Ajker Patrika

দাঁড়িয়ে থাকা লেগুনায় ট্রাকের ধাক্কা, নিহত ১ 

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
আপডেট : ৩১ আগস্ট ২০২৩, ১০: ৪২
দাঁড়িয়ে থাকা লেগুনায় ট্রাকের ধাক্কা, নিহত ১ 

নাটোরের লালপুরে দাঁড়িয়ে থাকা লেগুনার পেছনে ট্রাকের ধাক্কায় সিমা খাতুন (২৫) নামের এক পোশাক কারখানার কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে নাটোর-পাবনা মহাসড়কের কদমচিলান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বনপাড়া হাইওয়ে থানার উপপরিদর্শক আলিমুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। 

সিমা খাতুন লালপুর উপজেলার কদিমচিলান গ্রামের মাজেদুল ইসলামের স্ত্রী। তিনি ইশ্বরদী ইপিজেডে চাকরি করতেন। আহতদের উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

বনপাড়া হাইওয়ে থানার উপপরিদর্শক আলিমুল ইসলাম বলেন, পাবনার ইশ্বরদী ইপিজেডের ভাড়া করা একটি লেগুনা পাবনা-নাটোর মহাসড়কের কদমচিলানে দাঁড়িয়ে ইপিজেডের কর্মীদের তুলছিল। এ সময় পাবনাগামী একটি ট্রাক দাঁড়িয়ে থাকা লেগুনাটির পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ওই ইপিজেডের কর্মী নিহত হন। আহতদের উদ্ধার করে বনপাড়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

উপপরিদর্শক আলিমুল ইসলাম আরও বলেন, লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ট্রাক ও লেগুনা জব্দ আছে। ট্রাকের চালক পালিয়ে গেছেন। মামলার প্রস্তুতি চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত