পাবনা প্রতিনিধি
পাবনা মানসিক হাসপাতালে শাহনাজ বেগম (৩৩) নামের এক রোগী আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। আজ সোমবার ভোররাতে এ ঘটনা ঘটে। মৃত শাহনাজ বেগম জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পিংনা পশ্চিমপাড়া গ্রামের লাল চান মিয়ার স্ত্রী।
হাসপাতাল থেকে পাওয়া তথ্যে জানা যায়, গতকাল রোববার শাহনাজ বেগমকে পাবনা মানসিক হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তির পর তাঁকে ১৬ নম্বর ওয়ার্ডের জেনারেল বেডে রাখা হয়। ভর্তির পর সোমবার ভোরে তিনি তাঁর পরনের শাড়ি গলায় পেঁচিয়ে ওয়ার্ডের ভেন্টিলেটরের শিকের সঙ্গে বেঁধে আত্মহত্যা করেন।
ওই দিন রাতে ওই ওয়ার্ডে কর্মরত নার্স তানিয়া খাতুন বলেন, ১৬ নম্বর ওয়ার্ডে ১৩টি বেড রয়েছে। শাহনাজ ৫ নম্বর বেডে ছিলেন। রাতে সব বেডে মশারি টানানো থাকায়, অন্যান্য রোগীর ঘুমের ফাঁকে নিজের শাড়ি গলায় পেঁচিয়ে আত্মহত্যা করেন শাহনাজ।
ডিউটি রুম থেকে তাঁর বেড মশারির আড়ালে থাকার কারণে তাঁকে দেখা যায়নি। পরে রাউন্ডে বের হয়ে দেখা যায়, তিনি জানালা ধরে দাঁড়িয়ে আছেন। কাছে গিয়ে তাঁকে বিছানায় নামাতে গেলে তাঁর গলায় কাপড় প্যাঁচানো দেখে হাসপাতালের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়।
হাসপাতালের পরিচালক আবুল বাশার মো. আছাদুজ্জামান বলেন, ‘নার্সদের কাছ থেকে জানতে পেরে পাবনা সদর থানা-পুলিশকে জানানো হয়। এ ছাড়া মৃতের স্বামীকেও খবর দেওয়া হয়। তাঁরা এসে মরদেহ নিয়ে যাবেন বলে হাসপাতালকে জানিয়েছে।’
এ ব্যাপারে পাবনা সদর থানার ওসি মো. আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। এরপর প্রকৃত ঘটনা নিশ্চিতের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে পাবনা সদর থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।’
পাবনা মানসিক হাসপাতালে শাহনাজ বেগম (৩৩) নামের এক রোগী আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। আজ সোমবার ভোররাতে এ ঘটনা ঘটে। মৃত শাহনাজ বেগম জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পিংনা পশ্চিমপাড়া গ্রামের লাল চান মিয়ার স্ত্রী।
হাসপাতাল থেকে পাওয়া তথ্যে জানা যায়, গতকাল রোববার শাহনাজ বেগমকে পাবনা মানসিক হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তির পর তাঁকে ১৬ নম্বর ওয়ার্ডের জেনারেল বেডে রাখা হয়। ভর্তির পর সোমবার ভোরে তিনি তাঁর পরনের শাড়ি গলায় পেঁচিয়ে ওয়ার্ডের ভেন্টিলেটরের শিকের সঙ্গে বেঁধে আত্মহত্যা করেন।
ওই দিন রাতে ওই ওয়ার্ডে কর্মরত নার্স তানিয়া খাতুন বলেন, ১৬ নম্বর ওয়ার্ডে ১৩টি বেড রয়েছে। শাহনাজ ৫ নম্বর বেডে ছিলেন। রাতে সব বেডে মশারি টানানো থাকায়, অন্যান্য রোগীর ঘুমের ফাঁকে নিজের শাড়ি গলায় পেঁচিয়ে আত্মহত্যা করেন শাহনাজ।
ডিউটি রুম থেকে তাঁর বেড মশারির আড়ালে থাকার কারণে তাঁকে দেখা যায়নি। পরে রাউন্ডে বের হয়ে দেখা যায়, তিনি জানালা ধরে দাঁড়িয়ে আছেন। কাছে গিয়ে তাঁকে বিছানায় নামাতে গেলে তাঁর গলায় কাপড় প্যাঁচানো দেখে হাসপাতালের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়।
হাসপাতালের পরিচালক আবুল বাশার মো. আছাদুজ্জামান বলেন, ‘নার্সদের কাছ থেকে জানতে পেরে পাবনা সদর থানা-পুলিশকে জানানো হয়। এ ছাড়া মৃতের স্বামীকেও খবর দেওয়া হয়। তাঁরা এসে মরদেহ নিয়ে যাবেন বলে হাসপাতালকে জানিয়েছে।’
এ ব্যাপারে পাবনা সদর থানার ওসি মো. আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। এরপর প্রকৃত ঘটনা নিশ্চিতের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে পাবনা সদর থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।’
নীলফামারীর ডিমলা উপজেলার বাবুরহাট বাজারে নির্মাণকাজ শেষ হওয়ার এক মাস যেতে না যেতেই উঠে যাচ্ছে সড়কের আরসিসি ঢালাই। এ ছাড়া সড়কটির সম্প্রসারণ জয়েন্টগুলোতে আঁকাবাঁকা ফাটল দেখা দিয়েছে। বিষয়টি বুঝতে পেরে সংশ্লিষ্টরা তাড়াহুড়া করে বিটুমিন দিয়ে ফাটল বন্ধের চেষ্টা চালিয়েছেন বলে জানা গেছে।
৫ ঘণ্টা আগেতিন পার্বত্য জেলার মধ্যে আগে থেকেই চিকিৎসাসেবায় পিছিয়ে খাগড়াছড়ি। তার ওপর বছরের পর বছর চিকিৎসক, নার্স, কর্মচারী ও প্রয়োজনীয় যন্ত্রপাতির সংকট থাকায় খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না রোগীরা।
৬ ঘণ্টা আগেনেত্রকোনার দুর্গাপুরে এক কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ফয়সাল আহমেদ ওরফে দুর্জয় (২৪) নামে এক ছাত্রদল নেতাকে আটক করেছে পুলিশ। আটক ফয়সাল আহমেদ ওরফে দুর্জয় দুর্গাপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক। মঙ্গলবার (২৯ এপ্রিল) রাতে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান...
৬ ঘণ্টা আগেরাজধানীর খিলগাঁওয়ে একটি নির্মাণাধীন ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টায় এ অগ্নিকাণ্ড ঘটে। তবে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যাওয়ার আগেই আগুন নিভে গেছে। এতে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
৭ ঘণ্টা আগে