গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের গুরুদাসপুর উপজেলার নাজিরপুরে নন্দকুজা নদী দখল করে ভবন নির্মাণের অভিযোগ উঠেছে প্রভাবশালী এক ব্যাংক কর্মকর্তা ও তার বন্ধু ব্যবসায়ীর বিরুদ্ধে। তাঁরা প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণ কাজ চলমান রেখেছেন।
সরেজমিন ও স্থানীয় সূত্রে জানা গেছে, নাজিরপুর বাজারের পূর্বপাশে বাঁশ ও কলা বাজারের পাশে নন্দকুজা নদী দখল করে স্থায়ী পাকা ভবন নির্মাণ করছেন স্থানীয় অগ্রণী ব্যাংক কর্মকর্তা বেলাল হোসেন ও তাঁর বন্ধু ব্যবসায়ী জহির রায়হান।
ব্যাংক কর্মকর্তা বেলাল হোসেন জানান, ২০২০ সালের ৬ অক্টোবর স্থানীয় মমতাজ বেগম ও তাঁর ৫ বোনের নিকট থেকে নাজিরপুর মৌজার ৮.২৫ শতাংশ জমি ক্রয় করেন। যার দাগ নম্বর ১৭৬। বেলাল তার স্ত্রী নুর মোস্তাকিমা খাতুন ও জহির রায়হান তার স্ত্রী রুমা বেগমের নামে রেজিষ্ট্রি করেছেন। তবে ভবন নির্মাণ কাজের তদারকি করছেন তাঁরা।
তিনি বলেন, আমার কেনা জমিতে আমি পাকা ঘর নির্মাণ করেছি। নদী দখল করি নাই। তাই এই বিষয়ে আমি আর কথা বলতে চাচ্ছি না।
নাজিরপুর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা গোপাল কুমার সিংহ জানান, অভিযোগের প্রেক্ষিতে তিনি নিজে উপস্থিত থেকে সার্ভেয়ারের মাধ্যমে জমি পরিমাপ শেষে সীমানা নির্ধারণ করে দিয়েছিলেন। কেউ আইন অমান্য করে দখল কাজে জড়িত থাকলে সে দায় তাঁর। তবে তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া জন্য সহকারী কমিশনারকে চিঠি পাঠানো হয়েছে।
নাজিরপুর ইউনিয়নের চেয়ারম্যান শওকত রানা লাবু জানান, পরিষদের পক্ষ থেকে স্থাপনা নির্মাণ কাজ বন্ধ রাখতে বলা হলেও তাঁরা অমান্য করে চলমান রেখেছেন। সচেতন মানুষদের নদী দখলের মতো এমন কাজে তিনি বিস্মিত।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু রাসেল বলেন, অভিযোগের প্রেক্ষিতে নদীর সীমানা ভেঙে ফেলার জন্য প্রাথমিক ভাবে বেলাল হোসেনকে চিঠি দেওয়া হয়েছে। তিনি নিজে দখলকৃত নদীর জায়গা ভেঙে না ফেললে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে জেলা প্রশাসক স্যারকে চিঠি দিয়ে জানানো হয়েছে।
নাটোরের গুরুদাসপুর উপজেলার নাজিরপুরে নন্দকুজা নদী দখল করে ভবন নির্মাণের অভিযোগ উঠেছে প্রভাবশালী এক ব্যাংক কর্মকর্তা ও তার বন্ধু ব্যবসায়ীর বিরুদ্ধে। তাঁরা প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণ কাজ চলমান রেখেছেন।
সরেজমিন ও স্থানীয় সূত্রে জানা গেছে, নাজিরপুর বাজারের পূর্বপাশে বাঁশ ও কলা বাজারের পাশে নন্দকুজা নদী দখল করে স্থায়ী পাকা ভবন নির্মাণ করছেন স্থানীয় অগ্রণী ব্যাংক কর্মকর্তা বেলাল হোসেন ও তাঁর বন্ধু ব্যবসায়ী জহির রায়হান।
ব্যাংক কর্মকর্তা বেলাল হোসেন জানান, ২০২০ সালের ৬ অক্টোবর স্থানীয় মমতাজ বেগম ও তাঁর ৫ বোনের নিকট থেকে নাজিরপুর মৌজার ৮.২৫ শতাংশ জমি ক্রয় করেন। যার দাগ নম্বর ১৭৬। বেলাল তার স্ত্রী নুর মোস্তাকিমা খাতুন ও জহির রায়হান তার স্ত্রী রুমা বেগমের নামে রেজিষ্ট্রি করেছেন। তবে ভবন নির্মাণ কাজের তদারকি করছেন তাঁরা।
তিনি বলেন, আমার কেনা জমিতে আমি পাকা ঘর নির্মাণ করেছি। নদী দখল করি নাই। তাই এই বিষয়ে আমি আর কথা বলতে চাচ্ছি না।
নাজিরপুর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা গোপাল কুমার সিংহ জানান, অভিযোগের প্রেক্ষিতে তিনি নিজে উপস্থিত থেকে সার্ভেয়ারের মাধ্যমে জমি পরিমাপ শেষে সীমানা নির্ধারণ করে দিয়েছিলেন। কেউ আইন অমান্য করে দখল কাজে জড়িত থাকলে সে দায় তাঁর। তবে তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া জন্য সহকারী কমিশনারকে চিঠি পাঠানো হয়েছে।
নাজিরপুর ইউনিয়নের চেয়ারম্যান শওকত রানা লাবু জানান, পরিষদের পক্ষ থেকে স্থাপনা নির্মাণ কাজ বন্ধ রাখতে বলা হলেও তাঁরা অমান্য করে চলমান রেখেছেন। সচেতন মানুষদের নদী দখলের মতো এমন কাজে তিনি বিস্মিত।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু রাসেল বলেন, অভিযোগের প্রেক্ষিতে নদীর সীমানা ভেঙে ফেলার জন্য প্রাথমিক ভাবে বেলাল হোসেনকে চিঠি দেওয়া হয়েছে। তিনি নিজে দখলকৃত নদীর জায়গা ভেঙে না ফেললে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে জেলা প্রশাসক স্যারকে চিঠি দিয়ে জানানো হয়েছে।
সাতক্ষীরায় অপরিপক্ব এক ট্রাক আম বাজারজাতের চেষ্টাকালে জব্দ করে ধ্বংস করেছে উপজেলা প্রশাসন। আজ শনিবার বেলা ১১টার দিকে সাতক্ষীরা বাইপাস সড়কে এই অভিযান চালানো হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা গোপন সংবাদের ভিত্তিতে প্রথমে ট্রাকে অপরিপক্ব আমের বিষয়টি শনাক্ত করেন। পরে তাঁরা আমবাহী একটি ট্রাক
৩৪ মিনিট আগেরাজধানীর হাতিরঝিলে যুবদল কর্মী মো. আরিফ সিকদার হত্যা মামলায় প্রধান অভিযুক্ত ও শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের ঘনিষ্ঠ সহযোগী ‘শুটার’ মাহফুজুর রহমান বিপুকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। আজ শনিবার সন্ধ্যায় র্যাব-৩–এর সিনিয়র সহকারী পুলিশ সুপার সনদ বড়ুয়া বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য
৩৬ মিনিট আগেচাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. মাসুদ পারভেজের কক্ষে ঢুকে তাঁর ল্যাপটপ ভাঙচুর করেছেন এক জুনিয়র কনসালট্যান্ট। এ সময় তিনি তত্ত্বাবধায়কে মারতেও উদ্যত হন বলে অভিযোগ উঠেছে। আজ শনিবার সকালে হাসপাতালের পুরোনো ভবনের দ্বিতীয় তলায় তত্ত্বাবধায়কের কক্ষে এই ঘটনা ঘটে।
৩৯ মিনিট আগেখুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) শিক্ষার্থীর হামলায় সহকারী ছাত্রবিষয়ক পরিচালক হাসান মাহমুদ গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত বাংলা ২০১৮ ব্যাচের ছাত্র নোমানের ছাত্রত্ব সাময়িক স্থগিত ও ক্যাম্পাসে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। তা ছাড়া স্নাতক পর্যায়ের সনদ স্থগিত ও তাঁর বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়েরের সিদ্ধান্ত
৩৯ মিনিট আগে