বগুড়া প্রতিনিধি
বগুড়ায় কেন্দ্রীয় ঈদের জামাত সূত্রাপুরের কেন্দ্রীয় মাঠে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে সাতমাথার বায়তুন নূর কেন্দ্রীয় মসজিদে। আজ মঙ্গলবার ভোর ৫টা থেকেই জেলায় হানা দেয় বৃষ্টি। ফলে শহর এবং শহরতলিতে ঈদগাহ মাঠের পরিবর্তে মসজিদে মসজিদে ঈদের নামাজ আদায় করা হয়। ভোর ৫টা থেকে সকাল সাড়ে ১০টা পর্যন্ত একটানা চলে ভারী বৃষ্টি। এরপর বৃষ্টি থামলেও আকাশ রয়েছে মেঘাচ্ছন্ন।
তবে আর বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছে জেলা আবহাওয়া অধিদপ্তর।
গতকাল বিভিন্ন এলাকায় ঘোষণা দেওয়া হয় স্থানীয় ঈদগাহ মাঠে ঈদের জামাত হওয়ার কথা।
জেলার প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হওয়ার কথা বলা হয় সূত্রাপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে। ঈদ উপলক্ষে গতকাল সকালে ঈদগাহ মাঠ পরিদর্শন করে নিরাপত্তা জোরদারকরণের কথা জানান পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী।
তবে বৃষ্টির বাগড়ায় পণ্ড হয়ে যায় সেসব আয়োজন। ঈদগাহ মাঠের পরিবর্তে অনুষ্ঠিত হয়েছে বায়তুর নূর কেন্দ্রীয় মসজিদে। ঈদের দিন সকাল থেকেই মাইকে ঘোষণা দিয়ে মসজিদে জামাত করার জন্য মুসল্লিদের জানানো হয়।
একইভাবে জেলার বিভিন্ন এলাকায় ঈদের নামাজ অনুষ্ঠিত হয় মসজিদে।
বগুড়া আবহাওয়া অফিসের ওয়্যারলেস অপারেটর রবিউল ইসলাম জানান, আজ মঙ্গলবার ভোর ৫টা থেকে বগুড়ায় বৃষ্টিপাত শুরু হয়। বেলা ১১টা পর্যন্ত ২০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
আজ সারা দিন আকাশ মেঘাচ্ছন্ন থাকলেও আর বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই বলে জানান তিনি।
বগুড়ায় কেন্দ্রীয় ঈদের জামাত সূত্রাপুরের কেন্দ্রীয় মাঠে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে সাতমাথার বায়তুন নূর কেন্দ্রীয় মসজিদে। আজ মঙ্গলবার ভোর ৫টা থেকেই জেলায় হানা দেয় বৃষ্টি। ফলে শহর এবং শহরতলিতে ঈদগাহ মাঠের পরিবর্তে মসজিদে মসজিদে ঈদের নামাজ আদায় করা হয়। ভোর ৫টা থেকে সকাল সাড়ে ১০টা পর্যন্ত একটানা চলে ভারী বৃষ্টি। এরপর বৃষ্টি থামলেও আকাশ রয়েছে মেঘাচ্ছন্ন।
তবে আর বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছে জেলা আবহাওয়া অধিদপ্তর।
গতকাল বিভিন্ন এলাকায় ঘোষণা দেওয়া হয় স্থানীয় ঈদগাহ মাঠে ঈদের জামাত হওয়ার কথা।
জেলার প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হওয়ার কথা বলা হয় সূত্রাপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে। ঈদ উপলক্ষে গতকাল সকালে ঈদগাহ মাঠ পরিদর্শন করে নিরাপত্তা জোরদারকরণের কথা জানান পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী।
তবে বৃষ্টির বাগড়ায় পণ্ড হয়ে যায় সেসব আয়োজন। ঈদগাহ মাঠের পরিবর্তে অনুষ্ঠিত হয়েছে বায়তুর নূর কেন্দ্রীয় মসজিদে। ঈদের দিন সকাল থেকেই মাইকে ঘোষণা দিয়ে মসজিদে জামাত করার জন্য মুসল্লিদের জানানো হয়।
একইভাবে জেলার বিভিন্ন এলাকায় ঈদের নামাজ অনুষ্ঠিত হয় মসজিদে।
বগুড়া আবহাওয়া অফিসের ওয়্যারলেস অপারেটর রবিউল ইসলাম জানান, আজ মঙ্গলবার ভোর ৫টা থেকে বগুড়ায় বৃষ্টিপাত শুরু হয়। বেলা ১১টা পর্যন্ত ২০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
আজ সারা দিন আকাশ মেঘাচ্ছন্ন থাকলেও আর বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই বলে জানান তিনি।
চট্টগ্রাম নগরীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের খবর পেয়ে অভিযানে গেলে পুলিশের এক কর্মকর্তাকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। গতকাল সোমবার (১১ আগস্ট) দিবাগত রাত ১টার দিকে বন্দর থানার ঈশান মিস্ত্রির ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। আহত ওই পুলিশ কর্মকর্তা হলেন বন্দর থানার উপপরিদর্শক (এসআই) আবু সাঈদ ওরফে রানা।
১ মিনিট আগেউপমহাদেশের শাস্ত্রীয় সংগীতের অন্যতম পুরোধা পণ্ডিত অমরেশ রায় চৌধুরী আর নেই। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় রাজশাহী মহানগরীর রানীবাজার এলাকার নিজ বাসভবন ‘মোহিনী গার্ডেন’-এ তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৯৭ বছর। অমরেশ রায় চৌধুরী বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারের শাস্ত্রীয় সংগীতশিল্পী ছিলেন
২ মিনিট আগেযশোরের অভয়নগরে বিলের মধ্যে সড়কের পাশে অটো ভ্যানের এক চালকের লাশ পাওয়া গেছে। পুলিশের ধারণা, ভ্যান ছিনতাইয়ের উদ্দেশ্যে নির্জন জায়গায় নিয়ে তাঁকে শ্বাসরোধে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত চালকের নাম লিমন শেখ (২৫)। তিনি নওয়াপাড়া পৌর শহরের বুইকরা এলাকার কাসেম শেখের ছেলে।
৬ মিনিট আগেগত শনিবার (৯ আগস্ট) বিকেলে দিনেশ বেসরার খালাতো ভাইয়ের মেয়ের বিবাহের অনুষ্ঠানে মা-বাবার সঙ্গে পূর্ব জয়দেবপুর গ্রামে যায় শিশু লিলিসা। ওই দিন বিকেল ৫টার দিকে অনুষ্ঠানে থাকা অবস্থায় প্রতিবেশী ইলিজাস মার্ডি (প্রধান আসামি) শিশুটিকে দোকান থেকে কিছু কিনে দেওয়ার কথা বলে মায়ের কোল থেকে নিয়ে যান।
৯ মিনিট আগে