Ajker Patrika

‘মেয়ে গেল, এখন আবার তুই গেলি বাবা’

খোন্দকার মাহাবুবুল হক, ঈশ্বরদী (পাবনা)
‘মেয়ে গেল, এখন আবার তুই গেলি বাবা’

প্রথম সন্তানের মৃত্যুর ঘটনাটি ২০২০ সালের ডিসেম্বরে। বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন বিভাগের ছাত্রী ছিলেন মেয়ে সনি খাতুন (৩০)। অপারেশনের চার দিন পর মারা যান তিনি। সনির মৃত্যুর সেই শোক এখনো ঠিকমতো কাটিয়ে উঠতে পারিনি তাঁর বাবা ও মা। এরই মধ্যে আজ শনিবার ট্রেনে কাটা মারা যান একমাত্র সন্তান হাসানুজ্জামান ইমতিয়াজ। সন্তানদের হারিয়ে নিস্তব্ধ হয়েছেন পাবনার ঈশ্বরদী শহরের পেয়ারাখালি গ্রামের ইসহাক আলী প্রামানিক ও তাঁর স্ত্রী।

এর আগে সকাল শনিবার সকাল ৭টা ৫০ মিনিটে নাটোরের লালপুরের আব্দুলপুর জংশন স্টেশন প্লাটফর্মে যাত্রীবাহী কমিউটার ট্রেনে কাটা পড়ে মারা যান একমাত্র সন্তান হাসানুজ্জামান ইমতিয়াজ। সন্ধ্যায় পাবনার ঈশ্বরদী শহরের পেয়ারাখালি গ্রামে জানাজা শেষে তাঁকে করব দেওয়া হয়।

দুপুরে সরেজমিনে দেখা যায়, পেয়ারাখালি গ্রামে নিহত ইমতিয়াজের বাড়িতে নেমেছে মানুষের ঢল। ইমতিয়াজের মরদেহ দেখে অনেকেই অশ্রু সিক্ত নয়নে ফিরে যান। গোসল শেষে খাটিয়ার কাপড় দিয়ে ঢেকে রাখা হয়েছে ইমতিয়াজের মরদেহ। বিদায় বেলা এক নজর দেখতে ভিড় করছেন মানুষ। একটু দূরে ছেলে হারানোর ব্যথায় চিৎকার করে কাঁদছেন বাবা পাবনা জজ কোর্টের আইনজীবী ইসহাক আলী প্রামানিক। একটু পরপরই শুধু চিৎকার করছেন আর বলছেন, ‘আমার সব শেষ হয়ে গেল। আমার সব শেষ, আমি কারে নিয়ে থাকব, মেয়ে গেল, এখন আবার তুই গেলি বাবা।’

পাশেই শোকে নিস্তব্ধ মা। কান্নার ভাষা যেন হারিয়ে পাথর হয়ে গেছেন তিনি। খানিক পরপর শুধু ডুকরে কাঁদছেন। দেড় বছরের ব্যবধানে দুই সন্তানকে হারানো বাবা-মার আহাজারি থামানোর চেষ্টা করছিলেন প্রতিবেশী ও স্বজনেরা। 

ফেরদৌস শেখ নামে তাদের এক স্বজন বলেন, ইছাহক আলীর মাত্র দুইটিই সন্তান ছিল। এর মধ্যে সনি খাতুন মারা যায় দেড় বছর আগে। আজ আবার ট্রেনে কাটা পড়ে মারা গেল একমাত্র সন্তান ইমতিয়াজ। ওই পরিবারের এখন আর কোনো সন্তান থাকল না। এটি অনেক বেশি কষ্টের। এই শোক বাবা-মা কেমন করে সহ্য করবেন বুঝে পাচ্ছি না। 

পাবনার ঈশ্বরদী শহরের পেয়ারাখালি গ্রামে মরদেহ আনার পর ভিড় করেন এলাকাবাসী ও স্বজনেরাকান্না জড়িত কণ্ঠে নিহত ইমতিয়াজের বাবা আজকের পত্রিকাকে বলেন, ‘স্টেশনে ট্রেন যখন ছেড়ে দিছে, ও তখন দৌড়ায় ট্রেনে উঠছিল। আমি ছেলেকে বললাম তুই উঠিস না বাবা! পড়ে যাবি, পড়বি-পড়বি নিষেধ করতেই সব শেষ হয়ে গেল।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এবার ‘পাকিস্তানপন্থার’ বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দিলেন আসিফ মাহমুদ

সমাবেশে দলীয় স্লোগান ও জাতীয় সংগীত পরিবেশনে বাধা দেওয়া প্রসঙ্গে এনসিপির বিবৃতি

বাহাত্তরের সংবিধান, জুলাই সনদ, প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতির ক্ষমতা নিয়ে আইন উপদেষ্টার গুরুত্বপূর্ণ মন্তব্য

চাকরিতে কোটা: সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য আসছে সমান সুযোগ

পাকিস্তানের ভয়ে যুদ্ধের ক্ষয়ক্ষতির তথ্য প্রকাশ করতে চায় না ভারত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত