Ajker Patrika

নওগাঁ থেকে চুরি হওয়া ২৪২ বস্তা চাল পাবনায় জব্দ, গ্রেপ্তার ২ 

পাবনা ও চাটমোহর প্রতিনিধি
নওগাঁ থেকে চুরি হওয়া ২৪২ বস্তা চাল পাবনায় জব্দ, গ্রেপ্তার ২ 

নওগাঁর মহাদেবপুর থেকে চুরি হওয়া ২৪২ বস্তা চাল পাবনার চাটমোহর ও আটঘরিয়া থেকে জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় দুই ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শনিবার সকালে চাটমোহর থানা-পুলিশের সহায়তায় চাল জব্দ ও দুজনকে গ্রেপ্তার করে মহাদেবপুর থানা-পুলিশ। 

গ্রেপ্তারকৃতরা হলেন, চাটমোহর উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাহাদুরপুর পশ্চিমপাড়া গ্রামের জোনাব আলীর ছেলে রফিকুল ইসলাম (৪০) ও আটঘরিয়া উপজেলার কুমারেশ্বর গ্রামের মৃত ছইমুদ্দিনের ছেলে শাহজাহান প্রামানিক (৪৫)। 

অভিযানে নেতৃত্ব দেওয়া মহাদেবপুর থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ দায়ের করা মামলার বরাত দিয়ে বলেন, গত বৃহস্পতিবার মহাদেবপুরের ‘ভাই ভাই রাইস এজেন্সি’ থেকে ২৮০ বস্তা চাল নিয়ে একটি ট্রাক ফেনীর উদ্দেশ্যে রওনা হয়। কিন্তু সে চাল আর গন্তব্যে পৌঁছায়নি। চাল মিল মালিক মহাদেবপুরের আবু নাসিম মশিউর রহমান খোঁজ নিয়ে জানতে পারেন, ট্রাকচালক তাঁর চাল পাবনার আটঘরিয়ায় বিক্রি করে পালিয়েছেন। 

এ ঘটনায় তিনি মহাদেবপুর থানায় মামলা করেন। সেই মামলার তদন্তের সূত্র ধরে মহাদেবপুর থানা-পুলিশ শনিবার সকালে চাটমোহর থানা-পুলিশের সহায়তায় চাটমোহর ও আটঘরিয়ায় অভিযান চালায়। এ সময় আটঘরিয়ায় শাহজাহান আলী ও চাটমোহরের রফিকুলের গোডাউন থেকে ২৪২ বস্তা চাল জব্দ করা হয়। আটক করা হয় দুই চাল ব্যবসায়ীকে। বাকি ৩৮ বস্তা চালের সন্ধান মেলেনি। আটকের পর দুপুরেই তাঁদেরকে মহাদেবপুর থানায় নিয়ে যাওয়া হয়েছে। পলাতক ট্রাকচালককে গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। 

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আনোয়ার হোসেন চাল উদ্ধার ও গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, মহাদেবপুর থানার মামলায় তাঁদের গ্রেপ্তার করা হয়। চাটমোহর থানায় এ বিষয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত