Ajker Patrika

১৫৫ বস্তা সরকারি চাল জব্দ, আওয়ামী লীগ নেতাসহ গ্রেপ্তার ২ 

বগুড়া প্রতিনিধি
১৫৫ বস্তা সরকারি চাল জব্দ, আওয়ামী লীগ নেতাসহ গ্রেপ্তার ২ 

বগুড়ায় সরকারের খাদ্য বান্ধব কর্মসূচির ১৫৫ বস্তা চালসহ এক আওয়ামী লীগ নেতা ও তাঁর সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার ভোরে সদর উপজেলার কমলপুর গ্রামের মীর সেমি-অটোরাইস মিলে এই ঘটনা ঘটে। 

আওয়ামী লীগ নেতাসহ দুজনকে গ্রেপ্তার ও চাল জব্দের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শাহিনুজ্জামান। 

গ্রেপ্তাররা হচ্ছেন জেলার সদর উপজেলার শেখেরকোলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোখলেছার রহমান দিপু (৫৫) ও তাঁর সহযোগী দোবাড়িয়া গ্রামের ফেরদৌস আলম (৩৮)। 

জব্দ করা চালের প্রতিটি বস্তার গায়ে লেখা ‘শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদ্দেশ’ খাদ্য অধিদপ্তর ও ওজন ৩০ কেজি। এসব চালের আনুমানিক মূল্য ১ লাখ ৩৯ হাজার ৫০০ টাকা। পুলিশের কাছ থেকে এসব তথ্য জানা গেছে। 

পুলিশ পরিদর্শক শাহিনুজ্জামান বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালানোর সময় কমলপুর গ্রামের মীর সেমি-অটোরাইস মিল থেকে একজন পালিয়ে যান। অপর দুজনকে সেখান থেকে গ্রেপ্তার করা হয়। তাঁরা কালোবাজারির মাধ্যমে সরকারি বিক্রি নিষিদ্ধ চাল অবৈধভাবে মজুত করেছিলেন।’ 

পলাতক ব্যক্তিসহ গ্রেপ্তার দুজনের নামে বগুড়া সদর থানায় বিশেষ ক্ষমতা আইনে পুলিশ মামলা করেছে বলে জানান পুলিশ পরিদর্শক শাহিনুজ্জামান। তিনি বলেন, ‘ওই মামলায় গ্রেপ্তার দুজনকে আজ বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’ 

শেখেরকোলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মির্জা হাকিম মণ্ডল বলেন, ‘শুনেছি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোখলেছার রহমানকে পুলিশ গ্রেপ্তার করেছে। তিনি দীর্ঘদিন ধরে চালের ব্যবসা করেন। সরকারি চাল কীভাবে তাঁর গোডাউনে পাওয়া গেল সে বিষয়ে বলতে পারব না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আন্দালিব রহমান পার্থর স্ত্রীকে বিদেশ যেতে বাধা

‘মেয়েরা যেন আমার মরা মুখ না দেখে’, চিরকুট লিখে ঠিকাদারের ‘আত্মহত্যা’

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ভারতের উদ্বেগ

সৌদি আরবের সঙ্গে ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চুক্তি করে নিজের রেকর্ড ভাঙল যুক্তরাষ্ট্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত