পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি
বৈরী আবহাওয়ায় রাজশাহীর পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডায়রিয়া ও জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েছে। রোগীর স্বজনেরা জানিয়েছেন, গরম বেড়ে যাওয়ায় গত কয়েক দিন ধরে ঘরে ঘরে বয়স্ক ও শিশুরা ডায়রিয়া ও জ্বর-সর্দিতে আক্রান্ত হচ্ছে। তাই রোগী নিয়ে ছুটে আসছে স্বাস্থ্য কমপ্লেক্সে। চিকিৎসকেরা বলছেন, বৈরী আবহাওয়ার প্রভাব পড়ছে বিভিন্ন বয়সের লোকজনের ওপর। তবে আতঙ্কিত হওয়ার কিছুই নেই। যথাযথ নিয়মে চিকিৎসাসেবা নিলে দ্রুত সুস্থ হয়ে যাবে অসুস্থরা।
আজ শনিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ঘুরে দেখা গেছে, সাধারণ ওয়ার্ডের পাশাপাশি শিশু ওয়ার্ডে রোগীর ভিড়। এদের মধ্যে বেশির ভাগ রোগী জ্বর-সর্দি ও ডায়রিয়ায় আক্রান্ত। এ ছাড়া শ্বাসকষ্টে আক্রান্ত রোগীও আছে বেশ।
স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক রফিকুল ইসলাম বলেন, গত সপ্তাহ থেকে স্বাস্থ্য কমপ্লেক্সে ডায়রিয়া, বমি, জ্বর-সর্দিতে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েছে। এদের মধ্যে শিশু রোগীর সংখ্যা সবচেয়ে বেশি। গত ২৪ ঘণ্টায় ৪৫ জন ডায়রিয়া রোগী সেবা নিয়েছেন। জ্বর ও সর্দি–কাশিতে আক্রান্ত রোগীও অনেক বেশি আসছে। এ ছাড়া বহির্বিভাগেও প্রায় একই অবস্থা। গুরুতর অসুস্থদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে। একটু কম অসুস্থদের এখানে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। সাধারণ রোগীদের প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠিয়ে দেওয়া হচ্ছে। বর্তমানে স্বাস্থ্য কমপ্লেক্সে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ভর্তি আছে ১৯ জন। এদের মধ্যে শিশু ১৭ জন।
নজরুল ইসলাম নামের এক ভর্তি রোগী বলেন, ‘হঠাৎ করে গতকাল পাতলা পায়খানা শুরু হয়। বাড়িতে থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে কোনো লাভ হয়নি বরং কিছু সময়ের মধ্যে শরীর নিস্তেজ হতে শুরু হয়। এরপর রাতেই হাসপাতালে ভর্তি হয়েছি।’
স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালট্যান্ট (শিশু) শুভ্র প্রকাশ পাল বলেন, ‘বৈরী আবহাওয়ার কারণে শিশু ও বয়স্করা শ্বাসকষ্ট, জ্বর-সর্দিসহ নানা রোগে আক্রান্ত হচ্ছে। গত কয়েক দিন ধরে রোগীর সংখ্যা অনেক বেড়ে গেছে। আমরা রোগীদের যথাযথ চিকিৎসাসেবা দিচ্ছি। আতঙ্কের কিছু নেই। সঠিক নিয়মে চিকিৎসা গ্রহণ করলে অল্প সময়ের মধ্যে রোগীরা সুস্থ হয়ে যাবে।’
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাজরুই রহমান প্রত্যয় বলেন, আবহাওয়ার কারণে সম্প্রতি স্বাস্থ্য কমপ্লেক্সে ডায়রিয়া, জ্বর-সর্দিতে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েছে। তবে এখানে আসা রোগীদের পরীক্ষা-নিরীক্ষা করে সেবা দেওয়া হচ্ছে।
বৈরী আবহাওয়ায় রাজশাহীর পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডায়রিয়া ও জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েছে। রোগীর স্বজনেরা জানিয়েছেন, গরম বেড়ে যাওয়ায় গত কয়েক দিন ধরে ঘরে ঘরে বয়স্ক ও শিশুরা ডায়রিয়া ও জ্বর-সর্দিতে আক্রান্ত হচ্ছে। তাই রোগী নিয়ে ছুটে আসছে স্বাস্থ্য কমপ্লেক্সে। চিকিৎসকেরা বলছেন, বৈরী আবহাওয়ার প্রভাব পড়ছে বিভিন্ন বয়সের লোকজনের ওপর। তবে আতঙ্কিত হওয়ার কিছুই নেই। যথাযথ নিয়মে চিকিৎসাসেবা নিলে দ্রুত সুস্থ হয়ে যাবে অসুস্থরা।
আজ শনিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ঘুরে দেখা গেছে, সাধারণ ওয়ার্ডের পাশাপাশি শিশু ওয়ার্ডে রোগীর ভিড়। এদের মধ্যে বেশির ভাগ রোগী জ্বর-সর্দি ও ডায়রিয়ায় আক্রান্ত। এ ছাড়া শ্বাসকষ্টে আক্রান্ত রোগীও আছে বেশ।
স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক রফিকুল ইসলাম বলেন, গত সপ্তাহ থেকে স্বাস্থ্য কমপ্লেক্সে ডায়রিয়া, বমি, জ্বর-সর্দিতে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েছে। এদের মধ্যে শিশু রোগীর সংখ্যা সবচেয়ে বেশি। গত ২৪ ঘণ্টায় ৪৫ জন ডায়রিয়া রোগী সেবা নিয়েছেন। জ্বর ও সর্দি–কাশিতে আক্রান্ত রোগীও অনেক বেশি আসছে। এ ছাড়া বহির্বিভাগেও প্রায় একই অবস্থা। গুরুতর অসুস্থদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে। একটু কম অসুস্থদের এখানে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। সাধারণ রোগীদের প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠিয়ে দেওয়া হচ্ছে। বর্তমানে স্বাস্থ্য কমপ্লেক্সে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ভর্তি আছে ১৯ জন। এদের মধ্যে শিশু ১৭ জন।
নজরুল ইসলাম নামের এক ভর্তি রোগী বলেন, ‘হঠাৎ করে গতকাল পাতলা পায়খানা শুরু হয়। বাড়িতে থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে কোনো লাভ হয়নি বরং কিছু সময়ের মধ্যে শরীর নিস্তেজ হতে শুরু হয়। এরপর রাতেই হাসপাতালে ভর্তি হয়েছি।’
স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালট্যান্ট (শিশু) শুভ্র প্রকাশ পাল বলেন, ‘বৈরী আবহাওয়ার কারণে শিশু ও বয়স্করা শ্বাসকষ্ট, জ্বর-সর্দিসহ নানা রোগে আক্রান্ত হচ্ছে। গত কয়েক দিন ধরে রোগীর সংখ্যা অনেক বেড়ে গেছে। আমরা রোগীদের যথাযথ চিকিৎসাসেবা দিচ্ছি। আতঙ্কের কিছু নেই। সঠিক নিয়মে চিকিৎসা গ্রহণ করলে অল্প সময়ের মধ্যে রোগীরা সুস্থ হয়ে যাবে।’
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাজরুই রহমান প্রত্যয় বলেন, আবহাওয়ার কারণে সম্প্রতি স্বাস্থ্য কমপ্লেক্সে ডায়রিয়া, জ্বর-সর্দিতে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েছে। তবে এখানে আসা রোগীদের পরীক্ষা-নিরীক্ষা করে সেবা দেওয়া হচ্ছে।
রাজধানীর একটি আবাসিক এলাকা থেকে গত সোমবার (২৮ এপ্রিল) নিখোঁজ হন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী তাহিয়া। নিখোঁজ হওয়ার একদিন পর আজ বুধবার (৩০ এপ্রিল) বিকেল ৪টার দিকে তাঁকে কুড়িল বিশ্বরোড এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। বিকেল তাঁকে উদ্ধারের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন ভাটারা থানার...
৩ ঘণ্টা আগেমালিকদের সব রকম অপকৌশল ও চাতুরতা সম্পর্কে শ্রমিকেরা সজাগ, সতর্ক ও সচেতন। মহান মে দিবসের বিপ্লবী চেতনাকে ধারণ করে দাবি ও অধিকার বাস্তবায়নের আন্দোলন বেগবান করতে হবে।
৩ ঘণ্টা আগেমাদারীপুরের শিবচরে নিজের ১৫ বছর বয়সী প্রতিবন্ধী ছেলেকে আড়িয়াল খাঁ নদে ফেলে দিয়েছেন এক মা। আজ বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার পর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের আড়িয়াল খাঁ নদের হাজি শরীয়তুল্লাহ সেতুতে এ ঘটনা ঘটে। প্রতিবন্ধী ছেলের বোঝা বইতে না পেরে ছেলেকে নদে ফেলে দিয়েছেন বলে জানিয়েছেন ওই নারী।
৩ ঘণ্টা আগেনোয়াখালীর সদর উপজেলায় মাদ্রাসা থেকে জোবায়ের ইবনে জিদান (১২) নামের এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে। শিশুটির পরিবারের অভিযোগ, মাদ্রাসার শিক্ষকেরা নির্যাতনে জিদানকে হত্যা করে লাশ শৌচাগারে ঝুলিয়ে রেখেছেন। আজ বুধবার সন্ধ্যায় নোয়াখালী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মহব্বতপুর কাঞ্চন মেম্বারের পোল
৪ ঘণ্টা আগে