Ajker Patrika

রাজশাহীতে কচুরিপানার নিচে মিলল নিখোঁজ শিশুর মরদেহ

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী    
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

রাজশাহীর পুঠিয়া উপজেলায় কচুরিপানার ভেতরে ছয় বছর বয়সী এক শিশুর মরদেহ পাওয়া গেছে। শিশুটির নাম মো. আবরার। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার আগলা গ্রামের একটি জলাশয়ে কচুরিপানার নিচে তার মরদেহ পাওয়া যায়। বিকেল থেকে শিশুটি নিখোঁজ ছিল।

নিহত আবরার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক বিশেষজ্ঞ ডা. শওকত শরীফের ছেলে। এ ঘটনায় দুই কিশোরীকে রাতেই হেফাজতে নিয়েছে পুলিশ। তাদের একজনের বয়স ১৩, অন্যজনের ১৪। তারাই ওই শিশুর মরদেহের সন্ধান দিয়েছে বলে দাবি পুলিশের।

পরিবারের বরাতে পুলিশ জানিয়েছে, মঙ্গলবার বিকেলে আবরারকে খেলার জন্য ডেকে নিয়ে যায় ওই দুই কিশোরী। এরপর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্যরা সন্দেহভাজন হিসেবে ওই দুই কিশোরীকে জিজ্ঞাসাবাদ করেন। একপর্যায়ে তারা জানায়, কচুরিপানার মধ্যে আবরারকে পাওয়া যাবে। পরে কচুরিপানার ভেতরে শিশুটির লাশ পাওয়া যায়।

রাজশাহীর বেলপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কাদরী বলেন, ‘শিশুর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। যত দূর জানা গেছে, পানিতে চুবিয়ে শিশুটিকে হত্যা করা হয়েছে। এ নিয়ে মামলা হয়েছে। অভিযুক্ত দুজনও শিশু। এ বিষয়ে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঢাবিতে ‘তুর্কি এনজিও সমর্থিত’ সংগঠনের ‘বৃহত্তর বাংলাদেশ’ মানচিত্রে ভারতের অংশ, বললেন জয়শঙ্কর

কালো জাদুর অভিযোগে মবের তাণ্ডব, এক পরিবারে পাঁচজনকে জীবন্ত পুড়িয়ে হত্যা

অদৃশ্য শর্তে বাংলাদেশের জন্য ট্রাম্পের ১৫% শুল্ক ছাড়

নারী আসন নিয়ে সিদ্ধান্ত হচ্ছে নারীদের ছাড়াই

সাপের বিষে তৈরি যে মদ পাওয়া যায় এশিয়ার বিভিন্ন দেশে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত