বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
নাটোরের বড়াইগ্রাম উপজেলার মশিন্দা গ্রামের বাসিন্দা আব্দুস সাত্তার খান (৭৫)। কথা ছিল আগামীকাল শুক্রবার ধুমধাম করে নাতনির বিয়ে দেবেন তিনি। তবে এর এক দিন আগেই পুড়ল আব্দুস সাত্তারের বাড়ি। অভিযোগ উঠেছে, দুর্বৃত্তরা গতকাল বুধবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলা নগর ইউনিয়নের মশিন্দা গ্রামে আব্দুস সাত্তারের বাড়ি পুড়িয়ে দিয়েছে। এ নিয়ে থানায় লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছে।
স্থানীয় স্কুলশিক্ষক সাইফুল ইসলাম বলেন, ‘আব্দুস সাত্তার খান আমার বড় ভাই। আমার ভাই ছেলেসহ বসবাস করত। আগামী শুক্রবার আমার ভাইয়ের নাতনির বিয়ের আনুষ্ঠানিকতার কথা ছিল। সেই উপলক্ষে বিয়ের বাজারসদাই সম্পূর্ণ করা হয়েছিল। ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার জেরে এ ঘটনা ঘটানো হয়েছে।’
সাইফুল ইসলাম আরও বলেন, প্রায় ছয় মাস আগে একই গ্রামের মোতালেব মন্ডলের ছেলে জিল্লুর মন্ডল (৪৫) আব্দুস সাত্তার খানের শিমের গাছ কেটে দিয়েছিলেন। স্থানীয়ভাবে সালিশ-মীমাংসায় ৩০ হাজার টাকা জরিমানা দিয়েছিলেন। তখন তিনি হুমকি দিয়েছিলেন।
প্রতিবেশী আজিরদ্দির ছেলে ইমন আলী বলেন, ছাগলের ডাকাডাকি শুনে ঘুম থেকে উঠে দেখি আব্দুস সাত্তারের খড়ির ঘরে আগুন জ্বলছে। আমি বাড়ির ভেতরে ঢুকতে গিয়ে দেখি তার গেটের বাহির থেকে দরজা বন্ধ। আরও লোকজন এসে দরজা ভেঙে পরিবারের সবাইকে উদ্ধার করি। পরে দমকলবাহিনীর কর্মীরা কয়েক ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনেন।
অভিযুক্ত জিল্লুর রহমান বলেন, ‘আমি বাড়িতে ছিলাম না। আমি এ ধরনের ঘটনা ঘটাতে যাব কেন?’
বনপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আকরামুল হাসান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। তদন্ত করে প্রকৃত ঘটনা জানা যাবে। ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
বড়াইগ্রাম থানার পরিদর্শক আবু সিদ্দিক বলেন, ‘বিষয়টি আমি শুনেছি। লিখিত অভিযোগ করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
নাটোরের বড়াইগ্রাম উপজেলার মশিন্দা গ্রামের বাসিন্দা আব্দুস সাত্তার খান (৭৫)। কথা ছিল আগামীকাল শুক্রবার ধুমধাম করে নাতনির বিয়ে দেবেন তিনি। তবে এর এক দিন আগেই পুড়ল আব্দুস সাত্তারের বাড়ি। অভিযোগ উঠেছে, দুর্বৃত্তরা গতকাল বুধবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলা নগর ইউনিয়নের মশিন্দা গ্রামে আব্দুস সাত্তারের বাড়ি পুড়িয়ে দিয়েছে। এ নিয়ে থানায় লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছে।
স্থানীয় স্কুলশিক্ষক সাইফুল ইসলাম বলেন, ‘আব্দুস সাত্তার খান আমার বড় ভাই। আমার ভাই ছেলেসহ বসবাস করত। আগামী শুক্রবার আমার ভাইয়ের নাতনির বিয়ের আনুষ্ঠানিকতার কথা ছিল। সেই উপলক্ষে বিয়ের বাজারসদাই সম্পূর্ণ করা হয়েছিল। ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার জেরে এ ঘটনা ঘটানো হয়েছে।’
সাইফুল ইসলাম আরও বলেন, প্রায় ছয় মাস আগে একই গ্রামের মোতালেব মন্ডলের ছেলে জিল্লুর মন্ডল (৪৫) আব্দুস সাত্তার খানের শিমের গাছ কেটে দিয়েছিলেন। স্থানীয়ভাবে সালিশ-মীমাংসায় ৩০ হাজার টাকা জরিমানা দিয়েছিলেন। তখন তিনি হুমকি দিয়েছিলেন।
প্রতিবেশী আজিরদ্দির ছেলে ইমন আলী বলেন, ছাগলের ডাকাডাকি শুনে ঘুম থেকে উঠে দেখি আব্দুস সাত্তারের খড়ির ঘরে আগুন জ্বলছে। আমি বাড়ির ভেতরে ঢুকতে গিয়ে দেখি তার গেটের বাহির থেকে দরজা বন্ধ। আরও লোকজন এসে দরজা ভেঙে পরিবারের সবাইকে উদ্ধার করি। পরে দমকলবাহিনীর কর্মীরা কয়েক ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনেন।
অভিযুক্ত জিল্লুর রহমান বলেন, ‘আমি বাড়িতে ছিলাম না। আমি এ ধরনের ঘটনা ঘটাতে যাব কেন?’
বনপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আকরামুল হাসান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। তদন্ত করে প্রকৃত ঘটনা জানা যাবে। ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
বড়াইগ্রাম থানার পরিদর্শক আবু সিদ্দিক বলেন, ‘বিষয়টি আমি শুনেছি। লিখিত অভিযোগ করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
গোপন সংবাদের ভিত্তিতে অপারেশন ডেভিলহান্ট পরিচালনা করে রাঙামাটি জেলা যুবলীগ নেতা মো মিজানুর রহমান মিজানকে গ্রেপ্তার করেছে রাঙামাটি কোতোয়ালি থানা-পুলিশ। গ্রেপ্তার মিজান রাঙামাটি জেলা যুবলীগের সহসাধারণ সম্পাদক ও রাঙামাটি আসবাবপত্র ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতি লিমিটেডের সভাপতি।
৬ মিনিট আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ অংশের চট্টগ্রামমুখী সার্ভিস লেনে একটি যাত্রীবাহী বাস উল্টে গেছে। এতে চিটাগাংরোড থেকে মৌচাক এলাকা পর্যন্ত প্রায় ১.৫ কিলোমিটার সড়কে যানজটের সৃষ্টি হয়েছে। আজ মঙ্গলবার ভোর সাড়ে ৬টার দিকে মহাসড়কের আমিজউদদীন পেট্রল পাম্পের উল্টো পাশে চট্টগ্রামমুখী লেনে এ
১ ঘণ্টা আগেভোলার চরফ্যাশনে গ্রামীণ অবকাঠামো সংস্কারে ২০২৪-২৫ অর্থবছরে নেওয়া ১৮৮টি প্রকল্প বাস্তবায়নে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। অধিকাংশ ক্ষেত্রে কাজ না করেই বরাদ্দের টাকা ও গম উত্তোলন করে আত্মসাৎ করা হয়েছে। কিছু কিছু জায়গায় নামমাত্র কাজ করা হয়েছে। এসব ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নে
২ ঘণ্টা আগেচট্টগ্রাম নগরে পরীর পাহাড়ে যাতায়াতের দুর্ভোগ কমাতে বছরখানেক আগে সড়কের পাশের ২৩ শতক জায়গার ওপর গড়ে ওঠা অবৈধ দখলদারদের স্থাপনা ভেঙে দিয়েছিলেন তৎকালীন জেলা প্রশাসক। উচ্ছেদের পর সেখানে জনস্বার্থে প্রকল্প বাস্তবায়নের কথা ছিল।
৮ ঘণ্টা আগে