Ajker Patrika

নিখোঁজের ৩ দিন পর আম বাগানে মিলল স্কুলছাত্রের মরদেহ

বাঘা (রাজশাহী) প্রতিনিধি 
আপডেট : ০২ নভেম্বর ২০২২, ১৪: ২২
নিখোঁজের ৩ দিন পর আম বাগানে মিলল স্কুলছাত্রের মরদেহ

রাজশাহীর বাঘায় নিখোঁজের তিন দিন পর সাব্বির হোসেন (১৬) নামে এক স্কুলছাত্রে মরদেহ আম বাগান থেকে উদ্ধার করা হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলা মনিগ্রাম ইউনিয়নের মনিগ্রাম-তুলশিপুর সড়কের অদূরে বজলুর রহমান মাস্টারের আম বাগানের ক্যানেল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। 

সাব্বির হোসেন উপজেলা বাউসা ইউনিয়নের আড়পাড়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র এবং ওই গ্রামের বাসিন্দা হায়দার আলীর ছেলে। 

পরিবার বলছে, সাব্বির হোসেন গত রোববার স্কুল ছুটির পর বিকেল সাড়ে ৩টার দিকে বাবার ব্যাটারিচালিত ভ্যান নিয়ে ভাড়ার উদ্দেশে বাড়ি থেকে বের হয়। রাতে বাড়ি ফিরে না আসায় বিভিন্ন স্থানে খোঁজ করেও তার সন্ধান পাওয়া যায়নি। একপর্যায়ে রাত সাড়ে ১১টায় সাব্বির হোসেনের চাচা শরিফুল ইসলাম বাদী হয়ে বাঘা থানায় একটি সাধারণ ডায়েরি করেন। 

তবে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির একপর্যায়ে গত সোমবার দুপুরে উপজেলার মনিগ্রাম ইউনিয়নের আটঘরিয়া এলাকার চারঘাট ঈশ্বরদী সড়কের পাশে একটি আমবাগান থেকে পরিত্যক্ত অবস্থায় ব্যাটারিবিহীন ভ্যানটি পাওয়া যায়। এরও দুদিন পর বুধবার মনিগ্রাম গ্রামীণ ব্যাংকের পাশে সড়ক দিয়ে তুলশিপুর দাখিলী মাদ্রাসার ৫০০ মিটার দূরে বজলুর রহমান মাস্টারের আম বাগানের ক্যানেল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। 

 আম বাগানের ক্যানেল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছেএ বিষয়ে নিহত সাব্বির হোসেনের চাচা শরিফুল ইসলাম বলেন, ‘আমার ভাই ভ্যান চালিয়ে সংসার চালায়। ভ্যান চালিয়ে দুপুরে বাড়ি ফিরলে কোনো কোনো দিন স্কুল ছুটির পর ভাতিজা সাব্বির আশপাশে ভাড়ায় ভ্যানটা চালায়। রোববার স্কুল থেকে আসার পর ভাড়ার উদ্দেশে বাড়ি থেকে ভ্যানগাড়ি নিয়ে বের হয়ে আর ফিরে আসেনি। খোঁজা-খুঁজির পর আটঘরি গ্রামের এক আম বাগানে ব্যাটারিবিহীন ভ্যানটি পাওয়া যায়। কিন্তু তখনো সাব্বিরের সন্ধান পাওয়া যায়নি। অবশেষে আজ (বুধবার) সকালে খবর পেয়ে তুলশিপুরে ওই ঘটনাস্থলে গিয়ে সাব্বিরের লাশ শনাক্ত করেছি।’ 

বাঘা থানার পরিদর্শক (ওসি) সাজ্জাদ হোসেন বলেন, ‘ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

খালেদা জিয়ার দেশে ফেরার ফ্লাইট থেকে সরানো হলো দুই কেবিন ক্রু

নারী কমিশনের রিপোর্ট বাতিল হলে অন্যগুলোও বাতিলযোগ্য: উমামা ফাতেমা

সেদ্ধ ডিমের খোসা ছাড়ানোর সহজ উপায় জানালেন বিজ্ঞানীরা

প্রাথমিকে আবার চালু হচ্ছে বৃত্তি পরীক্ষা: গণশিক্ষা উপদেষ্টা

নারী কমিশন তৈরির জন্য জুলাই বিপ্লবে কেউ জীবন দেয়নি: মাহমুদুর রহমান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত