Ajker Patrika

‘১২ বছর ধরে নিঃসন্তান দম্পতি চুরি করে শিশুটিকে’

নারায়ণগঞ্জ প্রতিনিধি
গ্রেপ্তার দম্পতি মাহমুদা বেগম ও আসাদুল। সংগৃহীত
গ্রেপ্তার দম্পতি মাহমুদা বেগম ও আসাদুল। সংগৃহীত

নারায়ণগঞ্জের ফতুল্লায় চুরি হওয়া চার মাসের এক শিশুকে উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় জড়িত থাকার দায়ে এক নিঃসন্তান দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মাহমুদা বেগম (২৮) ও তাঁর স্বামী আসাদুল (৩৫)। গতকাল বুধবার (১৪ মে) রাতে সদর উপজেলার পূর্ব মাসদাইর এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, ভুক্তভোগী তাহসিনা আক্তার মাসদাইর ফারিয়া গার্মেন্টসে কাজ করেন। তাঁর স্বামী মনোয়ারুল অটোরিকশাচালক। এই দম্পতির দুই মেয়ে।

কর্মক্ষেত্রে চলে যাওয়ার আগে তাঁরা তাঁদের বড় মেয়ে মরিয়মের (১০) কাছে ছোট মেয়ে চার মাসের শিশু মাসকুরা বিন তিশাকে দেখভালের জন্য রেখে যেতেন। মরিয়ম নিয়মিত বিরতিতে ছোট বোনকে দুধ পান করানোর জন্য কয়েক ঘণ্টা পরপর মায়ের কর্মস্থলে যেত।

৭ মে মরিয়ম তার ছোট বোনকে নিয়ে মায়ের কর্মস্থলে যাওয়ার পথে মাহমুদা বেগম কৌশলে মরিয়মকে চকলেট কিনে দেওয়ার প্রলোভন দেখায়। একপর্যায়ে শিশুটিকে কোলে নিয়ে মরিয়মকে দোকানে পাঠান তিনি। সুযোগ বুঝে মাহমুদা শিশুটিকে নিয়ে পালিয়ে যান। এর পরেই ঘটনাটি পুলিশকে জানান ভুক্তভোগী বাবা-মা।

এ ব্যাপারে মামলা দায়েরের পর র‍্যাব তথ্যপ্রযুক্তির সহযোগিতায় গতকাল রাত ১০টায় মাসদাইর এলাকা থেকে মাহমুদাকে গ্রেপ্তার করে। উদ্ধার করা হয় চার মাসের শিশু তিশাকে। বিষয়টি নিশ্চিত করেছেন জেলার অতিরিক্ত অতিরিক্ত পুলিশ সুপার মো. হাসিনুজ্জামান। তিনি বলেন, শিশু চুরির ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার মাহমুদা শিশু চুরির বিষয়টি স্বীকার করেছেন। জেরায় তিনি জানিয়েছেন, দীর্ঘ ১২ বছরের সংসারজীবনে তাঁর কোনো সন্তান নেই। যে কারণে সামাজিক ও পারিবারিকভাবে চাপে ছিলেন। এই কারণে শিশুটিকে চুরি করেছেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতে পোশাকের অর্ডার স্থগিত করছে মার্কিন ক্রেতারা, বাংলাদেশ-ভিয়েতনামে কারখানা স্থানান্তরের পরামর্শ

মোবাইল-টাকা ছিনতাইয়ের পর দুই তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩

১১ বছর বয়সেই যৌন সম্পর্ক, ১৩-তে ছয় নারীর শয্যাসঙ্গী হন এই ব্রিটিশ রাজপুত্র

যুক্তরাষ্ট্র থেকে সাড়ে ৩ বিলিয়ন ডলারের অস্ত্রক্রয় চুক্তি স্থগিত করেছে ভারত

পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ওপর ‘দমন-পীড়নে’ ২০২ শিক্ষকের উদ্বেগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত