প্রতিনিধি, রাজশাহী সদর
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ২২ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল আটটা থেকে শুক্রবার সকাল আটটা পর্যন্ত ২৪ ঘণ্টা সময়ের মধ্যে এই ২২ জনের মৃত্যু হয়। চলতি জুলাইয়ে এ পর্যন্ত ৪১১ জনের মৃত্যু হয়েছে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে।
আজ শুক্রবার সকালে হাসপাতালের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
মৃত ২২ জনের মধ্যে ১১ জনের বাড়িই রাজশাহী। এ ছাড়া মৃতদের মধ্যে চাঁপাইনবাবগঞ্জ ও পাবনার চারজন করে রয়েছেন। বাকিদের মধ্যে নাটোরের দুজন এবং নওগাঁর একজন। এর মধ্যে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের দুজন করে এবং নাটোর ও পাবনার একজন করে মোট ছয়জন করোনা পজিটিভ ছিলেন। রাজশাহীর আরেক রোগীর করোনা নেগেটিভ রিপোর্ট হলেও তিনি শারীরিক নানা জটিলতায় কোভিড ইউনিটে মারা গেছেন। অন্য ১৫ জন মারা গেছেন করোনার উপসর্গ নিয়ে। তাঁদের নমুনা পরীক্ষা হয়নি।
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে এখন করোনা ডেডিকেটেড শয্যা ৫১৩টি। শুক্রবার সকালে ভর্তি ছিলেন ৪১২ জন। ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৬১ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬২ জন। হাসপাতালে করোনা পজিটিভ রোগীর সংখ্যা ১৮৬ জন। উপসর্গ নিয়ে আছেন ১৭৩ জন। এ ছাড়া করোনা নেগেটিভ হলেও শারীরিক নানা জটিলতায় কোভিড ইউনিটে ভর্তি ছিলেন আরও ৫৩ জন রোগী।
ভর্তি থাকা রোগীদের মধ্যে ২১৬ জন রাজশাহীর, ২২ জন চাঁপাইনবাবগঞ্জের, ৬২ জন নাটোরের, ৪০ জন নওগাঁর, ৫২ জন পাবনার, ১০ জন কুষ্টিয়ার, তিনজন জয়পুরহাটের, দুজন করে চুয়াডাঙ্গা ও ঝিনাইদহের এবং একজন করে সিরাজগঞ্জ, মেহেরপুর ও ব্রাহ্মণবাড়িয়ার বাসিন্দা।
রাজশাহীর সিভিল সার্জনের কার্যালয়ের হিসাব অনুযায়ী, ঈদের পরদিন বৃহস্পতিবার জেলায় মোট ৬৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে ২২ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। সংক্রমণের হার ৩৩ দশমিক ৩৩ শতাংশ।
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ২২ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল আটটা থেকে শুক্রবার সকাল আটটা পর্যন্ত ২৪ ঘণ্টা সময়ের মধ্যে এই ২২ জনের মৃত্যু হয়। চলতি জুলাইয়ে এ পর্যন্ত ৪১১ জনের মৃত্যু হয়েছে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে।
আজ শুক্রবার সকালে হাসপাতালের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
মৃত ২২ জনের মধ্যে ১১ জনের বাড়িই রাজশাহী। এ ছাড়া মৃতদের মধ্যে চাঁপাইনবাবগঞ্জ ও পাবনার চারজন করে রয়েছেন। বাকিদের মধ্যে নাটোরের দুজন এবং নওগাঁর একজন। এর মধ্যে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের দুজন করে এবং নাটোর ও পাবনার একজন করে মোট ছয়জন করোনা পজিটিভ ছিলেন। রাজশাহীর আরেক রোগীর করোনা নেগেটিভ রিপোর্ট হলেও তিনি শারীরিক নানা জটিলতায় কোভিড ইউনিটে মারা গেছেন। অন্য ১৫ জন মারা গেছেন করোনার উপসর্গ নিয়ে। তাঁদের নমুনা পরীক্ষা হয়নি।
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে এখন করোনা ডেডিকেটেড শয্যা ৫১৩টি। শুক্রবার সকালে ভর্তি ছিলেন ৪১২ জন। ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৬১ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬২ জন। হাসপাতালে করোনা পজিটিভ রোগীর সংখ্যা ১৮৬ জন। উপসর্গ নিয়ে আছেন ১৭৩ জন। এ ছাড়া করোনা নেগেটিভ হলেও শারীরিক নানা জটিলতায় কোভিড ইউনিটে ভর্তি ছিলেন আরও ৫৩ জন রোগী।
ভর্তি থাকা রোগীদের মধ্যে ২১৬ জন রাজশাহীর, ২২ জন চাঁপাইনবাবগঞ্জের, ৬২ জন নাটোরের, ৪০ জন নওগাঁর, ৫২ জন পাবনার, ১০ জন কুষ্টিয়ার, তিনজন জয়পুরহাটের, দুজন করে চুয়াডাঙ্গা ও ঝিনাইদহের এবং একজন করে সিরাজগঞ্জ, মেহেরপুর ও ব্রাহ্মণবাড়িয়ার বাসিন্দা।
রাজশাহীর সিভিল সার্জনের কার্যালয়ের হিসাব অনুযায়ী, ঈদের পরদিন বৃহস্পতিবার জেলায় মোট ৬৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে ২২ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। সংক্রমণের হার ৩৩ দশমিক ৩৩ শতাংশ।
টাঙ্গাইলের সখীপুর পৌর শহরের তালতলা চত্বর থেকে সখীপুর আবাসিক মহিলা কলেজ পর্যন্ত ভাঙা সড়ক সংস্কারে ইউএনওকে স্মারকলিপি দেওয়া হয়েছে। আজ বুধবার দুপুরে সখীপুর আবাসিক মহিলা কলেজের মেধাভিত্তিক ছাত্রী সংসদ এ স্মারকলিপি পেশ করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল্লাহ আল রনী স্মারকলিপিটি গ্রহণ করে সড়ক
২ ঘণ্টা আগেবরিশালের বাবুগঞ্জ উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় চাল বিতরণ করছিলেন ডিলারের নিযুক্ত লোকজন। উপকারভোগীরা অভিযোগ করেন, চালের বস্তায় বরাদ্দ অনুযায়ী ৩০ কেজি থাকার কথা থাকলেও ২৭ কেজি করে দেওয়া হচ্ছে। এ নিয়ে উত্তেজনার সৃষ্টি হলে ফাতেমা বেগম নামের উপকারভোগী নারী ওজন মেপে দেখেন, চাল কম।
২ ঘণ্টা আগেটেকনাফে অপহরণের শিকার মো. হাসিমকে (২৮) ছেড়ে দিয়েছে দুর্বৃত্তরা। আজ বুধবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন ভুক্তভোগীর বাবা নুর হোসেন। তাঁর দাবি, দুর্বৃত্তদের কথামতো জাদিমুরা গহিন পাহাড়ের একটি স্থানে ৪ লাখ টাকা রেখে আসার পর হাসিমকে ছেড়ে দেওয়া হয়েছে।
২ ঘণ্টা আগেটাঙ্গাইলের গোপালপুরে নদে গোসল করতে নেমে লোকনাথ সূত্রধর (৯) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বুধবার (২০ আগস্ট) দুপুরে উপজেলার নগদাশিমলা ইউনিয়নের চর শিমলা গ্রামে বৈরাণ নদে এ দুর্ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে