বগুড়া প্রতিনিধি
বগুড়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে সেলিনা ((৪৬) নামের এক নারীর মৃত্যু হয়েছে। বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি বগুড়ার কাহালু উপজেলার বাসিন্দা।
একই সময়ে ৩৪৩টি নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ১৩৬ জনের। নমুনা পরীক্ষার ফলাফলে জেলায় করোনা শনাক্তের হার ৩৯ দশমিক ৬৫ শতাংশ।
রোববার বেলা সোয়া ১১টার দিকে জেলা সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যান ডেস্ক থেকে এ তথ্য জানানো হয়েছে।
জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত জেলায় করোনায় নতুন একজনের মৃত্যু হওয়ায় মোট মৃত্যু সংখ্যা দাঁড়াল ৮০০। এর মধ্যে শুধু বগুড়া জেলার বাসিন্দা রয়েছেন ৬৯২ জন। বাকিরা অন্য জেলার বাসিন্দা। তাঁরা করোনায় আক্রান্ত হয়ে বগুড়ার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তবে মৃত্যুর এই তালিকায় করোনার উপসর্গ নিয়ে মৃতরা নেই।
জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, গত ২৪ ঘণ্টায় জেলায় করোনা থেকে নতুন করে সুস্থ হয়েছেন ৫০ জন। বর্তমানে জেলায় করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৯০ জন। তাঁদের মধ্যে বগুড়া শজিমেক হাসপাতালে ৩০, মোহাম্মদ আলী হাসপাতালে ৪১, টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে ১৪ জন ও বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঁচ চিকিৎসাধীন।
জেলা স্বাস্থ্য বিভাগের গতকালের (শনিবার) দেওয়া তথ্যমতে, বগুড়ায় গত ২৪ ঘণ্টায় ২৩৪টি নমুনা পরীক্ষায় করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হন ১০০ জন। নমুনা পরীক্ষার ফলাফলে জেলায় করোনা শনাক্তের হার ছিল ৪২ দশমিক ৭৩ শতাংশ। একই সময়ের ব্যবধানে করোনায় ও উপসর্গে কোনো মৃত্যু হয়নি।
বগুড়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে সেলিনা ((৪৬) নামের এক নারীর মৃত্যু হয়েছে। বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি বগুড়ার কাহালু উপজেলার বাসিন্দা।
একই সময়ে ৩৪৩টি নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ১৩৬ জনের। নমুনা পরীক্ষার ফলাফলে জেলায় করোনা শনাক্তের হার ৩৯ দশমিক ৬৫ শতাংশ।
রোববার বেলা সোয়া ১১টার দিকে জেলা সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যান ডেস্ক থেকে এ তথ্য জানানো হয়েছে।
জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত জেলায় করোনায় নতুন একজনের মৃত্যু হওয়ায় মোট মৃত্যু সংখ্যা দাঁড়াল ৮০০। এর মধ্যে শুধু বগুড়া জেলার বাসিন্দা রয়েছেন ৬৯২ জন। বাকিরা অন্য জেলার বাসিন্দা। তাঁরা করোনায় আক্রান্ত হয়ে বগুড়ার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তবে মৃত্যুর এই তালিকায় করোনার উপসর্গ নিয়ে মৃতরা নেই।
জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, গত ২৪ ঘণ্টায় জেলায় করোনা থেকে নতুন করে সুস্থ হয়েছেন ৫০ জন। বর্তমানে জেলায় করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৯০ জন। তাঁদের মধ্যে বগুড়া শজিমেক হাসপাতালে ৩০, মোহাম্মদ আলী হাসপাতালে ৪১, টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে ১৪ জন ও বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঁচ চিকিৎসাধীন।
জেলা স্বাস্থ্য বিভাগের গতকালের (শনিবার) দেওয়া তথ্যমতে, বগুড়ায় গত ২৪ ঘণ্টায় ২৩৪টি নমুনা পরীক্ষায় করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হন ১০০ জন। নমুনা পরীক্ষার ফলাফলে জেলায় করোনা শনাক্তের হার ছিল ৪২ দশমিক ৭৩ শতাংশ। একই সময়ের ব্যবধানে করোনায় ও উপসর্গে কোনো মৃত্যু হয়নি।
ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান ড. মইনুল খানের দুর্নীতির অভিযোগ তদন্তের নির্দেশনা চেয়ে রিট করা হয়েছে। আজ বৃহস্পতিবার আইনজীবী সাগরিকা ইসলাম জানান, গতকাল বুধবার এস এম মোরশেদের পক্ষে এই রিট করা হয়। আগামী সপ্তাহে রিটটি শুনানির জন্য উপস্থাপন করা হবে।
৩ মিনিট আগেলালমনিরহাটের দুই উপজেলার ওপর দিয়ে আকস্মিক শক্তিশালী ঝড় ও শিলাবৃষ্টি হয়েছে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। সড়কের বড় বড় গাছ উপড়ে পড়ে অন্তত পাঁচজন আহত হয়েছেন।
৬ মিনিট আগেদিনাজপুরের বীরগঞ্জে চাঁদাবাজির মামলায় রাসেল ইসলাম (৪০) নামের এক যুবদল নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার (১৪ মে) বিকেলে তাঁকে আটক করে ডিবি পুলিশ। জানা গেছে, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রাসেল ইসলামের নেতৃত্বে ১০-১২ জন উপজেলার একটি দুগ্ধ খামারে গিয়ে ২ লাখ টাকা চাঁদা দাবি করেন।
১১ মিনিট আগেনারায়ণগঞ্জের ফতুল্লায় চুরি হওয়া চার মাসের এক শিশুকে উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় জড়িত থাকার দায়ে এক নিঃসন্তান দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
১৩ মিনিট আগে