Ajker Patrika

ধুনটে অগ্নিকাণ্ডে কৃষক দগ্ধ, পুড়েছে গবাদিপশুসহ ৩ ঘর

ধুনট (বগুড়া) প্রতিনিধি
ধুনটে অগ্নিকাণ্ডে কৃষক দগ্ধ, পুড়েছে গবাদিপশুসহ ৩ ঘর

বগুড়ার ধুনটে গোয়ালঘরের কয়েল থেকে লাগা আগুনে এক কৃষক দগ্ধ এবং গবাদিপশুসহ তিনটি ঘর পুড়ে গেছে। গতকাল মঙ্গলবার গভীর রাতে উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নের যমুনা নদীর বন্যানিয়ন্ত্রণ বাঁধের পাশে আটাচর হঠাৎপাড়ায় এই ঘটনা ঘটে।

স্থানীয় ভান্ডারবাড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বেলাল হোসেন বাবু এ তথ্য নিশ্চিত করে বলেন, যমুনা নদীর বন্যানিয়ন্ত্রণ বাঁধের পাশে আটাচর হঠাৎপাড়ায় পরিবার-পরিজন নিয়ে বাস করেন শহিদুল ইসলাম ও শাহাদৎ হোসেন। তাঁরা কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করেন।

জানা গেছে, শহিদুল ইসলামের গোয়ালঘরে দুটি গরু ছিল। গোয়ালঘরের মশা তাড়াতে রাতে কয়েল জ্বালিয়ে দেওয়া হয়। কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তের মধ্যে গোয়ালঘরের একটি গরু, গোয়ালঘরসহ দুটি ঘর পুড়ে যায়। তা ছাড়া অন্য গরুটির শরীরের প্রায় ৫০ শতাংশ পুড়ে গেছে।

আগুন ছড়িয়ে পড়লে প্রতিবেশী কৃষক শাহাদৎ হোসেনের একটি ঘর ও আসবাবপত্র পুড়ে যায়। এ সময় আগুন নেভাতে গিয়ে কৃষক শাহাদৎ হোসেন দগ্ধ হয়েছেন। তিনি স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। আগুনের ঘটনায় দুই কৃষকের প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে ধুনট থানার পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আন্দালিব রহমান পার্থর স্ত্রীকে বিদেশ যেতে বাধা

‘মেয়েরা যেন আমার মরা মুখ না দেখে’, চিরকুট লিখে ঠিকাদারের ‘আত্মহত্যা’

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ভারতের উদ্বেগ

সৌদি আরবের সঙ্গে ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চুক্তি করে নিজের রেকর্ড ভাঙল যুক্তরাষ্ট্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত