চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জে ছবি এঁকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে শিক্ষার্থীরা। এ ছাড়া জন্মদিন উদ্যাপন উপলক্ষে প্রধানমন্ত্রীর বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে তারা।
আজ রোববার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উদ্যাপন উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নেয় শিক্ষার্থীরা। জেলার শতবর্ষের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান হরিমোহন সরকারি উচ্চবিদ্যালয় ও নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
দুটি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রায় ১৭০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় ‘ক’ বিভাগে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে চিত্রাঙ্কনে অংশ নেয়। ‘খ’ বিভাগে নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন চিত্র তুলে ধরে তা নিয়ে চিত্রাঙ্কন করে।
হরিমোহন সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রুহুল ইসলাম আজকের পত্রিকাকে জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উদ্যাপন উপলক্ষে সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে এই কর্মসূচি পালনের নির্দেশ দেয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। এরই ধারাবাহিকতায় আজ এই চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় অংশগ্রহণ করা শিক্ষার্থীদের দুই বিভাগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া চিত্রকর্ম বাছাই করা হয়।
তিনি আরও জানান, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর প্রধানমন্ত্রীর জন্মদিন উদ্যাপন উপলক্ষে এই প্রতিযোগিতা বিদ্যালয়ের সুবিধাজনক সময়ে আয়োজন করার নির্দেশ দেয়। এ ছাড়া গত ২০ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত দুর্গাপূজার ছুটি থাকায় বিদ্যালয় খোলার পর এমন আয়োজন করা হয়। প্রধানমন্ত্রী জন্মদিন উদ্যাপন উপলক্ষে শুধু চিত্রাঙ্কন প্রতিযোগিতারই নির্দেশনা ছিল।
হরিমোহন সরকারি উচ্চবিদ্যালয় থেকে ‘ক’ বিভাগে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির ৬০ জন এবং ‘খ’ বিভাগে নবম ও দশম শ্রেণির ৪০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।
নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম ফজলুল হক জানান, চমৎকার আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড ও শুভেচ্ছা জানিয়ে চিত্রাঙ্কন করেছে শিক্ষার্থীরা। ‘ক’ বিভাগে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির ৫০ জন এবং ‘খ’ বিভাগে নবম ও দশম শ্রেণির ২০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এদের মধ্যে থেকে দুই বিভাগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেষ্ঠ চিত্রাঙ্কন নির্ধারণ করে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে পাঠানো হয়েছে। সেখান থেকে সারা দেশের শ্রেষ্ঠ চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
প্রতিযোগিতায় অংশগ্রহণকারী হরিমোহন সরকারি উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র তাসনিম আহমেদ আজকের পত্রিকাকে বলে, ‘প্রতিযোগিতায় আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি ছবি এঁকে তাঁকে শুভেচ্ছা জানিয়েছি। আমার খুব ভালো লাগছে।’
নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী নুসরাত তাবাসসুম আজকের পত্রিকাকে বলে, ‘এমন আয়োজনে প্রথম অংশ নিয়ে ভালো লাগছে। আমাদের উন্নয়ন নিয়ে চিত্রাঙ্কনের কথা বলা হয়েছিল। তাই আমি পদ্মা সেতুর একটি ছবি এঁকেছি। কারণ, প্রধানমন্ত্রীর অসামান্য অবদানের কারণেই আমরা আজকে পেয়েছি স্বপ্নের পদ্মা সেতু। স্বাধীনতা-পরবর্তী সময়ে আমি মনে করি, এটিই দেশের সবচেয়ে বড় অর্জন।’
চাঁপাইনবাবগঞ্জে ছবি এঁকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে শিক্ষার্থীরা। এ ছাড়া জন্মদিন উদ্যাপন উপলক্ষে প্রধানমন্ত্রীর বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে তারা।
আজ রোববার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উদ্যাপন উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নেয় শিক্ষার্থীরা। জেলার শতবর্ষের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান হরিমোহন সরকারি উচ্চবিদ্যালয় ও নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
দুটি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রায় ১৭০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় ‘ক’ বিভাগে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে চিত্রাঙ্কনে অংশ নেয়। ‘খ’ বিভাগে নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন চিত্র তুলে ধরে তা নিয়ে চিত্রাঙ্কন করে।
হরিমোহন সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রুহুল ইসলাম আজকের পত্রিকাকে জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উদ্যাপন উপলক্ষে সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে এই কর্মসূচি পালনের নির্দেশ দেয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। এরই ধারাবাহিকতায় আজ এই চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় অংশগ্রহণ করা শিক্ষার্থীদের দুই বিভাগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া চিত্রকর্ম বাছাই করা হয়।
তিনি আরও জানান, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর প্রধানমন্ত্রীর জন্মদিন উদ্যাপন উপলক্ষে এই প্রতিযোগিতা বিদ্যালয়ের সুবিধাজনক সময়ে আয়োজন করার নির্দেশ দেয়। এ ছাড়া গত ২০ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত দুর্গাপূজার ছুটি থাকায় বিদ্যালয় খোলার পর এমন আয়োজন করা হয়। প্রধানমন্ত্রী জন্মদিন উদ্যাপন উপলক্ষে শুধু চিত্রাঙ্কন প্রতিযোগিতারই নির্দেশনা ছিল।
হরিমোহন সরকারি উচ্চবিদ্যালয় থেকে ‘ক’ বিভাগে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির ৬০ জন এবং ‘খ’ বিভাগে নবম ও দশম শ্রেণির ৪০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।
নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম ফজলুল হক জানান, চমৎকার আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড ও শুভেচ্ছা জানিয়ে চিত্রাঙ্কন করেছে শিক্ষার্থীরা। ‘ক’ বিভাগে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির ৫০ জন এবং ‘খ’ বিভাগে নবম ও দশম শ্রেণির ২০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এদের মধ্যে থেকে দুই বিভাগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেষ্ঠ চিত্রাঙ্কন নির্ধারণ করে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে পাঠানো হয়েছে। সেখান থেকে সারা দেশের শ্রেষ্ঠ চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
প্রতিযোগিতায় অংশগ্রহণকারী হরিমোহন সরকারি উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র তাসনিম আহমেদ আজকের পত্রিকাকে বলে, ‘প্রতিযোগিতায় আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি ছবি এঁকে তাঁকে শুভেচ্ছা জানিয়েছি। আমার খুব ভালো লাগছে।’
নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী নুসরাত তাবাসসুম আজকের পত্রিকাকে বলে, ‘এমন আয়োজনে প্রথম অংশ নিয়ে ভালো লাগছে। আমাদের উন্নয়ন নিয়ে চিত্রাঙ্কনের কথা বলা হয়েছিল। তাই আমি পদ্মা সেতুর একটি ছবি এঁকেছি। কারণ, প্রধানমন্ত্রীর অসামান্য অবদানের কারণেই আমরা আজকে পেয়েছি স্বপ্নের পদ্মা সেতু। স্বাধীনতা-পরবর্তী সময়ে আমি মনে করি, এটিই দেশের সবচেয়ে বড় অর্জন।’
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হামলার অভিযোগে সম্প্রতি ২৫৯ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছিল প্রশাসন। সেই তালিকায় মারধরে নিহত নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা শামীম মোল্লার নামও রয়েছে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
১৫ মিনিট আগেঅধ্যক্ষকে পদত্যাগে ‘বাধ্য করানোর চেষ্টা’ ও ‘হেনস্তা’ করার ঘটনার প্রতিবাদে বিক্ষোভে নেমেছেন ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা। আজ বুধবার সকাল থেকে রাজধানীর শ্যামলীতে অবস্থিত এই বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি ছাড়া অন্য সব চিকিৎসাসেবা বন্ধ রয়ে
১৬ মিনিট আগেখুলনায় প্রকাশ্যে এক যুবককে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। আজ বুধবার সন্ধ্যায় নগরীর বয়রা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
১৯ মিনিট আগেমুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার আড়ালিয়া গ্রামে উদ্ধার মর্টার শেল বিস্ফোরণে গ্রামের তিনটি গরু মারা গেছে এবং অর্ধশতাধিক বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন এলাকাবাসী। এ জন্য তাঁরা ক্ষতিপূরণ দাবি করেছেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
৩০ মিনিট আগে