Ajker Patrika

নিরাপদ কর্মপরিবেশের চান রাজশাহী শিক্ষা বোর্ডের কর্মকর্তা-কর্মচারীরা

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
নিরাপদ কর্মপরিবেশের চান রাজশাহী শিক্ষা বোর্ডের কর্মকর্তা-কর্মচারীরা

নিরাপদ কর্মপরিবেশের দাবিতে বিভিন্ন শিক্ষা বোর্ডের কর্মকর্তা-কর্মচারীদের মতো রাজশাহী মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডেও মানববন্ধন হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে রাজশাহী শিক্ষা বোর্ড চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধন কর্মসূচি থেকে দেশের সব শিক্ষা বোর্ডের কর্মকর্তা-কর্মচারীদের নিরাপদ কর্মপরিবেশ দাবি করা হয়।

মানববন্ধন শেষে প্রধান উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. অলীউল আলমের কাছে হস্তান্তর করেন কর্মকর্তা-কর্মচারীরা। এতে বলা হয়েছে, ‘এবারের এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের পর থেকে দেশের বিভিন্ন স্থানে শিক্ষার্থীরা তাদের কাঙ্ক্ষিত ফলাফল না পেয়ে বিক্ষিপ্তভাবে বোর্ড ঘেরাও করছেন। গালমন্দ করা, শারীরিক লাঞ্ছিত করা ও আসবাবপত্র ভাঙচুর করা হয়েছে। গত ২০ অক্টোবর কিছু সংখ্যক শিক্ষার্থী রাজশাহী শিক্ষা বোর্ডে এসেও বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করে।’

স্মারকলিপিতে বলা হয়, কতিপয় ছাত্র-ছাত্রী ও ভাড়া করা ব্যক্তিরা শিক্ষা বোর্ডে প্রবেশ করে আইনবহির্ভূত ব্যক্তিগত দাবি বাস্তবায়নের লক্ষ্যে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করে গেটে ও কর্মকর্তা-কর্মচারীদের রুমে তালা ঝুলিয়ে অবরুদ্ধ করে রাখে।

রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মো. অলীউল আলমের নেতৃত্বে তাদের বুঝিয়ে বোর্ডের বাইরে পাঠানো হয়। এ ধরনের বিধি বহির্ভূতভাবে বোর্ডে এসে বিশৃঙ্খলা তৈরিসহ সুশৃঙ্খল কর্মপরিবেশ নষ্ট করার ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য স্মারকলিপিতে অনুরোধ জানানো হয়।

স্মারকলিপি দেওয়ার সময় রাজশাহী শিক্ষা বোর্ডের সচিব হুমায়ূন কবীর, কলেজ পরিদর্শক এনামুল হক, উপ-কলেজ পরিদর্শক লিটন সরকার, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মো. মঞ্জুর রহমান খান, সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক গোলাম ছারোয়ার, রাজশাহী শিক্ষা বোর্ড কর্মচারী ইউনিয়নের সভাপতি ও আন্তশিক্ষা বোর্ড কর্মচারী ফেডারেশনের মহাসচিব হুমায়ূন কবীর লালু প্রমুখ উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত