রাবি প্রতিনিধি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা বাতিলসহ তিন দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছেন শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যায়ের বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক সালাহউদ্দিন আম্মারসহ কয়েকজন শিক্ষার্থী এ স্মারকলিপি প্রদান দেন।
শিক্ষার্থীদের অন্য দুইটি দাবি হলো—মুক্তিযোদ্ধাদের নাতি-নাতনিদের কোটা বাতিল করা অথবা কোটা থাকলেও তা সর্বোচ্চ এক শতাংশে নামিয়ে আনা এবং ভর্তি পরীক্ষার আবেদন ফি কমানো।
স্মারকলিপিতে শিক্ষার্থীরা জানান, বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ধরনের বৈষম্যের মধ্যে অন্যতম হলো অযৌক্তিক কোটা পদ্ধতি। কোটা বৈষম্যের প্রতিবাদেই বিগত জুলাই বিপ্লবের ইতিহাস রচিত হয়েছে। তাই আমরা আমাদের স্বাধীন বাংলাদেশের স্বাধীন ক্যাম্পাসে আর কোনো প্রকার অযৌক্তিক কোটা পদ্ধতি দেখতে চাই না।
স্মারকলিপিতে তাঁরা আরও উল্লেখ করেন, বিগত ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ৫৩৪ জন, ২০২২-২৩ শিক্ষাবর্ষে ৫৩৭ জন এবং ২০২১-২২ শিক্ষাবর্ষে ৬২১ জন শিক্ষার্থী কোটার মাধ্যমে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে। তাঁদের মধ্যে একটি বড় অংশ অযৌক্তিক পোষ্য কোটা এবং মুক্তিযোদ্ধাদের নাতি-নাতনি কোটা। আমরা এই দুইটি অযৌক্তিক কোটা বাতিলের দাবি জানাই। গত কয়েক বছর ধরে ভর্তি পরীক্ষার আবেদন ফি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে। এই ফি কমানোও সময়ের দাবি।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক সালাহউদ্দিন আম্মার বলেন, বৈষম্যমূলক কোটা বাতিল শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি ছিল। এই কোটার বিরুদ্ধেই আমরা আন্দোলন করেছি। তাই বিশ্ববিদ্যালয়ে সব প্রকার বৈষম্যমূলক কোটা বাতিল চেয়ে উপাচার্য স্যারের কাছে দাবি জানিয়েছি। তিনি এ বিষয় একাডেমিক কাউন্সিলে আলোচনা করবেন বলে জানিয়েছেন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব বলেন, এই বিষয়গুলো ভর্তি কমিটি দেখে থাকে। ভর্তি কমিটিতে বিষয়টি আমি উত্থাপন করব। বিষয়গুলো পর্যালোচনার জন্য আলাদাভাবে কিছু মানুষকে দায়িত্ব দেওয়া হবে। তাদের অনুসন্ধান এবং সুপারিশের ভিত্তিতেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। প্রত্যাশা করছি আগের মতো আর এগুলো (কোটা) থাকবে না।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা বাতিলসহ তিন দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছেন শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যায়ের বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক সালাহউদ্দিন আম্মারসহ কয়েকজন শিক্ষার্থী এ স্মারকলিপি প্রদান দেন।
শিক্ষার্থীদের অন্য দুইটি দাবি হলো—মুক্তিযোদ্ধাদের নাতি-নাতনিদের কোটা বাতিল করা অথবা কোটা থাকলেও তা সর্বোচ্চ এক শতাংশে নামিয়ে আনা এবং ভর্তি পরীক্ষার আবেদন ফি কমানো।
স্মারকলিপিতে শিক্ষার্থীরা জানান, বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ধরনের বৈষম্যের মধ্যে অন্যতম হলো অযৌক্তিক কোটা পদ্ধতি। কোটা বৈষম্যের প্রতিবাদেই বিগত জুলাই বিপ্লবের ইতিহাস রচিত হয়েছে। তাই আমরা আমাদের স্বাধীন বাংলাদেশের স্বাধীন ক্যাম্পাসে আর কোনো প্রকার অযৌক্তিক কোটা পদ্ধতি দেখতে চাই না।
স্মারকলিপিতে তাঁরা আরও উল্লেখ করেন, বিগত ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ৫৩৪ জন, ২০২২-২৩ শিক্ষাবর্ষে ৫৩৭ জন এবং ২০২১-২২ শিক্ষাবর্ষে ৬২১ জন শিক্ষার্থী কোটার মাধ্যমে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে। তাঁদের মধ্যে একটি বড় অংশ অযৌক্তিক পোষ্য কোটা এবং মুক্তিযোদ্ধাদের নাতি-নাতনি কোটা। আমরা এই দুইটি অযৌক্তিক কোটা বাতিলের দাবি জানাই। গত কয়েক বছর ধরে ভর্তি পরীক্ষার আবেদন ফি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে। এই ফি কমানোও সময়ের দাবি।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক সালাহউদ্দিন আম্মার বলেন, বৈষম্যমূলক কোটা বাতিল শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি ছিল। এই কোটার বিরুদ্ধেই আমরা আন্দোলন করেছি। তাই বিশ্ববিদ্যালয়ে সব প্রকার বৈষম্যমূলক কোটা বাতিল চেয়ে উপাচার্য স্যারের কাছে দাবি জানিয়েছি। তিনি এ বিষয় একাডেমিক কাউন্সিলে আলোচনা করবেন বলে জানিয়েছেন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব বলেন, এই বিষয়গুলো ভর্তি কমিটি দেখে থাকে। ভর্তি কমিটিতে বিষয়টি আমি উত্থাপন করব। বিষয়গুলো পর্যালোচনার জন্য আলাদাভাবে কিছু মানুষকে দায়িত্ব দেওয়া হবে। তাদের অনুসন্ধান এবং সুপারিশের ভিত্তিতেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। প্রত্যাশা করছি আগের মতো আর এগুলো (কোটা) থাকবে না।
গাজীপুর সিটি করপোরেশনে (জিসিসি) চীনের একটি প্রতিষ্ঠানের উদ্ভাবিত রক্ত আমাশয়ের (শিগেলা) টিকার ক্লিনিক্যাল ট্রায়াল দিতে চায় আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশ (আইসিডিডিআরবি)। চীনা প্রতিষ্ঠানটি এ বিষয়ে আইসিডিডিআরবির সহযোগিতা চেয়েছিল।
৫ ঘণ্টা আগেগাইবান্ধার সুন্দরগঞ্জে ছড়িয়ে পড়ছে অ্যানথ্রাক্স (তড়কা রোগ)। গবাদিপশুর এ রোগে আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়েই চলছে। এ উপসর্গ নিয়ে মারাও গেছেন মোছা. রোজিনা বেগম নামের এক নারী। কিন্তু সে তুলনায় নেই সচেতনতা ও চিকিৎসার ব্যবস্থা। ফলে চরম উৎকণ্ঠা আর উদ্বিগ্নে দিন কাটছে সুন্দরগঞ্জবাসীর।
৫ ঘণ্টা আগেতিন বছর ধরে বরগুনার তালতলীর ফাতরার বনের উত্তর নিদ্রার চরের শত শত বিভিন্ন প্রজাতির বড় গাছ মরে যাচ্ছে। তবে সেগুলো বিক্রির কোনো উদ্যোগ নিচ্ছে না বন বিভাগ। অভিযোগ উঠেছে, কিছু অসাধু কর্মকর্তা সেসব গাছ চোরাই পথে বিক্রি করছেন।
৫ ঘণ্টা আগেবাংলাদেশের টেকসই উন্নয়নে স্থানীয় পর্যায়ের এনজিওগুলোর সক্ষমতা বৃদ্ধি ও তাদের সরাসরি তত্ত্বাবধানে প্রকল্প বাস্তবায়ন প্রয়োজন বলে জানিয়েছে এনজিও-বিষয়ক ব্যুরোর মহাপরিচালক মোহাম্মদ দাউদ মিয়া। রোববার (১২ অক্টোবর) দুপুরে রাজধানীর গুলশানে স্থানীয়করণ-বিষয়ক এক জাতীয় সেমিনারে এসব কথা বলেন তিনি।
৭ ঘণ্টা আগে