Ajker Patrika

মেহেন্দীগঞ্জে অস্ত্র, গুলিসহ যুবক গ্রেপ্তার

মুলাদী (বরিশাল) প্রতিনিধি 
নাঈম। ছবি: সংগৃহীত
নাঈম। ছবি: সংগৃহীত

বরিশালের মেহেন্দীগঞ্জে আগ্নেয়াস্ত্র, গুলি, বিদেশি মুদ্রাসহ নাঈম (২৮) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছেন কোস্ট গার্ডের সদস্যরা। আজ বুধবার সকাল ৭টার দিকে উপজেলার দড়িচর খাজুরিয়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

আজ রাত ৯টার দিকে তাঁকে মেহেন্দীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়। নাঈম মেহেন্দীগঞ্জের দড়িচর খাজুরিয়া গ্রামের চুন্নু দেওয়ানের ছেলে। তাঁর বিরুদ্ধে একাধিক ডাকাতি মামলা রয়েছে বলে জানায় থানা-পুলিশ।

মেহেন্দীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফখরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার মো. সিয়াম উল হক জানান, দড়িচর খাজুরিয়া এলাকায় নাঈম ও তাঁর সহযোগীরা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে হিজলা ও কালীগঞ্জ কোস্ট গার্ড ওই এলাকায় যৌথ অভিযান চালিয়ে নাঈমকে আটক করে। এ সময় তাঁর কাছে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র, এক রাউন্ড তাজা গুলি, একটি চায়নিজ কুঠার ও বেশ কিছু বিদেশি মুদ্রা পাওয়া যায়। নাঈমকে মেহেন্দীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

মেহেন্দীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফখরুল ইসলাম বলেন, অস্ত্রসহ নাঈমকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে হত্যা, ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাইপলাইনে জ্বালানি পরিবহন: ৩৪ হাজার লিটার ঘাটতি যমুনার প্রথম পার্সেলে

১টা বাজলেই আর স্কুলে থাকে না শিক্ষার্থীরা, ফটকে তালা দিয়েও ঠেকানো গেল না

আসামে ‘দেখামাত্র গুলির নির্দেশ’ বহাল থাকবে দুর্গাপূজা পর্যন্ত

চিকিৎসক হওয়ার আগেই শীর্ষ সবার শীর্ষে

ভিকারুননিসায় হিজাব বিতর্ক: বরখাস্ত শিক্ষককে পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত