Ajker Patrika

শিবগঞ্জে বাসের ধাক্কায় ভটভটি আরোহী ২ ব্যবসায়ী নিহত

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি
শিবগঞ্জে বাসের ধাক্কায় ভটভটি আরোহী ২ ব্যবসায়ী নিহত

বগুড়ার শিবগঞ্জে বাসের ধাক্কায় ভটভটি আরোহী দুই ব্যবসায়ী নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার চণ্ডীহারা অমরাপুরি এলাকার বগুড়া-রংপুর মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন উপজেলার মোকামতলা ইউনিয়নের চকপাড়া গ্রামের মৃত মোজাহার আলীর ছেলে আবুল কাশেম (৬৫) এবং একই এলাকার মৃত ময়েজ উদ্দিন প্রামাণিকের ছেলে জাহিদুল ইসলাম (৫৬)।

এলাকাবাসী জানায়, ভটভটিতে করে বগুড়ার একটি গরুর হাটে যাচ্ছিলেন আবুল কাশেম ও জাহিদুল ইসলাম। পথে চণ্ডীহারার অমরাপুরি এলাকায় গেলে রংপুরের দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাস ভটভটিকে ধাক্কা দেয়। তাতে ছিটকে পড়ে আবুল কাশেম ও জাহিদুল ইসলাম ঘটনাস্থলেই মারা যান।

এ বিষয়ে জানতে চাইলে কুন্দারহাট হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্বাস আলী আজকের পত্রিকাকে বলেন, ‘ভটভটিকে কোনো গাড়ি ধাক্কা দিয়েছে কিনা জানা যায়নি। সিসি ক্যামেরার ফুটেজ দেখে বিস্তারিত জানাতে পারব। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত