পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ীর পাংশায় পদ্মা নদীতে নৌকা ডুবে নিখোঁজের ২৭ ঘণ্টা পর কৃষক মো. আব্দুল কুদ্দুস মন্ডলের (৬০) মরদেহ উদ্ধার করা হয়েছে।
আজ মঙ্গলবার ইউনিয়নের চর-আফড়া গ্রামের তালতলা থেকে মরদেহ উদ্ধার করে পাংশা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা।
আব্দুল কুদ্দুস বাহাদুরপুর ইউনিয়নের গঙ্গানন্দদিয়া গ্রামের মৃত উজির মন্ডলের ছেলে।
গতকাল সোমবার সকাল সাড়ে ৯টার দিকে বাহাদুরপুর ইউনিয়নের চরপাড়া বেড়িবাঁধ ঘাট থেকে জমিতে কাজের উদ্দেশ্যে পদ্মার চরে যাওয়ার সময় নৌকা ডুবে নিখোঁজ হন আব্দুল কুদ্দুস। নিখোঁজের পর থেকেই তাঁকে উদ্ধার অভিযান চালায় পাংশা ফায়ার সার্ভিসের একাধিক সদস্য ও দুজন ডুবুরি দলের প্রশিক্ষণপ্রাপ্ত সদস্য।
পাংশা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার রয়েল আহম্মেদ বলেন, ‘গতকাল থেকে উদ্ধার অভিযান চালাই। দুপুর ১২টার দিকে সংবাদ পাই তালতলায় একটি ভাসমান মরদেহ রয়েছে। পরে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করি। মরদেহটি আব্দুল কুদ্দুসের বলে শনাক্ত করে তাঁর পরিবার। মরদেহটি তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’
সোমবার একটি নৌকায় ১৬ জন কৃষক যাচ্ছিলেন। নৌকাটি ঘাট থেকে পদ্মার চরের মাঝামাঝি গেলে তলিয়ে যায়। এ সময় নৌকায় থাকা সবাই চিৎকার করলে স্থানীয়রা ঘাট থেকে নৌকা নিয়ে ঘটনাস্থলে গিয়ে ১৫ জনকে উদ্ধার করতে সক্ষম হয়। আব্দুল কুদ্দুস তলিয়ে গেলে তাঁকে উদ্ধার করতে না পেরে পাংশা ফায়ার সার্ভিসকে খবর দেয়।
রাজবাড়ীর পাংশায় পদ্মা নদীতে নৌকা ডুবে নিখোঁজের ২৭ ঘণ্টা পর কৃষক মো. আব্দুল কুদ্দুস মন্ডলের (৬০) মরদেহ উদ্ধার করা হয়েছে।
আজ মঙ্গলবার ইউনিয়নের চর-আফড়া গ্রামের তালতলা থেকে মরদেহ উদ্ধার করে পাংশা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা।
আব্দুল কুদ্দুস বাহাদুরপুর ইউনিয়নের গঙ্গানন্দদিয়া গ্রামের মৃত উজির মন্ডলের ছেলে।
গতকাল সোমবার সকাল সাড়ে ৯টার দিকে বাহাদুরপুর ইউনিয়নের চরপাড়া বেড়িবাঁধ ঘাট থেকে জমিতে কাজের উদ্দেশ্যে পদ্মার চরে যাওয়ার সময় নৌকা ডুবে নিখোঁজ হন আব্দুল কুদ্দুস। নিখোঁজের পর থেকেই তাঁকে উদ্ধার অভিযান চালায় পাংশা ফায়ার সার্ভিসের একাধিক সদস্য ও দুজন ডুবুরি দলের প্রশিক্ষণপ্রাপ্ত সদস্য।
পাংশা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার রয়েল আহম্মেদ বলেন, ‘গতকাল থেকে উদ্ধার অভিযান চালাই। দুপুর ১২টার দিকে সংবাদ পাই তালতলায় একটি ভাসমান মরদেহ রয়েছে। পরে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করি। মরদেহটি আব্দুল কুদ্দুসের বলে শনাক্ত করে তাঁর পরিবার। মরদেহটি তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’
সোমবার একটি নৌকায় ১৬ জন কৃষক যাচ্ছিলেন। নৌকাটি ঘাট থেকে পদ্মার চরের মাঝামাঝি গেলে তলিয়ে যায়। এ সময় নৌকায় থাকা সবাই চিৎকার করলে স্থানীয়রা ঘাট থেকে নৌকা নিয়ে ঘটনাস্থলে গিয়ে ১৫ জনকে উদ্ধার করতে সক্ষম হয়। আব্দুল কুদ্দুস তলিয়ে গেলে তাঁকে উদ্ধার করতে না পেরে পাংশা ফায়ার সার্ভিসকে খবর দেয়।
রাজশাহীতে বিপৎসীমা ছুঁই ছুঁই করছে পদ্মার পানি। ফুলে-ফেঁপে ওঠা পদ্মার পানি বিভাগীয় এই শহরের বিপৎসীমা থেকে মাত্র ৭৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এই অবস্থায় শহরের টি-বাঁধে সাধারণ মানুষের চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। সরিয়ে নিতে বলা হয়েছে দোকানপাট।
২ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকারকে উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে খুলনায় রাষ্ট্রদ্রোহের মামলা করেছে ডিবি পুলিশ। সোমবার (১১ আগস্ট) দুপুরে খুলনার সোনাডাঙ্গা থানায় মামলাটি করেন মহানগর গোয়েন্দা পুলিশের এসআই বিধান চন্দ্র রায়।
২ ঘণ্টা আগের্যাব মহাপরিচালক (ডিজি) এ কে এম শহিদুর রহমান বলেছেন, ‘আমরা এই মুহূর্তে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ নিয়ে কাজ করছি। র্যাব বিলুপ্ত হবে কি না এ নিয়ে চিন্তাভাবনা করছি না। এটি সরকার দেখবে।’
২ ঘণ্টা আগেসিলেটের এমসি কলেজ ছাত্রদলের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন খান মোহাম্মদ সামি এবং সাধারণ সম্পাদক হয়েছেন জুনেদুর রহমান জুনেদ। সোমবার কলেজ অডিটরিয়ামে দীর্ঘ ২১ বছর পর কাউন্সিলের মাধ্যমে ভোটারদের সরাসরি ভোটে তাঁরা নির্বাচিত হন। পরে সন্ধ্যায় ফলাফল ঘোষণা করা হয়।
৩ ঘণ্টা আগে