আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি
জয়পুরহাটের আক্কেলপুরে আব্দুর রাজ্জাক (৫০) নামের এক ব্যক্তিকে ছুরিকাঘাত করেছেন দুই যুবক। এ ঘটনায় থানায় মামলা করা হলে অভিযুক্ত দুই যুবককে গ্রেপ্তার করে পুলিশ। ঘটনাটি ঘটেছে গত রোববার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার তিলকপুর ইউনিয়নের পূর্ব শিয়ালাপাড়া গ্রামে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন পূর্ব শিয়ালা গ্রামের মৃত ইব্রাহিমের ছেলে জনি হোসেন (২৫) এবং একই গ্রামের আব্দুল হোসেনের ছেলে জিহাদ হোসেন (২০)।
মামলার এজাহার ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, গত রোববার বিকেলে আহত আব্দুর রাজ্জাকের স্ত্রীসহ কয়েকজন প্রতিবেশী তাঁদের বাড়ির সামনের রাস্তায় পাশে বসে গল্প করছিলেন। ওই সময় দ্রুতগতিতে একটি ভ্যানে মালপত্র নিয়ে যাচ্ছিলেন মামলার আসামি জনি ও জিহাদ হোসেন। তখন আব্দুর রাজ্জাকের স্ত্রী ফাহিমা বেগম ওই দুই তরুণকে বলেন, ‘মানুষের মাঝে এত জোরে কেন ভ্যান নিয়ে যেতে হবে।’ এ কথা বলতেই ফাহিমাকে মারধর করেন তাঁরা।
পরে বাজার থেকে ফাহিমার স্বামী আব্দুর রাজ্জাক বাড়িতে এলে তাঁকেও মারধর করার পর দুই তরুণ পেটে ছুরি মেরে পালিয়ে যান। পরে স্থানীয়রা আব্দুর রাজ্জাককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনায় আহত রাজ্জাকের স্ত্রীর বড় ভাই হাসান আলী গত রোববার দিবাগত রাতে থানায় তিনজনের নাম উল্লেখ করে মামলা করলে পুলিশ অভিযান চালিয়ে ওই রাতেই মামলার ১ নম্বর আসামি জনি ও ২ নম্বর আসামি জিহাদকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। পরে সোমবার বেলা ১১টায় তাঁদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
জানতে চাইলে আব্দুর রাজ্জাকের বড় ভাই শহিদুল ইসলাম বলেন, ‘আমার ভাইয়ের সঙ্গে ওই দুই আসামির কোনো শত্রুতা নেই। তাঁরা এলাকায় মাদকের কারবার করে। তাঁদের কাছে সব সময় দেশীয় অস্ত্র থাকে। এ কারণে মানুষ মেরে ফেলতেও তাঁরা দ্বিধা করে না। আমার ভাইকে সামান্য বিষয়ের জেরে পেটে চাকু দিয়ে আঘাত করে মেরে ফেলতে চেয়েছিল।’
এ বিষয়ে আক্কেলপুর থানার পরিদর্শক (ওসি, তদন্ত) মমিনুল ইসলাম বলেন, আব্দুর রাজ্জাককে চাকু মারার ঘটনায় থানায় মামলা করা হয়েছে। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে।
জয়পুরহাটের আক্কেলপুরে আব্দুর রাজ্জাক (৫০) নামের এক ব্যক্তিকে ছুরিকাঘাত করেছেন দুই যুবক। এ ঘটনায় থানায় মামলা করা হলে অভিযুক্ত দুই যুবককে গ্রেপ্তার করে পুলিশ। ঘটনাটি ঘটেছে গত রোববার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার তিলকপুর ইউনিয়নের পূর্ব শিয়ালাপাড়া গ্রামে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন পূর্ব শিয়ালা গ্রামের মৃত ইব্রাহিমের ছেলে জনি হোসেন (২৫) এবং একই গ্রামের আব্দুল হোসেনের ছেলে জিহাদ হোসেন (২০)।
মামলার এজাহার ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, গত রোববার বিকেলে আহত আব্দুর রাজ্জাকের স্ত্রীসহ কয়েকজন প্রতিবেশী তাঁদের বাড়ির সামনের রাস্তায় পাশে বসে গল্প করছিলেন। ওই সময় দ্রুতগতিতে একটি ভ্যানে মালপত্র নিয়ে যাচ্ছিলেন মামলার আসামি জনি ও জিহাদ হোসেন। তখন আব্দুর রাজ্জাকের স্ত্রী ফাহিমা বেগম ওই দুই তরুণকে বলেন, ‘মানুষের মাঝে এত জোরে কেন ভ্যান নিয়ে যেতে হবে।’ এ কথা বলতেই ফাহিমাকে মারধর করেন তাঁরা।
পরে বাজার থেকে ফাহিমার স্বামী আব্দুর রাজ্জাক বাড়িতে এলে তাঁকেও মারধর করার পর দুই তরুণ পেটে ছুরি মেরে পালিয়ে যান। পরে স্থানীয়রা আব্দুর রাজ্জাককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনায় আহত রাজ্জাকের স্ত্রীর বড় ভাই হাসান আলী গত রোববার দিবাগত রাতে থানায় তিনজনের নাম উল্লেখ করে মামলা করলে পুলিশ অভিযান চালিয়ে ওই রাতেই মামলার ১ নম্বর আসামি জনি ও ২ নম্বর আসামি জিহাদকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। পরে সোমবার বেলা ১১টায় তাঁদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
জানতে চাইলে আব্দুর রাজ্জাকের বড় ভাই শহিদুল ইসলাম বলেন, ‘আমার ভাইয়ের সঙ্গে ওই দুই আসামির কোনো শত্রুতা নেই। তাঁরা এলাকায় মাদকের কারবার করে। তাঁদের কাছে সব সময় দেশীয় অস্ত্র থাকে। এ কারণে মানুষ মেরে ফেলতেও তাঁরা দ্বিধা করে না। আমার ভাইকে সামান্য বিষয়ের জেরে পেটে চাকু দিয়ে আঘাত করে মেরে ফেলতে চেয়েছিল।’
এ বিষয়ে আক্কেলপুর থানার পরিদর্শক (ওসি, তদন্ত) মমিনুল ইসলাম বলেন, আব্দুর রাজ্জাককে চাকু মারার ঘটনায় থানায় মামলা করা হয়েছে। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে।
সপ্তাহজুড়ে টানা বৃষ্টিপাতে রাঙামাটির কাপ্তাই লেকে পানির উচ্চতা বেড়ে ১০৭ ফুট মিন সি লেভেলের কাছাকাছি পৌঁছেছে। পরিস্থিতি এভাবে অব্যাহত থাকলে যেকোনো সময় খোলা হতে পারে কাপ্তাই পানি বিদ্যুৎকেন্দ্রের জলকপাট। আজ রোববার সকাল ১০টার দিকে কাপ্তাই পানি বিদ্যুৎকেন্দ্রের (কপাবিকে) ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান
৪ মিনিট আগেবগুড়ার শাজাহানপুরে মামলা তুলে না নেওয়া ও চাঁদা না দেওয়ায় হাতুড়িপেটায় আহত আল আমিন (৩৫) নামের এক ব্যবসায়ী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল শনিবার রাত ১১টার দিকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে তিনি মারা যান।
৭ মিনিট আগেনাটোর চিনিকলে দুর্ধর্ষ ডাকাতি ঘটেছে। রাতভর কারখানার নিরাপত্তা প্রহরীদের হাত-পা বেঁধে অস্ত্রের মুখে বিপুল পরিমাণ সরঞ্জাম ও যন্ত্রাংশ লুট করেছে ৪০ থেকে ৫০ জনের একটি ডাকাতদল। গতকাল শনিবার দিবাগত রাত দেড়টা থেকে ভোর পর্যন্ত এ ডাকাতির ঘটনা ঘটে। চিনিকলের নিরাপত্তা প্রহরীদের বরাত দিয়ে নাটোর সদর থানার ভারপ্র
১৫ মিনিট আগেগাজীপুরের শ্রীপুরে স্ত্রীকে পুড়িয়ে মেরেছে এক স্বামী। স্ত্রীকে ঘরের ভেতর রেখে বাইরে তালাবদ্ধ করে পেট্রল ঢেলে আগুন দিয়ে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায় ঘাতক স্বামী। স্থানীয়রা বসতবাড়িতে আগুন দেখতে পেয়ে ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণ করে। ততক্ষণে পুড়ে অঙ্গার গার্মেন্টস কর্মী গৃহবধূর শরীর। গতকাল শনিবার দিবাগ
১ ঘণ্টা আগে