বলেন, ‘আমার মেয়ে।’ পাশে হেসে উঠে আলেয়া বলেন, ‘নিজের নাম-পরিচয় বলতে পারে না; কিন্তু আমাকে মেয়ে ভাবে।’ বলতে বলতে তাঁর চোখের কোণেও জমে আনন্দাশ্রু। পাশে একটি শয্যায় শুয়ে মানসিক ভারসাম্যহীন আরেক বৃদ্ধা। তাঁকে তুলে ওষুধ খাইয়ে দেন আলেয়া। অন্য শয্যায় পায়ে দগদগে ক্ষত নিয়ে এক তরুণী। যাওয়ার কোনো জায়গা নেই। আলেয়া বললেন, ‘তিন মাস ধরে আছে। যাওয়ার জায়গা নাই। মনে হচ্ছে, একেও আমার বল্টুর মতো বাড়িতে নিয়ে যাওয়া লাগবে।’

বল্টু ছেলে হয়ে উঠেছে আলেয়ার। এক যুগ আগে কিশোর বল্টুর দুটি পা ট্রেনে কাটা পড়ে। সুস্থ করে তোলার পর রেখে দেন নিজের কাছে। ওই তরুণীর বিষয়ে আলেয়া বললেন, ‘এই মেয়েটার যাওয়ার কোনো জায়গা নাই। সুস্থ হলে সে আমার বাড়িতে থাকতে পারে। আগে বাসাবাড়িতে কাজ করত। সুস্থ হয়ে দরকার হলে তা-ই করবে।’

আলেয়া জানান, এখন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সহায়তা নিয়ে এ রোগীদের নাম-ঠিকানাও বের করছেন তিনি। তারপর স্বজনদের সঙ্গে যোগাযোগ করেন। তিনি বলেন, ‘আগে অনেক অজ্ঞাতনামা রোগী মারা যাওয়ার পর লাশ মর্গে রেখে সিআইডির মাধ্যমে আঙুলের ছাপ দিয়ে পরিচয় বের করা হতো। সেটা দেখে আমি হাসপাতালের পরিচালকের কাছে চিঠি লিখি। অনুরোধ করি, মৃত্যুর পর এভাবে পরিচয় বের না করে আগেই সেটা করলে আমরা তাদের পরিবারের কাছে ফেরাতে পারব। পরিচালক আমার অনুরোধ গ্রহণ করে সিআইডির সঙ্গে কথা বলেন। এখন আমি একটা অনুরোধ করে চিঠি লিখলেই সিআইডির সদস্যরা এসে আঙুলের ছাপ নিয়ে যান। অনেকের পরিচয় মেলে। আবার অনেকের জাতীয় পরিচয়পত্র করা থাকে না বলে আঙুলের ছাপ দিয়েও পরিচয় পাওয়া যায় না।’

আলেয়া জানান, এই রোগীদের সেবার জন্য হাসপাতাল কর্তৃপক্ষ তাদের সব ধরনের সহযোগিতা করে। এ জন্য হাসপাতালে অবস্থিত সমাজসেবা অফিস থেকে কিছুটা সহযোগিতা পাওয়া যায়। আলেয়া বলেন, তিনি যত দিন হাসপাতালে থাকবেন, তত দিন এভাবেই অজ্ঞাতনামা রোগীদের সেবা করে যাবেন। বললেন, ‘নাম না থাকুক, তারাও তো মানুষ। তাদেরকেও তো দেখতে হবে।’

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহাম্মদ আজকের পত্রিকাকে বলেন, ‘আলেয়া যা করছে, তা অত্যন্ত মানবিক। তার কাজ যাতে সুন্দরভাবে হয়, সে জন্য আলাদা একটা ওয়ার্ডই করে দিয়েছি। তার সঙ্গে আরও দুজনকে দিয়েছি। তাদের বেতন যেন নিয়মিত হয়, সেটা নিশ্চিত করেছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হাদির ইনকিলাব কালচারাল সেন্টার বন্ধ ঘোষণা

সুদানে সন্ত্রাসী হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর ৬ শান্তিরক্ষী নিহত, যুদ্ধ চলমান: আইএসপিআর

আচরণবিধি লঙ্ঘন করায় বিএনপির প্রার্থীকে ৫০ হাজার টাকা জরিমানা

উত্তরায় জুলাই রেভেলসের দুই সদস্যকে কুপিয়ে জখম

নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে: তিন দলের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা

এলাকার খবর
Loading...