Ajker Patrika

সিরাজগঞ্জে বাসের ধাক্কায় চিকিৎসক নিহত

সিরাজগঞ্জ প্রতিনিধি
আপডেট : ১৫ ডিসেম্বর ২০২২, ১৪: ৩৭
সিরাজগঞ্জে বাসের ধাক্কায় চিকিৎসক নিহত

সিরাজগঞ্জে মোটোরসাইকেলে বাসের ধাক্কায় শরিফুল ইসলাম (৪০) নামের এক দন্ত চিকিৎসক নিহত হয়েছেন। এ ঘটনায় ওই মোটরসাইকেলের আরেক যাত্রী আহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার সকালে সিরাজগঞ্জ-বগুড়া আঞ্চলিক সড়কের সিরাজগঞ্জের সদর উপজেলার শিয়ালকোল বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শরিফুল উল্লাপাড়া উপজেলার বেতকান্দি গ্রামের রফিকুল ইসলামের ছেলে। তিনি সিরাজগঞ্জ শহরের কাঠের পুল এলাকায় উর্মি ডেন্টালে দন্ত চিকিৎসক হিসেবে কর্মরত ছিলেন।

সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা আতাউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

আতাউর রহমান জানান, মোটরসাইকেলযোগে শরিফুলসহ দুজন মহাসড়কে উঠছিলেন। এ সময় দ্রুতগামী একটি বাস তাঁদের ধাক্কা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই শরিফুলের মৃত্যু হয়। এ ঘটনায় আহত অপর মোটরসাইকেল আরোহীকে উদ্ধার করে সিরাজগঞ্জের ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

সিরাজগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) সেলিম মোল্লা বলেন, বাসটি মোটরসাইকেলকে পেছন থেকে ধাক্কা দিয়ে পালিয়ে গেছে। এতে ঘটনাস্থলেই চিকিৎসকের মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় বাসচালক ও হেলপারকে আটক করা সম্ভব হয়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রূপপুর পারমাণবিক কেন্দ্র পরিদর্শনের পর যা জানাল আইএইএর বিশেষজ্ঞ দল

ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে লতিফ সিদ্দিকী অবরুদ্ধ, নেওয়া হলো পুলিশি হেফাজতে

লতিফ সিদ্দিকী, ঢাবি অধ্যাপক কার্জনসহ ডিবি হেফাজতে ১৫ জন সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার

আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী, ঢাবি শিক্ষক কার্জনসহ ১১ জন ডিবি হেফাজতে

পুলিশের ওপর ৪ দফা হামলা, গাজীপুরের শীর্ষ সন্ত্রাসীকে ছিনিয়ে নিল দুর্বৃত্তরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত