Ajker Patrika

তেল উত্তোলন ও বিপণন বন্ধ, স্থবির সিরাজগঞ্জের বাঘাবাড়ী অয়েল ডিপো

সিরাজগঞ্জ প্রতিনিধি  
স্থবির হয়ে পড়া সিরাজগঞ্জের বাঘাবাড়ি অয়েল ডিপো। ছবি: আজকের পত্রিকা
স্থবির হয়ে পড়া সিরাজগঞ্জের বাঘাবাড়ি অয়েল ডিপো। ছবি: আজকের পত্রিকা

রাজশাহী ও রংপুর বিভাগে পেট্রল পাম্প মালিকদের জ্বালানি তেল উত্তোলন ও বিপণন বন্ধ রাখার ঘোষণায় স্থবির হয়ে পড়েছে সিরাজগঞ্জের বাঘাবাড়ী নৌবন্দরের অয়েল ডিপো। আজ বুধবার সকাল ৮টা থেকে জ্বালানি তেল উত্তোলন ও বিপণন বন্ধ রাখা হয়েছে।

উত্তরবঙ্গ ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. আজিজুল ইসলাম আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তর নওগাঁয় বিনা নোটিশে পেট্রল পাম্প উচ্ছেদ ও রাস্তা বন্ধ করে দেওয়ার প্রতিবাদে রাজশাহী ও রংপুর বিভাগে পেট্রল পাম্প মালিক সমিতি অনির্দিষ্টকালের জন্য জ্বালানি তেল উত্তোলন ও বিপণন না করার সিদ্ধান্ত নেয়।

তেল উত্তোলন ও বিপণন বন্ধ থাকায় বেকার হয়ে পড়া ট্যাংকলরি শ্রমিকেরা। ছবি: আজকের পত্রিকা
তেল উত্তোলন ও বিপণন বন্ধ থাকায় বেকার হয়ে পড়া ট্যাংকলরি শ্রমিকেরা। ছবি: আজকের পত্রিকা

উত্তরবঙ্গ ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সভাপতি আজিজুল ইসলাম আরও বলেন, আজ বুধবার সকাল থেকে এই কর্মসূচির ফলে বাঘাবাড়ী অয়েল ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন হচ্ছে না। ফলে বেকার হয়ে পড়েছেন ট্যাংকলরির শ্রমিকেরা।

উল্লেখ্য, বাঘাবাড়ী নৌবন্দরে স্থাপিত পদ্মা, যমুনা ও মেঘনার অয়েল ডিপো থেকে উত্তরাঞ্চলের ১৬ জেলায় জ্বালানি তেল সরবরাহ হয়ে থাকে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত