Ajker Patrika

চেয়ারম্যানের বিরুদ্ধে একসঙ্গে ২ প্রতিষ্ঠানের বেতন-ভাতা নেওয়ার অভিযোগ

সিরাজগঞ্জ প্রতিনিধি
চেয়ারম্যানের বিরুদ্ধে একসঙ্গে ২ প্রতিষ্ঠানের বেতন-ভাতা নেওয়ার অভিযোগ

সিরাজগঞ্জের চৌহালী উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক হোসেনের বিরুদ্ধে একই সঙ্গে দুই প্রতিষ্ঠান থেকে বেতন-ভাতা নেওয়ার অভিযোগ উঠেছে। এ বিষয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে ফারুক হোসেনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। ইতিমধ্যে তিনি নোটিশের জবাবও দিয়েছেন। 

ফারুক হোসেন চৌহালী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও চৌহালী আদর্শ উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক (শারীরিক শিক্ষা) হিসেবে কর্মরত আছেন। 

আজ রোববার বেলা সাড়ে ১২টার দিকে ফারুক হোসেন কারণ দর্শানোর নোটিশের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘গত ১ জানুয়ারি আমাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। ৭ দিনের মধ্যে নোটিশের জবাব দেওয়ার কথা উল্লেখ করা হয়। সময় মতো নোটিশের জবাব দেওয়া হয়েছে।’ 

এই চেয়ারম্যান আরও বলেন, ‘অনেকেই দুটি প্রতিষ্ঠানে কাজ করছেন। এ বিষয় নিয়ে হাইকোর্টে রিট দাখিল হয়েছে। রিটের কাগজপত্র নোটিশের সঙ্গে সংযুক্ত করে দেওয়া হয়েছে।’ 

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (মাধ্যমিক-২) এস এম জিয়াউল হায়দার হেনরী স্বাক্ষরিত কারণ দর্শানোর নোটিশে বলা হয়েছে, ফারুক হোসেন চেয়ারম্যানের দায়িত্বসহ একই সঙ্গে চৌহালী আদর্শ উচ্চবিদ্যালয়ে কর্মরত। তিনি একাধিক চাকরিতে বা আর্থিক লাভজনক পদে সন্মানী বেতন-ভাতা নিচ্ছেন। যার সত্যতা পাওয়া গেছে। একই সঙ্গে দুটি পদে দায়িত্ব পালন করা জনবলকাঠামো ও এমপিও নীতিমালা-২০২১ এর ১১ দশমিক ১৭ ধারার পরিপন্থী।

এ অবস্থায় ধারা অনুযায়ী কেন আপনার এমপিও বাতিলসহ বিধি মোতাবেক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না তার জবাব ৭ কার্য দিবসের মধ্যে অধিদপ্তরে পাঠানোর জন্য নির্দেশ ক্রমে অনুরোধ করা হলো।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হাদিকে হত্যাচেষ্টায় জড়িত মোটরসাইকেল শনাক্ত, মালিক সন্দেহে একজন আটক

হাদির মস্তিষ্কের অবস্থা ‘খুবই খারাপ’, এখনো আশঙ্কাজনক: চিকিৎসক

হাদিকে হত্যাচেষ্টা: সন্দেহভাজন ফয়সালের ব্যাংক হিসাব জব্দ

সুদানে নিহত ও আহত শান্তিরক্ষীদের পরিচয় জানাল আইএসপিআর

আজকের রাশিফল: প্রাক্তন ফোন করবে ও পুরোনো পাওনা টাকার কথা স্মরণ হবে, তবে পরিণতি একই

এলাকার খবর
Loading...