শেরপুর (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার শেরপুরে চাঁদা নেওয়া বন্ধের দাবিতে বিক্ষোভ করেছেন রিকশাচালকেরা। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টা থেকে এক ঘণ্টাব্যাপী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন তাঁরা। পরে চাঁদা তাঁরা বন্ধের আশ্বাসে ফিরে যান।
চালকদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত ৫ আগস্টের পর থেকে সব ধরনের চাঁদা তোলা বন্ধ ছিল। কিন্তু গত ১ জানুয়ারি থেকে পৌরসভার টোলের নামে আবারও চাঁদা তোলা শুরু হয়েছে। ছোট রিকশা থেকে ১০ টাকা ও বড় রিকশা থেকে ২৫ টাকা করে তোলা হচ্ছে। তাঁরা সব ধরনের চাঁদা বন্ধের দাবি জানিয়েছেন। এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক তানভীর তুষারসহ রিকশাচালকদের কয়েকজন প্রতিনিধি ইউএনওর সঙ্গে কথা বলেন। তিনি আগামী বুধবার আলোচনা করার কথা জানান। ওই পর্যন্ত পৌরসভার টোল আদায় বন্ধ রাখার প্রতিশ্রুতি দিলে চালকেরা চলে যান।
বিক্ষুব্ধ রিকশাচালক আনিছুর রহমান বলেন, ‘বিগত সরকারের মতো আবারও পৌরসভার টোলের নামে চাঁদা নেওয়া হচ্ছে। টাকা না দিলে চাবি কেড়ে নেওয়া হয়।’
রইচ উদ্দিন প্রামাণিক বলেন, ‘আমাদের সঙ্গে আগের মতোই জুলুম শুরু হয়েছে। টাকা না দিলে ছবি তুলে কোনো এক নেতাকে পাঠায়। পরে দেখে নেওয়ার হুমকি দেওয়া হয়। এসব বন্ধ না হলে আমরা আন্দোলন অব্যাহত রাখব।’
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা তানভীর তুষার বলেন, ‘আইন অনুযায়ী স্ট্যান্ড ছাড়া সড়কে টোল আদায় করা যাবে না। কিন্তু কোনো স্ট্যান্ড না থাকা সত্ত্বেও পৌরসভা ইজারা দিয়েছে। এখন ইজারাদার অবৈধভাবে রাস্তায় রাস্তায় চাঁদা উত্তোলন করছে। আমরা এসব বন্ধের দাবি করছি।’
এ বিষয়ে শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশিক খান বলেন, ‘আগামী বুধবার বেলা ১১টায় ইজারাদার, রিকশাচালক ও পুলিশ প্রশাসনের সঙ্গে আলোচনা করা হবে। সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত পৌর টোল আদায় বন্ধ থাকবে।’
বগুড়ার শেরপুরে চাঁদা নেওয়া বন্ধের দাবিতে বিক্ষোভ করেছেন রিকশাচালকেরা। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টা থেকে এক ঘণ্টাব্যাপী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন তাঁরা। পরে চাঁদা তাঁরা বন্ধের আশ্বাসে ফিরে যান।
চালকদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত ৫ আগস্টের পর থেকে সব ধরনের চাঁদা তোলা বন্ধ ছিল। কিন্তু গত ১ জানুয়ারি থেকে পৌরসভার টোলের নামে আবারও চাঁদা তোলা শুরু হয়েছে। ছোট রিকশা থেকে ১০ টাকা ও বড় রিকশা থেকে ২৫ টাকা করে তোলা হচ্ছে। তাঁরা সব ধরনের চাঁদা বন্ধের দাবি জানিয়েছেন। এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক তানভীর তুষারসহ রিকশাচালকদের কয়েকজন প্রতিনিধি ইউএনওর সঙ্গে কথা বলেন। তিনি আগামী বুধবার আলোচনা করার কথা জানান। ওই পর্যন্ত পৌরসভার টোল আদায় বন্ধ রাখার প্রতিশ্রুতি দিলে চালকেরা চলে যান।
বিক্ষুব্ধ রিকশাচালক আনিছুর রহমান বলেন, ‘বিগত সরকারের মতো আবারও পৌরসভার টোলের নামে চাঁদা নেওয়া হচ্ছে। টাকা না দিলে চাবি কেড়ে নেওয়া হয়।’
রইচ উদ্দিন প্রামাণিক বলেন, ‘আমাদের সঙ্গে আগের মতোই জুলুম শুরু হয়েছে। টাকা না দিলে ছবি তুলে কোনো এক নেতাকে পাঠায়। পরে দেখে নেওয়ার হুমকি দেওয়া হয়। এসব বন্ধ না হলে আমরা আন্দোলন অব্যাহত রাখব।’
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা তানভীর তুষার বলেন, ‘আইন অনুযায়ী স্ট্যান্ড ছাড়া সড়কে টোল আদায় করা যাবে না। কিন্তু কোনো স্ট্যান্ড না থাকা সত্ত্বেও পৌরসভা ইজারা দিয়েছে। এখন ইজারাদার অবৈধভাবে রাস্তায় রাস্তায় চাঁদা উত্তোলন করছে। আমরা এসব বন্ধের দাবি করছি।’
এ বিষয়ে শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশিক খান বলেন, ‘আগামী বুধবার বেলা ১১টায় ইজারাদার, রিকশাচালক ও পুলিশ প্রশাসনের সঙ্গে আলোচনা করা হবে। সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত পৌর টোল আদায় বন্ধ থাকবে।’
নীলফামারীর ডিমলা উপজেলার বাবুরহাট বাজারে নির্মাণকাজ শেষ হওয়ার এক মাস যেতে না যেতেই উঠে যাচ্ছে সড়কের আরসিসি ঢালাই। এ ছাড়া সড়কটির সম্প্রসারণ জয়েন্টগুলোতে আঁকাবাঁকা ফাটল দেখা দিয়েছে। বিষয়টি বুঝতে পেরে সংশ্লিষ্টরা তাড়াহুড়া করে বিটুমিন দিয়ে ফাটল বন্ধের চেষ্টা চালিয়েছেন বলে জানা গেছে।
২ ঘণ্টা আগেতিন পার্বত্য জেলার মধ্যে আগে থেকেই চিকিৎসাসেবায় পিছিয়ে খাগড়াছড়ি। তার ওপর বছরের পর বছর চিকিৎসক, নার্স, কর্মচারী ও প্রয়োজনীয় যন্ত্রপাতির সংকট থাকায় খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না রোগীরা।
২ ঘণ্টা আগেনেত্রকোনার দুর্গাপুরে এক কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ফয়সাল আহমেদ ওরফে দুর্জয় (২৪) নামে এক ছাত্রদল নেতাকে আটক করেছে পুলিশ। আটক ফয়সাল আহমেদ ওরফে দুর্জয় দুর্গাপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক। মঙ্গলবার (২৯ এপ্রিল) রাতে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান...
২ ঘণ্টা আগেরাজধানীর খিলগাঁওয়ে একটি নির্মাণাধীন ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টায় এ অগ্নিকাণ্ড ঘটে। তবে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যাওয়ার আগেই আগুন নিভে গেছে। এতে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
৩ ঘণ্টা আগে