ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
বাংলাদেশ ও ভারতের কবিদের অংশগ্রহণে পাবনার ঈশ্বরদীর প্রত্যন্ত গ্রামাঞ্চলে দিনব্যাপী কবিতা উৎসব অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার দিনব্যাপী উপজেলার সাহাপুর ইউনিয়নের চরগড়গড়ি গ্রামের চরনিকেতন কাব্য মঞ্চে এই উৎসব হয়।
কবি ও কবিতার সংগঠন ‘মহীয়সী সাহিত্য পাঠচক্রের’ ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত উৎসবের উদ্বোধন করেন প্রাবন্ধিক, গবেষক ও কবি মজিদ মাহমুদ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাবনা জেলা পরিষদের চেয়ারম্যান আ স ম আব্দুর রহিম পাকন।
সংগঠনের সভাপতি রেহেনা সুলতানা শিল্পীর সভাপতিত্বে ও কবি সালেক শিবলীর সঞ্চালনায় অনুষ্ঠানের বিভিন্ন পর্বে অতিথি হিসেবে বক্তব্য দেন প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের গভর্নিং বডির চেয়ারম্যান রোকেয়া ইসলাম, পাবনা এডওয়ার্ড বিশ্ববিদ্যালয় কলেজের সহযোগী অধ্যাপক ড. আব্দুল মজিদ, সহকারী অধ্যাপক আকতার জাহান, সাহিত্যানুরাগী ডা. সরওয়ার জাহান, ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি মোস্তাক আহমেদ কিরণ, পাবনা প্রেসক্লাবের সাবেক সহসভাপতি আখতারুজ্জামান আখতার প্রমুখ।
দিনব্যাপী আয়োজনের মধ্যে ছিল কবি সমাবেশ, আলোচনা সভা, কবি আড্ডা, কবিকণ্ঠে কবিতা পাঠ, আবৃত্তি, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। বিকেলে চরনিকেতন চত্বরে কবি মজিদ মাহমুদের উদ্যোগে প্রত্যন্ত চরাঞ্চলের মানুষের সুবিধার্থে একটি বেসরকারি হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।
উৎসবে ভারতের পশ্চিমবঙ্গের হলদিয়া থেকে কবি আবু রায়হান, ডায়মন্ড হারবার থেকে অরুণ পাঠক, সোনারপুর থেকে নাগ সেন, গরিয়া থেকে তাজিমুর রহমানসহ বেশ কয়েকজন কবি এসেছিলেন।
আয়োজক সংগঠনের প্রধান কবি রেহেনা সুলতানা শিল্পী বলেন, প্রতি বছর এই দিনে পাবনা শহরে প্রতিষ্ঠাবার্ষিকীর বিভিন্ন আয়োজন করা হয়। কিন্তু এবার ঈশ্বরদীর প্রত্যন্ত চরাঞ্চল চরগড়গড়িতে কবি উৎসবের আয়োজন করা হয়। এ উৎসবে বাংলাদেশ ও ভারতের শতাধিক কবি অংশগ্রহণ করেছেন। ভবিষ্যতেও ঈশ্বরদীতে এ ধরনের আয়োজন করা হবে।
বাংলাদেশ ও ভারতের কবিদের অংশগ্রহণে পাবনার ঈশ্বরদীর প্রত্যন্ত গ্রামাঞ্চলে দিনব্যাপী কবিতা উৎসব অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার দিনব্যাপী উপজেলার সাহাপুর ইউনিয়নের চরগড়গড়ি গ্রামের চরনিকেতন কাব্য মঞ্চে এই উৎসব হয়।
কবি ও কবিতার সংগঠন ‘মহীয়সী সাহিত্য পাঠচক্রের’ ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত উৎসবের উদ্বোধন করেন প্রাবন্ধিক, গবেষক ও কবি মজিদ মাহমুদ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাবনা জেলা পরিষদের চেয়ারম্যান আ স ম আব্দুর রহিম পাকন।
সংগঠনের সভাপতি রেহেনা সুলতানা শিল্পীর সভাপতিত্বে ও কবি সালেক শিবলীর সঞ্চালনায় অনুষ্ঠানের বিভিন্ন পর্বে অতিথি হিসেবে বক্তব্য দেন প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের গভর্নিং বডির চেয়ারম্যান রোকেয়া ইসলাম, পাবনা এডওয়ার্ড বিশ্ববিদ্যালয় কলেজের সহযোগী অধ্যাপক ড. আব্দুল মজিদ, সহকারী অধ্যাপক আকতার জাহান, সাহিত্যানুরাগী ডা. সরওয়ার জাহান, ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি মোস্তাক আহমেদ কিরণ, পাবনা প্রেসক্লাবের সাবেক সহসভাপতি আখতারুজ্জামান আখতার প্রমুখ।
দিনব্যাপী আয়োজনের মধ্যে ছিল কবি সমাবেশ, আলোচনা সভা, কবি আড্ডা, কবিকণ্ঠে কবিতা পাঠ, আবৃত্তি, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। বিকেলে চরনিকেতন চত্বরে কবি মজিদ মাহমুদের উদ্যোগে প্রত্যন্ত চরাঞ্চলের মানুষের সুবিধার্থে একটি বেসরকারি হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।
উৎসবে ভারতের পশ্চিমবঙ্গের হলদিয়া থেকে কবি আবু রায়হান, ডায়মন্ড হারবার থেকে অরুণ পাঠক, সোনারপুর থেকে নাগ সেন, গরিয়া থেকে তাজিমুর রহমানসহ বেশ কয়েকজন কবি এসেছিলেন।
আয়োজক সংগঠনের প্রধান কবি রেহেনা সুলতানা শিল্পী বলেন, প্রতি বছর এই দিনে পাবনা শহরে প্রতিষ্ঠাবার্ষিকীর বিভিন্ন আয়োজন করা হয়। কিন্তু এবার ঈশ্বরদীর প্রত্যন্ত চরাঞ্চল চরগড়গড়িতে কবি উৎসবের আয়োজন করা হয়। এ উৎসবে বাংলাদেশ ও ভারতের শতাধিক কবি অংশগ্রহণ করেছেন। ভবিষ্যতেও ঈশ্বরদীতে এ ধরনের আয়োজন করা হবে।
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন করেছে জাপানের ১১০ সদস্যের একটি বিনিয়োগকারী দল। ব্র্যাক ইপিএলের উদ্যোগে জাপানি প্রতিনিধিদলটি সোনারগাঁয়ের অনন্য স্থাপত্যকীর্তি প্রাচীন পানাম নগরী, বড় সরদার বাড়ি, শিল্পাচার্য জয়নুল আবেদিন লোক ও কারুশিল্প জাদুঘর পরিদর্শন করে।
১০ মিনিট আগেবগুড়ার আদমদীঘিতে মিনি ট্রাকের ধাক্কায় আব্দুল মান্নান (৭০) নামের এক ব্যাটারিচালিত টমটমের চালক নিহত হয়েছেন। এ ছাড়া খন্দকার নিশাত নামের স্কুলশিক্ষক আহত হন। আজ মঙ্গলবার সকালে আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মোড়ে এই দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রাতে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান, চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবিসংবলিত বিলবোর্ড ও ব্যানার ছিঁড়ে ফেলেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় স্থানীয় নেতা-কর্মীদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাঁরা জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে
১ ঘণ্টা আগেএ ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন আছেন ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর থানার চর শিবপুর এলাকার রুবেল মিয়ার মেয়ে সোহাগী (১৮), কালু মিয়ার স্ত্রী রাবেয়া (৫০) ও একই জেলার নবীনগর থানার আলিয়াবাগ এলাকার মোহাম্মদ আলীর ছেলে রিয়াদ (১০)।
১ ঘণ্টা আগে