Ajker Patrika

বগুড়ায় বস্তিতে আগুন, পুড়েছে ১৪ পরিবারের ঘর

বগুড়া প্রতিনিধি
বগুড়ায় বস্তিতে আগুন, পুড়েছে ১৪ পরিবারের ঘর

বগুড়া শহরের একটি বস্তিতে আগুনে পুড়ে গেছে ১৪টি টিনের ঘর। আজ সোমবার দুপুরে শহরের চেলোপাড়ার চাষীবাজার রেললাইনসংলগ্ন বস্তিতে অগ্নিকাণ্ডের এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, মুক্তিযোদ্ধা মুসলিম উদ্দিনের ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়লে ঘরে থাকা মানুষজন প্রাণ নিয়ে বের হতে পারলেও সবকিছু পুড়ে যায়। ফায়ার সার্ভিস আসার আগেই তাদের আসবাবপত্র, হাঁড়িপাতিল, নগদ টাকা পুড়ে যায়। পরিবারগুলো খোলা আকাশের নিচে অবস্থান করছে।

বগুড়া ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক খন্দকার আব্দুল জলিল বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে জানতে চাইলে শহরের নারুলী পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) তারিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, পুলিশ ও স্থানীয় লোকজন আগুন নেভাতে সহযোগিতা করলেও বস্তি ঘরে থাকা মালামাল রক্ষা করা যায়নি। তবে কেউ হতাহত হননি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত