Ajker Patrika

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল পিটিআই ইনস্ট্রাক্টরের

সিরাজগঞ্জ প্রতিনিধি
আপডেট : ২৬ মার্চ ২০২৩, ১৯: ৫৬
সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল পিটিআই ইনস্ট্রাক্টরের

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটের (পিটিআই) ইনস্ট্রাক্টর (কৃষি) মোশারফ হোসেনের (৩২) মৃত্যু হয়েছে।

আজ রোববার সকালে সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতু পশ্চিম গোলচত্বর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 

নিহত মোশারফ হোসেন রংপুর সিটি করপোরেশনের হারাগাছ থানা বধু কমলা গ্রামের বখতিয়ার হোসেনের ছেলে। তিনি গত বছরের ৬ এপ্রিল সিরাজগঞ্জ পিটিআইয়ে ইনস্ট্রাক্টর (কৃষি) পদে যোগদান করেন। 

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন ইয়াজদানি বলেন, সকালে অটো ভ্যানে সদর উপজেলার সায়দাবাদ সিএনজি স্টেশনের দিকে যাচ্ছিলেন মোশারফ। এ সময় অটো ভ্যানটি সড়কের এক্সেলেটর ভেঙে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপর উল্টে যায়। এতে মোশারফ হোসেন অটো ভ্যান থেকে ছিটকে গিয়ে একটি পাথরের সঙ্গে ধাক্কা খেয়ে আহত হন। তাঁকে উদ্ধার করে সিরাজগঞ্জের ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানে মৃত্যু হয়। 

এ বিষয়ে সিরাজগঞ্জ প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটের (পিটিআই) অতিরিক্ত দায়িত্বে থাকা সুপারিনটেনডেন্ট মুকুল হোসেন জানান, ২১ মার্চ ছুটির দরখাস্ত দিয়ে বাড়ি চলে যান মোশারফ। ছুটি শেষে আগামীকাল সোমবার তাঁর অফিসে যোগ দেওয়ার কথা ছিল। এ জন্য তিনি আজ রোববার সিরাজগঞ্জে আসছিলেন। গত সপ্তাহে মোশারফ হোসেন বিয়ে করেছেন বলে জানান তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত