চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জে পারিবারিক কলহের জেরে ছেলে মো. শাহিনের দেওয়া ধাক্কায় বাবা আবদুল বারি (৫৭) মারা গেছেন। ঘটনার পরপরই শাহিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার রাত সোয়া ১০টার দিকে এ ঘটনা ঘটে।
মৃত আবদুল বারি সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের গোয়ালডুবি গ্রামের মৃত মোজাম্মেল হকের ছেলে।
মৃতের স্বজন রেজাউল হক জানান, আবদুল বারির বড় ছেলে ফারুক হোসেন দীর্ঘদিন ধরে কাতারে থাকেন। সম্প্রতি তিনি ছুটিতে বাড়ি আসেন এবং সপ্তাহখানেক আগে আবার ফিরেও যান। তখন থেকে টাকা-পয়সা নিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে শাহিনের দ্বন্দ্ব শুরু হয়। এরই জেরে গতকাল রাত সোয়া ১০টার দিকে শাহিন তাঁর ভাবি আলহামরাকে গালিগালাজ করেন এবং মারতে উদ্যত হন। এ সময় বাবা আবদুল বারি পুত্রবধূকে রক্ষা করতে গেলে শাহিন তাঁকে ধাক্কা দিয়ে ফেলে দেন। এ সময় আবদুল বারি মুখে আঘাত পান এবং ঘটনাস্থলেই মারা যান।
খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে শাহিনকে আটক করেন ইউপি চেয়ারম্যান শহিদ রানা টিপু। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। একই সঙ্গে শাহিনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে চরবাগডাঙ্গা ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের গ্রামপুলিশ বিশু কর্মকর বলেন, ‘খবর পেয়ে ইউপি চেয়ারম্যানসহ আমরা কয়েকজন ঘটনাস্থলে গিয়ে গ্রামবাসীর সহায়তায় ঘাতক ছেলে শাহিনকে আটক করে পুলিশে সোপর্দ করেছি।’
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) জালাল উদ্দীন বলেন, মৃতের পরিবারের কেউ থানায় আসতে রাজি হয়নি। এমনকি থানায়ও খবর দেয়নি। চেয়ারম্যানের মাধ্যমে খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে, মৃতের পুত্রবধূ আলহামরা বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেছেন। পরে ঘাতক ছেলে শাহিনকে গ্রেপ্তার করা হয়। আজ তাঁকে আদালতে পাঠানো হয়েছে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান বলেন, মৃতের মুখের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
চাঁপাইনবাবগঞ্জে পারিবারিক কলহের জেরে ছেলে মো. শাহিনের দেওয়া ধাক্কায় বাবা আবদুল বারি (৫৭) মারা গেছেন। ঘটনার পরপরই শাহিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার রাত সোয়া ১০টার দিকে এ ঘটনা ঘটে।
মৃত আবদুল বারি সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের গোয়ালডুবি গ্রামের মৃত মোজাম্মেল হকের ছেলে।
মৃতের স্বজন রেজাউল হক জানান, আবদুল বারির বড় ছেলে ফারুক হোসেন দীর্ঘদিন ধরে কাতারে থাকেন। সম্প্রতি তিনি ছুটিতে বাড়ি আসেন এবং সপ্তাহখানেক আগে আবার ফিরেও যান। তখন থেকে টাকা-পয়সা নিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে শাহিনের দ্বন্দ্ব শুরু হয়। এরই জেরে গতকাল রাত সোয়া ১০টার দিকে শাহিন তাঁর ভাবি আলহামরাকে গালিগালাজ করেন এবং মারতে উদ্যত হন। এ সময় বাবা আবদুল বারি পুত্রবধূকে রক্ষা করতে গেলে শাহিন তাঁকে ধাক্কা দিয়ে ফেলে দেন। এ সময় আবদুল বারি মুখে আঘাত পান এবং ঘটনাস্থলেই মারা যান।
খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে শাহিনকে আটক করেন ইউপি চেয়ারম্যান শহিদ রানা টিপু। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। একই সঙ্গে শাহিনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে চরবাগডাঙ্গা ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের গ্রামপুলিশ বিশু কর্মকর বলেন, ‘খবর পেয়ে ইউপি চেয়ারম্যানসহ আমরা কয়েকজন ঘটনাস্থলে গিয়ে গ্রামবাসীর সহায়তায় ঘাতক ছেলে শাহিনকে আটক করে পুলিশে সোপর্দ করেছি।’
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) জালাল উদ্দীন বলেন, মৃতের পরিবারের কেউ থানায় আসতে রাজি হয়নি। এমনকি থানায়ও খবর দেয়নি। চেয়ারম্যানের মাধ্যমে খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে, মৃতের পুত্রবধূ আলহামরা বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেছেন। পরে ঘাতক ছেলে শাহিনকে গ্রেপ্তার করা হয়। আজ তাঁকে আদালতে পাঠানো হয়েছে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান বলেন, মৃতের মুখের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
দিনাজপুরের খানসামা উপজেলা বিএনপির সদস্য ও উপজেলা কৃষক দলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শরীফ উদ্দিন সরকারকে মারধরও চাঁদাবাজি-সংক্রান্ত মামলায় উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোস্তাকিনুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৫ আগস্ট) সকালে উপজেলার পাকেরহাট বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
১৩ মিনিট আগেজানা গেছে, মঙ্গলবার কুষ্টিয়ায় আদালতে একটি মামলায় সাক্ষ্য দেওয়ার কথা বলে থানা থেকে বের হন শাকিল আহমেদ। এরপর থেকে মাসুরা খাতুনকেও খুঁজে পাওয়া যাচ্ছিল না। বৃহস্পতিবার শাকিল আহমেদের থানায় ফেরার কথা থাকলেও শুক্রবার পর্যন্ত তিনি ফেরেননি। এদিকে মাসুরা খাতুনের শ্বশুর বজলুর রহমান বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি...
১৫ মিনিট আগেরাজশাহীর বাঘায় মিনি ট্রাক চাপায় বানেরা বেগম ওরফে (বানু) (৫৫) নামে এক নারী নিহত হয়েছে। আজ শুক্রবার (১৫ আগস্ট) সকালে উপজেলার মীরগঞ্জ মোড়ের উত্তরে আব্দুর রহমান মাস্টারের বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।
৪০ মিনিট আগেদিনাজপুরের বিরামপুরে অটোরিকশার ধাক্কায় মোটরসাইকেল থেকে পড়ে যাওয়া কোহিনুর বেগম (২৭) ও তার ছেলে রিশাত কাইফ (২ মাস) ট্রাকচাপায় নিহত হয়েছে। শুক্রবার (১৫ আগস্ট) দুপর ১২টার দিকে পৌর শহরের সোনালী ব্যাংকের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত কোহিনুর উপজেলার ধানঘরা এলাকার গোলাম রব্বানীর স্ত্রী।
৪২ মিনিট আগে