Ajker Patrika

সিরাজগঞ্জে বিএনপি-আ.লীগ সংঘর্ষ, বিএনপির ৫৫ নেতা-কর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ

সিরাজগঞ্জ প্রতিনিধি
আপডেট : ০৩ নভেম্বর ২০২২, ১৭: ৫৫
সিরাজগঞ্জে বিএনপি-আ.লীগ সংঘর্ষ, বিএনপির ৫৫ নেতা-কর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ

সিরাজগঞ্জে আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের ছয়জন নেতা-কর্মী আহত হয়েছেন। এ ঘটনায় আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে বিএনপির ৫৫ নেতা-কর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ দেওয়া হয়েছে।

এতে উপজেলার সয়দাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি রফিক সরকারসহ ৩০ জন নেতা-কর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ২৫ জনকে আসামি করা হয়। 

এর আগে বুধবার (২ নভেম্বর) সন্ধ্যায় সিরাজগঞ্জ সদর উপজেলার সায়দাবাদ ইউনিয়নের কড্ডার মোড় এলাকায় আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। 

এতে সায়দাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি রফিক সরকার, ইউনিয়ন বিএনপির সদস্য এম এ শহীদ, কালিয়া হরিপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মনির হোসেন, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রিগ্যান তালুকদার, ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কোবাদ মন্ডল ও ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন আহত হন। 

এই হামলার ঘটনায় বিএনপি ও আওয়ামী লীগের নেতারা একে অপরকে দায়ী করেছেন। 

কালিয়া হরিপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মনির হোসেন বলেন, ‘সন্ধ্যায় আমরা তিনজন কড্ডার মোড় থেকে শহরের দিকে আসছিলাম। এ সময় সয়দাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নবীদুল ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজিজ মন্ডলের নেতৃত্বে রিগ্যান, আব্দুল্লাহ এবং সাদ্দামসহ শতাধিক সন্ত্রাসী বাহিনী হামলা চালায়। মারধরে শহীদ গুরুতর আহত হলে তাঁকে স্থানীয়রা হাসপাতালে ভর্তি করে। এ সময় আমাকে ও রফিক সরকারকে স্থানীয় একটি মার্কেটে আটকে রেখে বেদম মারধর করা হয়।’ 

অন্যদিকে সায়দাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান নবিদুল ইসলাম বলেন, ‘সন্ধ্যায় ২০-২৫টি মোটরসাইকেলসহ মিছিল নিয়ে কড্ডার মোড় এলাকায় এসে যুবলীগের সাধারণ সম্পাদক রিগ্যানকে ব্যাপক মারধর করে। প্রতিবাদ করতে গেলে ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কোবাদ মন্ডল ও ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সাদ্দামকে মারধর করে তারা। পরে স্থানীয় আওয়ামী লীগের লোকজন এগিয়ে এলে তারা চারটি ককটেল বোমা বিস্ফোরণ করে পালিয়ে যায়।’ 

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (অপারেশন) সুমস কুমার দাস বলেন, ‘কড্ডার মোড় এলাকায় দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আওয়ামী লীগের তিনজন আহত হয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সেখানে কাউকে আটকে রাখা হয়েছে এমন খবর আমরা পেয়েছিলাম। তবে ঘটনাস্থলে তেমন কিছু পাওয়া যায়নি।’ 

অভিযোগের বিষয়টি নিশ্চিত করে ওসি বলেন, ‘সয়দাবাদ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রিগ্যানের ওপর হামলার ঘটনায় একটি অভিযোগ দাখিল করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারী কমিশনের রিপোর্ট বাতিল হলে অন্যগুলোও বাতিলযোগ্য: উমামা ফাতেমা

খালেদা জিয়ার দেশে ফেরার ফ্লাইট থেকে সরানো হলো দুই কেবিন ক্রু

প্রাথমিকে আবার চালু হচ্ছে বৃত্তি পরীক্ষা: গণশিক্ষা উপদেষ্টা

নারী কমিশন তৈরির জন্য জুলাই বিপ্লবে কেউ জীবন দেয়নি: মাহমুদুর রহমান

১৯৪৭ থেকে ২০২৫: ভারত-পাকিস্তান যুদ্ধ ও ফলাফল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত