Ajker Patrika

লালপুরে উল্টে গেছে পাট বোঝাই ট্রাক 

প্রতিনিধি, লালপুর (নাটোর)
লালপুরে উল্টে গেছে পাট বোঝাই ট্রাক 

নাটোরের লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সামনের সেতুতে পাট বোঝাই ট্রাক উল্টে গেছে। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে ট্রাকটি উদ্ধার করা হয়। তবে এ সময় কোন হতাহতের ঘটনা ঘটেনি। 

প্রত্যক্ষদর্শীরা বলেন, গতকাল সোমবার রাত সোয়া ৯টার দিকে লালপুর-বাঘা সড়কের লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গেট সংলগ্ন সেতুর পাশে পাট ভর্তি একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-২০-৯৫০৫) উল্টে যায়। এতে হতাহতের কোন ঘটনা না ঘটলেও উল্টে যাওয়া ট্রাকটির কারণে সড়কে যানজটের সৃষ্টি হয়। পরে আজ সকাল ১০টার দিকে ট্রাকটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা বলেন, রিজভী কনস্ট্রাকশনের উদাসীনতার কারণে ট্রাকটি উল্টে গেছে। সড়কে সতর্কতামূলক কোন সাইন বোর্ড নাই। চালক বুঝতে না পেরে ভরাটকৃত নতুন মাটির রাস্তায় চলতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। 

ট্রাকের চালক নাটোরের আহমেদপুর গ্রামের আব্দুর রাজ্জাক বলেন, রাজশাহীর বাঘার দীঘা থেকে পাট নিয়ে খুলনা পাটকলে যাচ্ছিলাম। সেতুর কাছে এসে মাটিতে চাকা দেবে আস্তে আস্তে কাত হয়ে উল্টে যায়। 

রিজভী কনস্ট্রাকশনের সুপারভাইজার শফিক আহম্মেদ ও ম্যানেজার ওয়াহেদুজ্জামান বলেন, ওই জায়গায় আমরা সতর্কতামূলক ব্যারিকেড দিয়ে রেখেছিলাম। কিন্তু সিএনজি ও অটো চালকেরা সেগুলো সরিয়ে যান চলাচল শুরু করে। যার কারণে এ ঘটনা ঘটতে পারে। 

লালপুর থানার ওসি মো. ফজলুর রহমান বলেন, নির্মাণাধীন কাজের জন্য সেতুতে বিকল্প রাস্তা তৈরির জন্য মাটি ফেলা হয়। সেখানে সতর্কতামূলক কোন সাইন বোর্ড বা লাল পতাকা ঝোলানো না থাকায় দুর্ঘটনা ঘটে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অপারেশন সিন্দুর ঘিরে আলোচিত কে এই কর্নেল সোফিয়া কুরেশি

পাকিস্তান সেনাবাহিনীকে ‘প্রতিশোধমূলক পদক্ষেপের’ নির্দেশ

কাশ্মীরে বিধ্বস্ত বিমানের অংশবিশেষ ফরাসি কোম্পানির তৈরি, হতে পারে রাফাল

সীমান্তে সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণের ইঙ্গিত দিয়েছে ভারত: পাকিস্তানের তথ্যমন্ত্রী

পাকিস্তানে হামলায় ‘লোইটারিং মিউনিশনস’ ব্যবহারের দাবি ভারতের, এটি কীভাবে কাজ করে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত