Ajker Patrika

ইসলামী আন্দোলনে যোগ দিলেন শেরপুর উপজেলা বিএনপির দুই নেতা

শেরপুর (বগুড়া) প্রতিনিধি
আপডেট : ০৬ মে ২০২৪, ১৮: ৩৭
ইসলামী আন্দোলনে যোগ দিলেন শেরপুর উপজেলা বিএনপির দুই নেতা

শেরপুর উপজেলা বিএনপি সদস্য ও কুসুম্বি ইউনিয়ন পরিষদের পাঁচবারের নির্বাচিত চেয়ারম্যান দলত্যাগ করেছেন। চার দশক ধরে বিএনপির রাজনীতি করার পর দলটির সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন পান্না। গতকাল রোববার রাতে তিনি আনুষ্ঠানিকভাবে ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগদান করেছেন। তাঁর সঙ্গে শেরপুর পৌর বিএনপির সহসভাপতি আবদুল আজিজও যোগদান করেছেন। 

দুই বিএনপি নেতার যোগদানের সত্যতা নিশ্চিত করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের শেরপুর উপজেলা কমিটির সহসভাপতি মো. ইমরান খান। তিনি বলেন, আনুষ্ঠানিকভাবে ওই দুজন ইসলামী আন্দোলনে যোগদানের পর অনুষ্ঠানের প্রধান অতিথি তাঁদের হাতে দলীয় প্রতীক ‘হাতপাখা’ তুলে দিয়েছেন। এর আগে ওই দুজন তাঁদের দলীয় ঘোষণাপত্রে স্বাক্ষর করেছেন। 

জানা যায়, রোববার (৫ মে) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার গাড়িদহ ইউনিয়নের মহিপুর খেলার মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশের আয়োজনে এক ওয়াজ মাহফিলে অনুষ্ঠিত হয়। ওই ওয়াজ মাহফিলে দুই বিএনপি নেতা দলটিতে যোগদানের ঘোষণা দেন। 

ওয়াজ মাহফিলের প্রধান অতিথি ছিলেন দলটির কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মুফতি সৈয়দ মোহাম্মাদ ফয়জুল করিম। এতে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের বগুড়া শাখার সিনিয়র নায়েবে আমির আল্লামা আবদুল হক আজাদ। 

শাহ আলম পান্না ১৯৮৩ সালে জাতীয়তাবাদী ছাত্রদলে যোগদান করেন। ছাত্রজীবন শেষে বিএনপির শহর ও উপজেলা কমিটির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। সর্বশেষ ২০২১ সালে উপজেলা বিএনপি কমিটির সদস্য নির্বাচিত হন। তিনি বেশ কয়েক বছর শেরপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদকও ছিলেন। শেরপুরে বিএনপির রাজনীতিতে তাঁদের পরিবার বেশ পরিচিত। 

ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগদান নিয়ে আজ সোমবার (৬ মে) দুপুরে শাহ আলম ওরফে পান্না বলেন, ‘বিএনপির চেয়ে ইসলামী আন্দোলনের আদর্শ ভালো। মুসলমান হিসেবে আমাদের ইসলামের পথে থাকতে হবে। তাই আমি ইসলামী আন্দোলন বাংলাদেশ দলে যোগদান করেছি।’ 

শেরপুর পৌর বিএনপির সহসভাপতি আবদুল আজিজের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁর নম্বর ফোন বন্ধ পাওয়া গেছে। 

এ নিয়ে শেরপুর উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম বলেন, ‘শাহ আলম পান্না বিএনপি দলীয় প্রতীক নিয়ে ইউনিয়ন পরিষদের নির্বাচন করেছিলেন। তিনি সব সময় বিএনপিকে ব্যবহার করে রাজনৈতিক স্বার্থ হাসিল করেছেন। শাহ আলম পান্না ও আবদুল আজিজের ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগদান করায় বিএনপির কোনো ক্ষতি হবে না। বরং তাদের অনুপস্থিতে স্থানীয়ভাবে বিএনপি আরও শক্তিশালী হবে।’

শেরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু বলেন, ‘তাঁদের দলত্যাগের বিষয়টি দলের জেলা কমিটিকে অবহিত করা হয়েছে। দলের গঠনতন্ত্র অনুযায়ী তাঁদের প্রাথমিক সদস্যপদ বাতিল করাসহ সব পদ থেকে অব্যহতি দেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

বিবাহিতদের পুলিশ ক্যাডারে না নেওয়ার প্রস্তাব র‍্যাব ডিজির

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত