Ajker Patrika

সিরাজগঞ্জে বাসচাপায় এসএসসি পরীক্ষার্থী নিহত

সিরাজগঞ্জ প্রতিনিধি
আপডেট : ২৫ মে ২০২২, ১৪: ২১
সিরাজগঞ্জে বাসচাপায় এসএসসি পরীক্ষার্থী নিহত

সিরাজগঞ্জে যাত্রীবাহী বাসের চাপায় জিসান (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। আজ বুধবার বেলা ১১টার দিকে সিরাজগঞ্জ-কাজীপুর আঞ্চলিক সড়কের খোকশাবাড়ী হর্টিকালচার সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ সময় নিহত জিসানের বন্ধু সিফাত রানাও (১৬) আহত হয়।

নিহত জিসান পৌর সমাধানগড়া মধ্যপাড়া মহল্লার জুয়েল রানার ছেলে ও ছোনগাছা যমুনা কারিগরি স্কুলের এসএসসি পরীক্ষার্থী।

যমুনা কারিগরি স্কুলের শিক্ষক ফরিদুল ইসলাম বলেন, প্রতিদিনই সকালে জিসান ও সিফাত আমার এখানে কোচিং করতে আসে। আজ ফেরার পথে একটি যাত্রীবাহী বাস চাপা দিলে ঘটনাস্থলেই মারা যায় জিসান। এ সময় সিফাতকে আহত অবস্থায় হাসপাতালে পাঠিয়েছেন স্থানীয়রা। 

এ বিষয়ে সদর থানার উপপরিদর্শক (এসআই) রেজাউল করিম বলেন, দুজন কোচিং শেষে মোটরসাইকেলে করে ফেরার পথে ওই স্থানে বিপরীতমুখী একটি বাস তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই জিসানের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই নিহতের মরদেহ পরিবারের লোকজন নিয়ে যায়। 

উপপরিদর্শক আরও বলেন, এ ঘটনায় ঘাতক বাসটিকে শনাক্তের চেষ্টা চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত