রাবি সংবাদদাতা
ঢাকায় প্রকৌশল শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে রাজশাহীতে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদের শিক্ষার্থীরা।
আজ বুধবার (২৭ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে শিক্ষার্থীরা বিক্ষোভ করেন।
পরে রাবির প্রধান ফটকে আধা ঘণ্টা অবস্থান শেষে শিক্ষার্থীরা নগরের তালাইমারি মোড়ে গিয়ে রুয়েটের আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন। এতে মহাসড়কে তীব্র যানজট সৃষ্টি হয়।
এ সময় শিক্ষার্থীরা স্লোগান দেন—‘দশম দশম পরে করো, ইঞ্জিনিয়ার বানান করো’, ‘কোটা না মেধা, মেধা মেধা’, ‘আমার সোনার বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’, ‘আমাদের ওপর হামলা কেন, প্রশাসন জবাব চাই’, ‘পুলিশ দিয়ে হামলা, চলবে না চলবে না’, ‘প্রকৌশলের অধিকার, আমাদের অঙ্গীকার’।
শিক্ষার্থীরা জানান, পূর্বঘোষিত ‘লংমার্চ টু ঢাকা’ কর্মসূচির অংশ হিসেবে তাঁরা তিন দফা দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে যাত্রা করেছিলেন। সে সময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হলে লাঠিপেটা, টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহার করে তাঁদের ছত্রভঙ্গ করা হয়। শিক্ষার্থীরা এ ঘটনার তদন্ত ও বিচারের দাবি জানান এবং প্রকৌশলীদের যৌক্তিক দাবি দ্রুত মেনে নেওয়ার আহ্বান জানান।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী রামীম আহমেদ বলেন, ‘আমরা যৌক্তিক দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করছি। কিন্তু সরকার কোনো পদক্ষেপ নিচ্ছে না। আজ ঢাকায় আমাদের ভাইদের ওপর সরকারের লাঠিয়াল বাহিনী হামলা চালিয়েছে। যা আমরা বিগত ফ্যাসিস্ট সরকারের সময়ও দেখেছি।’
এর আগে গত রোববার (২৪ আগস্ট) রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট), রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ও পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) শিক্ষার্থীরা তিন দফা দাবিতে দুই ঘণ্টা ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।
ঢাকায় প্রকৌশল শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে রাজশাহীতে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদের শিক্ষার্থীরা।
আজ বুধবার (২৭ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে শিক্ষার্থীরা বিক্ষোভ করেন।
পরে রাবির প্রধান ফটকে আধা ঘণ্টা অবস্থান শেষে শিক্ষার্থীরা নগরের তালাইমারি মোড়ে গিয়ে রুয়েটের আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন। এতে মহাসড়কে তীব্র যানজট সৃষ্টি হয়।
এ সময় শিক্ষার্থীরা স্লোগান দেন—‘দশম দশম পরে করো, ইঞ্জিনিয়ার বানান করো’, ‘কোটা না মেধা, মেধা মেধা’, ‘আমার সোনার বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’, ‘আমাদের ওপর হামলা কেন, প্রশাসন জবাব চাই’, ‘পুলিশ দিয়ে হামলা, চলবে না চলবে না’, ‘প্রকৌশলের অধিকার, আমাদের অঙ্গীকার’।
শিক্ষার্থীরা জানান, পূর্বঘোষিত ‘লংমার্চ টু ঢাকা’ কর্মসূচির অংশ হিসেবে তাঁরা তিন দফা দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে যাত্রা করেছিলেন। সে সময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হলে লাঠিপেটা, টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহার করে তাঁদের ছত্রভঙ্গ করা হয়। শিক্ষার্থীরা এ ঘটনার তদন্ত ও বিচারের দাবি জানান এবং প্রকৌশলীদের যৌক্তিক দাবি দ্রুত মেনে নেওয়ার আহ্বান জানান।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী রামীম আহমেদ বলেন, ‘আমরা যৌক্তিক দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করছি। কিন্তু সরকার কোনো পদক্ষেপ নিচ্ছে না। আজ ঢাকায় আমাদের ভাইদের ওপর সরকারের লাঠিয়াল বাহিনী হামলা চালিয়েছে। যা আমরা বিগত ফ্যাসিস্ট সরকারের সময়ও দেখেছি।’
এর আগে গত রোববার (২৪ আগস্ট) রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট), রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ও পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) শিক্ষার্থীরা তিন দফা দাবিতে দুই ঘণ্টা ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।
গতকাল মঙ্গলবার (২৬ আগস্ট) রাতভর নরসিংদী শহরজুড়ে চলেছে এমনই ব্লক রেইড। পুলিশের কঠোর অবস্থান টের পেয়ে বেশির ভাগ মাদক স্পট থেকে মাদকসেবী ও মাদক কারবারিরা পালিয়ে গেলেও ৪০ পিস ইয়াবাসহ এক নারীকে গ্রেপ্তার করে পুলিশ।
১২ মিনিট আগেবরিশালের মেহেন্দীগঞ্জে আগ্নেয়াস্ত্র, গুলি, বিদেশি মুদ্রাসহ নাঈম (২৮) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছেন কোস্ট গার্ডের সদস্যরা। আজ বুধবার সকাল ৭টার দিকে উপজেলার দড়িচর খাজুরিয়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
১৯ মিনিট আগেরাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে প্রকৌশল শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের হামলার ঘটনাকে অপ্রীতিকর বলে উল্লেখ করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। তিনি বলেন, হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে যে অপ্রীতিকর ঘটনা ঘটানো হয়েছে, সেই জন্য আমি এই ঢাকা মেট্রোপলিটন পুলিশের
২৬ মিনিট আগেশ্রেণিকক্ষে চলছিল পাঠদান। এর মধ্যে ছাত্রছাত্রীদের নাকে আসে তীব্র দুর্গন্ধ। এটি ছিল অবিকল কীটনাশকের গন্ধের মতো। আর এতে অসুস্থ হয়ে পড়ে ২০ শিক্ষার্থী। অবস্থা বেগতিক বিবেচনায় তাৎক্ষণিকভাবে বিদ্যালয় ছুটি ঘোষণা দিয়ে স্থানীয়ভাবে ১২ শিক্ষার্থীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এ ছাড়া অসুস্থ আট শিক্ষার্থীকে
৩৭ মিনিট আগে